শিক্ষা নিউজ

দুদক কনস্টেবল ফাইনাল রেজাল্ট ২০২৪ ACC Constable Final Result 2024 – acc.org.bd

দুর্নীতি দমন কমিশনের শূন্য পদের বিপরীতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে জাতীয় বেতন স্কেল, গ্রেড-১৭, ২০১৫-এ ৯০০০-২১৮০০ টাকা বেতন স্কেলে দুর্নীতি দমন কমিশনে ‘কনস্টেবল’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।এসিসি কনস্টেবল চূড়ান্ত ফলাফল:
একটি। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে;

খ) দুর্নীতি দমন কমিশনের (কর্মচারী) কর্মসংস্থান বিধিমালা, ২০০৮-এর ৭(১)(ক) কর্মচারী নিয়োগ
তারিখ থেকে 02 (দুই) বছরের জন্য শিক্ষানবিশ;

গ) শিক্ষানবিশ দুর্নীতি দমন কমিশনের (কর্মচারী) কর্মসংস্থান বিধিমালা, ২০০৮-এর ৭(২)(ক) এবং ৫৪(১) ধারা অনুযায়ী
কমিশন যে কোনও শিক্ষানবিশের চাকরি বাতিল করতে পারে;

d. শিক্ষানবিশ সময়কালে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) কর্মসংস্থান বিধিমালা, ২০০৮-এর ৭(৩) সন্তোষজনকভাবে। দায়িত্ব পালন সময়ে সময়ে সরকার ও কমিশন কর্তৃক জারি করা অন্যান্য শর্তপূরণের সাপেক্ষে এবং কর্তৃপক্ষের সন্তুষ্টির জন্য কমিশনের নিয়ম অনুযায়ী কর্মসংস্থান স্থায়ী করা হবে;

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

দুদক কনস্টেবল ফাইনাল রেজাল্ট ২০২৪ ACC Constable Final Result 2024 – acc.org.bd

দুদক কনস্টেবল ফাইনাল রেজাল্ট ২০২২ ACC Constable Final Result 2022 – acc.org.bd

ছ. দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) কর্মসংস্থান বিধিমালা, ২০০৮-এর বিধি ১৬ অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণ করা হইবে;

h. সিভিল সার্জনের কাছ থেকে সরকারী পরিষেবার জন্য শারীরিক ফিটনেসের শংসাপত্রের সাথে যোগ দিতে হবে।
যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হন বা পরে যোগ দেন তবে তার চরিত্র এবং অতীতের ক্রিয়াকলাপগুলি
পুলিশ যদি সন্তোষজনক রিপোর্ট না পায়, তবে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে;

i. সন্তুষ্টির জন্য জমা দেওয়া সমস্ত শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মুক্তিযোদ্ধার শংসাপত্র এবং অন্যান্য শংসাপত্রের সত্যতা যাচাই করা
যদি উপস্থিত না হয় বা মিথ্যা বলে প্রমাণিত না হয় তবে এই অ্যাপয়েন্টমেন্টটি বাতিল হিসাবে বিবেচিত হবে;

J. এই পদে যোগদানের জন্য কোনও টিএ / ডিএ প্রদান করা হবে না।

২. তিনি যদি উপরোক্ত শর্তে চাকরিতে যোগ দিতে রাজি হন, তাহলে ২০২৩ সালের ১ জানুয়ারি দুর্নীতি দমন বিভাগের সচিব
আবেদন জমা দিতে হবে কমিশন, প্রধান কার্যালয়, ১ সেগুনবাগিচা, ঢাকা-১০০০ নম্বরে।

 

করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়ল: প্রজ্ঞাপন জারি। করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এতে বলা হয়েছে, (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত থাকে। এর মানে হলো ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি। Coronavirus extended general holiday period: The government has issued a notification extending the general holiday period till April 14 due to coronavirus. However, it said that weekly holidays are also associated with (Friday and Saturday). That means a holiday until April 14.

মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার এই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জরুরি সেবার ( বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট) ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না। এ ছাড়া কৃষি পণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, ও হাসপাতাল এই ছুটির মধ্যে পড়বে না। জরুরি প্রয়োজনে অফিসগুলো খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে।

করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়ল: প্রজ্ঞাপন জারি

এ ছাড়া মানুষের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার বিষয়ে নির্দেশনা দেবে।

এর আগে গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথা বলেছিলেন।

এর আগে ২৩ মার্চ সরকার ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। সেটির ধারাবাহিকতায় এখন ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ল।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group