শিক্ষা খবরশিক্ষা নিউজ

বগুড়া জেলা পরিবার পরিকল্পনা মৌখিক পরীক্ষা রেজাল্ট 2022 Bogra District Family Planning Viva Test

বগুড়া জেলা পরিবার পরিকল্পনা মৌখিক পরীক্ষা রেজাল্ট 2022 Bogra District Family Planning Viva Test DGFP bogra Viva Date জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বগুড়া এর ১৫ হতে ২০ গ্রেডের (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণি) ০৪ (চার) ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৮-১১-২০২২ খ্রিঃ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফল বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পত্র নং-জেপপ/বগ/নিয়োগ/২০২২/৯০৮ তাং- ১৯-১১-২০২২ খ্রিঃ মাধ্যমে প্রকাশ করা হয় । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নবর্নিত সময় সূচি অনুযায়ী বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বগুড়া জেলা পরিবার পরিকল্পনা মৌখিক পরীক্ষা রেজাল্ট 2022 Bogra District Family Planning Viva Test

ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া বগুড়ার আলমগীর শিগগিরই চাকরি পাচ্ছেন। বিজ্ঞাপন সাঁটিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বগুড়ার আলমগীর হোসাইন শিগগিরই চাকরি পাচ্ছেন। দেশের কয়েকটি স্বনামধন্য বেসরকারি কোম্পানি আলমগীরকে চাকরি দেওয়ার প্রস্তাব করেছে। বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

এসপি বলেন, ‘আলমগীর হোসাইনকে চাকরি দেওয়ার জন্য সুপার শপ ‘স্বপ্ন’, স্কয়ারসহ কয়েকটি প্রতিষ্ঠান আমার মাধ্যমে যোগাযোগ করেছে। এর মধ্যে ‘স্বপ্ন’ যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে সাক্ষাৎকার নেওয়ার উদ্যোগ নিয়েছে। আজই তারা আলমগীরের চাকরির বিষয়ে জানাবে।

 

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করা আলমগীর হোসাইন সপ্তাহখানেক আগে শহরের জহুরুল নগরের বাড়ির প্রাচীর ও বিদ্যুতের খুঁটিতে কয়েকটি বিজ্ঞাপন সাঁটান। তিনি নিজের পরিচয়ে লিখেছেন ‘বেকার’। দুই বেলা ভাতের বিনিময়ে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াতে চান তিনি। অল্প সময়ে বিজ্ঞাপনটি ফেসবুকে ভাইরাল হয়।

 ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া বগুড়ার আলমগীর শিগগিরই চাকরি পাচ্ছেন

এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, আলমগীর হোসাইনকে আমার কার্যালয়ে ডেকে নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি। তিনি তাঁর হতদরিদ্র পরিবারের শোচনীয় অবস্থার কথা জানান। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই বিজ্ঞাপন দিয়েছেন বলে মনে হয়নি। তাঁর সম্পকে সংগৃহীত গোয়েন্দা তথ্যে কোনো অপরাধ কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। তাঁর মুঠোফোনের কলরেকর্ডসহ সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।

 

আলমগীর হোসাইনের গ্রামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বুড়ইল গ্রামে। পাঁচ বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন আলমগীর। স্নাতকোত্তর পরীক্ষাতেও তিনি ভালো করেন। পড়াশোনা শেষে চাকরি পাচ্ছিলেন না। এখন তিনি অন্যের বাসায় জায়গির থাকেন।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply