শিক্ষা খবরশিক্ষা নিউজ

আজিজুল হক কলেজ পরিসংখ্যান বিভাগের পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করবেন যেভাবে

আজিজুল হক কলেজ পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১৭ টি ব্যাচের ১ম পুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে। প্রথম পুনর্মিলনী আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। উক্ত পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।

আজিজুল হক কলেজ পরিসংখ্যান বিভাগের প্রথম পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন ১৩ জুলাই থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৩ সেপ্টেম্বর প্রর্যন্ত। আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনলাইনে ejobbd.com/statistics.reunion লিংকে প্রয়োজনীয় তথ্য ও ফি প্রদানের মাধ্যমে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা যাবে। এখানে আপনার সামনে তুলে ধরব রেজিস্ট্রেশন করবেন যেভাবে।

আরো পড়ুন- আজিজুল হক কলেজ পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরু

আজিজুল হক কলেজ পরিসংখ্যান বিভাগের পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করবেন যেভাবে

পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য প্রথম ধাপে নিজ শিক্ষাবর্ষের প্রতিনিধির নিকট রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এরপর গুগল ফর্মের নির্দিষ্ট লিংকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে।

পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন ফির পরিমাণ:

প্রাক্তন শিক্ষার্থী (২০০৩-০৪ থেকে ২০১৪-১৫ সেশন) ১৩০০ টাকা
বর্তমান শিক্ষার্থী (২০১৫-১৬ থেকে ২০১৯-২০ সেশন) ১০০০ টাকা
অংশগ্রহণকারীর দম্পতি (স্বামী /স্ত্রী): ১০০০ টাকা
পাঁচ বছর উর্ধ্বে সন্তান ৫০০ টাকা

পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন ফি জমা দেয়ার নিয়ম

রেজিষ্ট্রেশন ফি নিজ নিজ শিক্ষাবর্ষের প্রতিনিধির বিকাশ/নগদ/রকেট পারসোনাল নম্বরে জমা দেয়া যাবে।

বিদ্র: রেজিস্ট্রেশন ফির সাথে ক্যাশ আউট চার্জ পাঠাতে হবে। বিকাশে টাকা পাঠানো পূর্বে উক্ত বিকাশ নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করুন এবং টাকা পাঠানোর বিষয়টি অবগত করুন।

নীচে সেশনভিত্তিক টাকা পাঠানোর ঠিকানা ও নাম্বার তুলে ধরা হলো।

সেশনভিত্তিক রেজিস্ট্রেশন ফি পাঠানোর ঠিকানা ও নাম্বার
নাম শিক্ষাবর্ষ বিকাশ নাম্বার 
মো. আবু নাছের মন্ডল ২০০৩-০৪ 01718825860
মো. শওকত আলী  ২০০৪-০৫ 01719039294
মো. জুয়েল সরকার ২০০৫-০৬ 01723773616
আব্দুল বারিক ২০০৬-০৭ 01737742081
মো. মোজাহিদুল হক ২০০৭-০৮ 01722726950
প্রসেনজিৎ কুমার দাস ২০০৮-০৯ 01729872504
মো. সুফল ইসলাম ২০০৯-১০ 01723402230
অরূপ কুমার ২০১০-১১ 01739164817
মো. শাহিনুর ইসলাম ২০১১-১২ 01515643958
মো. আল-আরাফ সানি ২০১২-১৩ 01746694646
আব্দুল আহাদ ২০১৩-১৪ 01760046261
মো. আস্তাফার হোসেন ২০১৪-২০১৫ 01753324075
নাঈম সরোয়ার মিশু ২০১৫-১৬ 01791288736
সৌরভ আহমেদ নিরব ২০১৬-১৭ 01777529830
নাফিউর রহমান ২০১৭-১৮ 01762973498
আরাফিন আহমেদ খালিদ ২০১৮-১৯ 01620977484
মো. শহীদুজ জামান ২০১৯-২০ 01795862607
সবিক মোহাত্তাদি ২০১৯-২০ 01608132996

রেজিস্ট্রেশন ফি পাঠানো সম্পন্ন হলে অনলাইনে গুগল ফর্ম পূরণ করতে হবে। পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনের জন্য নিবন্ধন ফর্ম পূরণের সংক্ষিপ্ত উত্তর অবশ্যই ইংরেজি ভাষায় দিতে হবে।

 পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন ফরম পূরণ করবেন যেভাবে

• প্রথমে chorom, brave, opera mini, firefox অথবা যেকোনো ব্রাউজারে ওপেন করতে হবে। এরপর এই লিংকে ejobbd.com/statistics.reunion ভিজিট করতে হবে।
• উক্ত লিংকে প্রবেশের পর একটি গুগল ফরম দেখতে পাবেন। উক্ত ফরম পূরণের ক্ষেত্রে অবশ্যই আপনার জিমেইল আইডি লগইন থাকতে হবে।
• প্রথমে আপনার নাম সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।
• এরপর আপনার বাবার এবং মায়ের নাম এন্ট্রি দিন।
• এরপর বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে এন্ট্রি দিন।
• এরপর আপনার শিক্ষাবর্ষ সঠিকভাবে সাবমিট করুন।
• আপনার প্রফেশনাল এড্রেস যদি থাকে এন্ট্রি দিতে হবে, না থাকলে দেয়ার প্রয়োজন নেই।
• এরপর আপনার ধর্ম সঠিকভাবে এন্ট্রি দিন।
• এরপর আপনার বৈবাহিক অবস্থা এন্ট্রি দিন।
• আপনার স্বামী অথবা স্ত্রীর নাম এন্ট্রি দিন। (যদি থাকে)
• আপনার কয়জন সন্তান পুনর্মিলনীতে অংশগ্রহণ করবে তার সংখ্যা এন্ট্রি দিন।
• আপনি সহ আপনার পরিবারের কতজন সদস্য পুনর্মিলনীতে অংশগ্রহণ করবে তার সংখ্যা এন্ট্রি দিন।
• এরপর আপনার মোবাইল নম্বর লিখে এন্ট্রি দিন।
• এরপর আপনার ইমেইল এড্রেস এন্ট্রি দিন
• শিক্ষাগত যোগ্যতা এন্ট্রি দিন।
• এরপর আপনার রক্তের গ্রুপ, এনআইডি নাম্বার এন্ট্রি দিন।
• এরপর আপনার টিশার্ট সাইজ এন্ট্রি দিন।
• এরপর আপনি বিকাশ/রকেট/ না নগদে পেমেন্ট করেছেন তা এন্ট্রি দিন
• যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সে নম্বরটি এন্ট্রি দিন।
• টাকা পাঠানোর পর একটি ট্রানজেকশন আইডি পাবেন। উক্ত ট্রানজেকশন আইডি সঠিকভাবে এন্ট্রি দিতে হবে৷
• এরপর টোটাল এমাউন্টে আপনার রেজিষ্ট্রেশন ফির পরিমাণ উল্লেখ করুন।

অবশেষে সাবমিট অপশনে ক্লিক করে আপনার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শেষ করুন।

পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

পুনর্মিলনী সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

রেজিস্ট্রেশনের সময়সীমা: ১৩ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত
পুনর্মিলনীর তারিখ: ২৯ সেপ্টেম্বর, শুক্রবার ২০২৩
পুনর্মিলনীর স্থান: সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস।

সৌরভ/এডুকেশন্স ইন বিডি

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply