শিক্ষা খবরশিক্ষা নিউজ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সেশনজটে হতাশ শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সেশনজটে হতাশ শিক্ষার্থীরা।নোটিশ হওয়ার পরও তা হচ্ছে না বাস্তবায়ন, বদলে যাচ্ছে পরীক্ষার তারিখ। দিনের পর দিন এমন ঘটনার শিকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বাড়ছে সেশনজট, হতাশ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা খসড়া রুটিন প্রস্তুত করে ডিন অফিসে পাঠিয়েছি। বর্তমানে রুটিন সংক্রান্ত ফাইল কোথায় আছে তা আমার জানা নেই।’

 

কৃষি অনুষদের ডিন ড. পরিমল কান্তি বিশ্বাস জানান, যতক্ষণ না পর্যন্ত এক্সাম কন্ট্রোলার থেকে রুটিন পাবলিশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না।

 

বারবার পরীক্ষা পেছানোয় হতাশা জানিয়ে একজন শিক্ষার্থী বলেন, ‘তীব্র সেশন জটে আমরা চরম ভাবে হতাশ। এই অবস্থায় পরীক্ষার বিকল্প ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই! আমরা যেন সামনের বিসিএসসহ সব ধরনের চাকরির পরীক্ষায় আবেদন করতে পারি। প্রশাসনের নিকট আবেদন, প্রশাসন যেন বৃহত্তর স্বার্থে নির্দিষ্ট সময়ে আমাদের পরীক্ষায় বসতে সাহায্য করে।

 

গত ৩ ফেব্রুয়ারি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লেভেল-৪, সেমিস্টার-২ এর সেমিস্টার ফাইনাল পরীক্ষা (তাত্ত্বিক) আগামী ১০ ফেব্রুয়ারি তারিখ হতে শুরু হবে। একই দিন ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনালের এনরোলমেন্ট করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ৬ ফেব্রুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশের কথা থাকলেও তা প্রকাশিত হয়নি।

 

Sher-e-Bangla Agricultural University students are disappointed in the session. Even after the notice, it is not being implemented, the date of the exam is changing. The students of Sher-e-Bangla Agricultural University are the victims of such incidents day after day. The session jam is increasing, the students are getting frustrated. University Controller of Examinations Chowdhury Md. Saiful Islam said, “We have prepared the draft routine and sent it to the dean’s office. I don’t know where the routine files are at the moment. ‘

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply