উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ Open University (BOU) SSC Exam Results 2023 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে প্রথম দিনের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। তিনি পরীক্ষার হলে স্বাস্থ্য বিধি মেনে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল গতকাল প্রকাশ হয়েছে। পাসের হার শতকরা ৭৯ দশমিক ১৫।

বাউবির এসএসসি-২০২৩ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৮৪ হাজার ২০৪ জন। এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৬৬ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৩২ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৬ হাজার ২৬ জন উত্তীর্ণ হয়।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২

শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন এ প্লাস, ৮৯৪ জন এ, ৪ হাজার ১৫ জন এ মাইনাস, ৮ হাজার ৬০ জন বি, ১২ হাজার ৪৯৯ জন সি এবং ৫৪৪ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার ফলাফল ২০২২

First, enter the website bou.edu.bd / https://www.bou.org.bd/result/show_result.php of Bangladesh Open University.

Now the SSC has to be selected.

Enter your ID number in the next box

click on “Search Result”., you will see your open BOU SSC Result 2023.

BOU SMS Result:
To get B.Ed, BA/BSS, BBA, SSC, HSC Result by Mobile, Go to mobile message option and type –

BOU<space>StudentId and Send the Massage to 2777 number
Example: BOU 08010012237

Send the Massage to 2777

Note: Student_Id must be Digits without (-) character and Message must be written in English Format.

শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানীর আজিমপুর ওয়েস্ট এন্ড হাই স্কুল এবং মতিঝিল টিএন্ডটি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অধ্যাপক ড. হুমায়ুন।

উপাচার্য নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনায় দায়িত্বরত শিক্ষকদের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। বাউবি পরিচালিত এসএসসি পরীক্ষ ২০২৩ পরীক্ষায় এবছর সারাদেশে ৮৩ হাজার ১৩৪ জন শিক্ষার্থী ৩০৩টি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করছে।

আপনার বাউবি এস এস সি/ এইচএসসি/ অনার্স/ ডিগ্রি/ মার্স্টাস পরীক্ষার ফলাফল ২০২৩ দেখতে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ওয়েবসাইট https://www.bou.ac.bd/result.php/ তে যান

পরিদর্শনকালে উপাচার্য বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মানে বাউবি অবহেলিত, ঝড়ে পরা, প্রান্তিক ও দূর্গম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। সবার জন্য উন্মুক্ত কর্মমুখী ও গণমুখী শিক্ষা নিয়ে বাউবি এগিয়ে যাচ্ছে। দেশের সীমানা পেরিয়ে বাউবির বিস্তৃতি আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাউবি’র এই পথচলায় তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বাউবির শিক্ষা সেবা পৌঁছে দিয়ে তাদেরকে কর্মমুখী শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করে জনসম্পদে রূপান্তর করাই বাউবির অঙ্গীকার।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply