শিক্ষা নিউজ

আগামী ৭ দিনের আবহাওয়ার খবর ২০২২ দৈনিক আবহাওয়া বার্তা

আগামী ৭ দিনের আবহাওয়ার খবর ২০২২ দৈনিক আবহাওয়া বার্তা

তারিখ : ৮ ই এপ্রিল  ২০২২, শুক্রবার  ২৫ শে চৈত্র  বসন্তকাল | ৬ ই রমাদান  ১৪৪৩ হিজরি।

 

আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় সামান্য  মেঘলা থাকতেপারে।

 

বৃষ্টি : দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে বৃষ্টির সম্ভাবনা আছে।

 

তাপমাত্রা : রাত ও দিনের গড় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বৃষ্টিবলয় : নেই

পরবর্তী বৃষ্টিবলয় : আশা, ১০ টু ১৭ ই এপ্রিল।

 

তাপপ্রবাহ : দেশের বেশকিছু স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতেপারে যা আরও কিছুটা বিস্তৃত হতে পারে।

দিনের আকাশে তীব্র সূর্যের কিরণ : ১ থেকে ৩ ঘন্টা **

দিনের আকাশে ঝলমলে  সূর্যের কিরণ : স্থানভেদে ৬ থেকে ৯ ঘন্টা। ও ম্লান সূর্যের কিরণ ১ থেকে ৩ ঘন্টা।

 

সতর্ক সংকেত : নেই

পরবর্তী সতর্ক সংকেত :

সমুদ্র উত্তাল! কিছুটা

বজ্রপাত : আছে

শিলাবৃষ্টি : নেই

উত্তর বঙ্গপোসাগর : উত্তরপশ্চিম বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

 

সূর্যগ্রহণ : ৩০ শে এপ্রিল ২০২২ দিবাগত গভীর রাতে।

চন্দ্রগ্রহণ : আগামী ১৬ ই মে ২০২২ সাল ,

সূর্যোদয় : সকাল ০৫ টা বেজে ৪৪ মিনিটে ( ঢাকা)

সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা বেজে ১৭ মিনিটে ( ঢাকা)

দিনের দৈর্ঘ্য : ১২ ঘণ্টা ৩৩ মিনিট ( ঢাকায়)

 

ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : নেই

সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ১৭.৯৩° দক্ষিণে।

মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।

 

আসুন এক নজরে দেখেনেই আগামী ৮ ই এপ্রিল   দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।

 

বিভাগের নাম:          সর্বোচ্চ :           সর্বনিম্ন :

ঢাকা,                          ৩৫°                 ২৬° সে.

চট্টগ্রাম,                      ৩৫°                 ২৫°

রাজশাহী,                   ৩৭°                 ২৫°

খুলনা,                        ৩৬°                 ২৬°

সিলেট,                       ৩৪°                 ২৩°

বরিশাল,                     ৩৬°                 ২৫°

রংপুর,                        ৩১°                 ২৩°

ময়মনসিংহ,                ৩৫°                 ২৫°  সে.

 

কলকাতা,                   ৩৭°                 ২৬° সে. India

নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।

.

Weather of Kolkata : আকাশ আংশিক মেঘলা থাকতেপারে।  বৃষ্টির সম্ভাবনা নেই।  রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে।

ভোররাতে ও সকালে হালকা  কুয়াশাছন্ন  থাকতেপারে। দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ প্রায় ০৮ ঘন্টা পাওয়া যাবে। তীব্র রোদ ৩ ঘন্টা।

তাপপ্রবাহ : মৃদু

গুজব এড়াতে নিয়মিত দেশের  সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।

এবং আমাদের ( বেসরকারি আবহাওয়া সংস্থার) সাথেও থাকতেপারেন।

.

আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT

আপডেট : ৭ ই এপ্রিল

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল বৃষ্টিবলয় আশা।

এটি একটি বহু প্রতিক্ষিত শক্তিশালী বৃষ্টি বলয়।

সবচেয়ে বেশি সক্রিয় অঞ্চল সিলেট বিভাগ।

সবচেয়ে কম সক্রিয় অঞ্চল , চট্টগ্রাম বিভাগ।

এই বৃষ্টি বলয়ে সিলেট বিভাগের নিচু এলাকায় বন্যার সম্মুখিন হতেপারে, তাই সতর্ক হোন সিলেটের মানুষজন।

সম্ভাব্য তারিখ : ১০ ই এপ্রিল থেকে ১৭ ই এপ্রিল পর্যন্ত।

এই বৃষ্টিবলয়টি প্রথম ধাপে ( ১০ টু ১৩ ই এপ্রিল) সিলেট বিভাগ ও পঞ্চগড়, লালমনীরহাট, কুড়িগ্রাম, শেরপুর, নীলফামারী, দিনাজপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক সক্রিয় থাকতেপারে।

এরপর এটি দ্বিতীয় ধাপে, ১৪ টু ১৭ ই এপ্রিলে দেশের মধ্যো ও দক্ষিণ অঞ্চলে ভারিবৃষ্টি ঘটাতেপারে।

এখানে বলা উচিৎ, বৃষ্টি বলয় আশা ১০ টু ১৩ ই এপ্রিল এর ভেতরে দেশের মধ্যো অঞ্চলের কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে বজ্রবৃষ্টি ঘটাতেপারে।

প্রবল কালবৈশাখী, শিলাবৃষ্টি, ভারিবৃষ্টি, আশা এর একটি প্রধান বৈশিষ্ট।

বৃষ্টি বলয় আশা তে দেশের অনেক এলাকায় পানির অভাব পুরন হতেপারে ইনশাআল্লাহ।

( আসুন আমরা দুর্নীতি মুক্ত দেশ গড়ি )

.

** তীব্র সূর্যের কিরণ, উজ্জ্বল সূর্যের কিরণ এর ভেতরে পড়ে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply