রেজাল্টশিক্ষক নিবন্ধন

এনটিআরসিএর ট্রেড ইনস্ট্রাক্টর পদে নিয়োগের ফল প্রকাশ

এনটিআরসিএ কর্তৃক সেসিপ-এর ভােকেশনাল কর্মসূচির আওতাভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্টি লেভেলে ট্রেড ইনস্ট্রাক্টর এমপিও পদে প্রাথমিক নির্বাচন ফলাফল প্রকাশ হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এর ওয়েবসাইটে উক্ত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ‘সেসিপ প্রকল্প’-এর আওতায় ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রার্থী নির্বাচনে ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩৭১ প্রতিষ্ঠানের ৪৭১টি পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনটিআরসিএর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সূত্রে উল্লিখিত বিশেষ গণ বিজ্ঞপ্তি ২০২১ মােতাবেক এনটিআরসিএ কর্তৃক সেসিপ-এর ভােকেশনাল কর্মসূচির আওতাভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্টি লেভেলে ট্রেড ইনস্ট্রাক্টর এমপিও পদে নিয়ােগের জন্য সুপারিশকরণের লক্ষ্যে প্রাথমিক নির্বাচন ফলাফল প্রকাশ। ফলাফলের তথ্য www.ntrca.gov.bd এবং  http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এতে বলা হয়েছে, ৪৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬ প্রতিষ্ঠানের ২৬টি পদ বাদ দেওয়ায় সেসিপের অনুরোধের প্রেক্ষিতে ৪৫২টি প্রতিষ্ঠানের ৬৬২টি পদের আবেদন বিবেচনা করা হয়। ৪৭১ জন করে প্রার্থীকে টেলিটকের স্বয়ংক্রিয় সফটওয়্যার পদ্ধতিতে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তবে ১৯১টি পদে প্রার্থী পাওয়া যায়নি। নির্বাচিত প্রার্থী ও প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস প্রেরণ করা হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে।

উল্লেখ্য গত ৫ আগস্ট গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নিবন্ধনধারী প্রার্থীরা অনলাইনে আবেদন করছেন। শিক্ষক নিয়োগের এ বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হয় গত ৮ আগস্ট সকাল ১০টা থেকে। চলে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ১০টি বিষয়ে ৪৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মোট ৬৮৮ জন শিক্ষক নিয়োগের কথা বলা হয়। সবগুলো পদই এমপিওভুক্ত।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply