শিক্ষক নিবন্ধন

সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম NTRCA -পুলিশ ভেরিফিকেশন ভি রোল ফরম

সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম NTRCA -পুলিশ ভেরিফিকেশন ভি রোল ফরম Recommended Police Verification Form NTRCA – Police Verification V Roll Form আগামী দুই সপ্তাহের মধ্যে বিশেষ ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শুরু হবে আগামী ২০ মার্চের পর। সুরক্ষা সেবা বিভাগ থেকে আগামী ২০ মার্চ অনলাইনে ফরম পূরণের বিষয়ে নির্দেশনা পাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এরপর ভেরিফিকেশন ফরম পূরণ শুরু হবে।

এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ ও তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের মধ্যে বেশ কিছু প্রার্থীর সার্টিফিকেট নিয়ে সমস্যা দেখা দেয়। পরবর্তীতে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিষয়ের প্রার্থীদের সনদপত্র জমা নেয় এনটিআরসিএ। এই সনদগুলো প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন নিয়োগ কমিটি যাচাই-বাছাই করবে।

সূত্রের তথ্য অনুযায়ী, নিয়োগ কমিটির যাচাই শেষে ভেরিফিকেশন ফরমগুলো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর সেখান থেকে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হবে। এরপর ভি-রোল ফরমগুলো সংশ্লিষ্ট জেলার গোয়েন্দা সংস্থার সদস্যরা ভেরিফিকেশন করবেন।

সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন ফরম Download

৩২ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত ‘ভেরিফিকেশন’ শেষ না করেই। একদিকে চলবে পুলিশ ভেরিফিকেশন (প্রশাসনিক যাচাই), অপরদিকে শিক্ষক নিয়োগে দেওয়া হবে সুপারিশপত্র। এভাবেই নিয়োগ হবে ৩২ হাজার শিক্ষক। তবে নিয়োগের পর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর কিছু আসে তাহলে তা বাতিল হবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সোমবার এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন।

তিনি বলেন, নিয়োগের পর যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ভেরিফিকেশনে আপত্তিকর কিছু আসে তবে তার নিয়োগ বাতিল হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দেওয়া হবে নির্দেশনা।

ভেরিফিকেশন কার্যক্রম চলমান থাকবে। একই সঙ্গে নিয়োগে সুপারিশপত্রও দেবে এনটিআরসিএ। শিগগির এ সংক্রান্ত নির্দেশনা জারি হবে।

জানা যায়, গত বছরের ৩০ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিভিন্ন নিবন্ধনের রিটকারীদের জন্য দুই হাজার ২০০টি পদ সংরক্ষণ করে বাকি পদগুলোতে নিয়োগের উদ্যোগ নেয় সরকার।

আবেদন না পাওয়া এবং নারী কোটায় যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ বাদ রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশ প্রাপ্তদের মধ্যে ভেরিফিকেশন ফরম পূরণ করেননি ছয় হাজার প্রার্থী। ফলে ৩২ হাজার ২৮৩ জনের পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply