প্রশ্ন সমাধানশিক্ষা নিউজ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০২৪ Primary School Assistant Teacher 2nd Phase Exam Question Solved

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০২৪ Primary School Assistant Teacher 2nd Phase Exam Question Solved 2024। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ (পরীক্ষা অনুষ্ঠিত ২০২৪) পরীক্ষার প্রশ্ন ও সমাধান।  প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপ পরীক্ষার সকল সেট প্রশ্নের সমাধান।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪

আজকে(২.২.২০২৪) অনুষ্ঠিত প্রাইমারি দ্বিতীয় ধাপের পরীক্ষার বাংলা,ইংরেজী, সাধারন জ্ঞান ও গণিত অংশের সমাধান। প্রশ্ন বেশ মানসম্মত ছিল। ৬০+ যারা পাবেন ভাইভা নিশ্চিত।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০২৪ Primary School Assistant Teacher 2nd Phase Exam Question Solved

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০২২ Primary School Assistant Teacher 2nd Phase Exam Question Solved 2022

০১| ‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’-এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) জন্মভূমির প্রকৃতি

(খ) গাছের ছায়া

(গ) জন্মভূমির আশ্রয় ♥

(ঘ) মায়ের কোন

০২| ধ্বনি হলো—-?

(ক) ভাষার ক্ষুদ্রতম অংশ ♥

(খ) অর্থবোধক শব্দসমষ্টি

(গ) ভাষার লিখিত রূপ

(ঘ) দুটি শব্দের মিলন

০৩| সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের হবে?

(ক) ক্রিয়া বিশেষণ

(খ) বিশেষণের বিশেষণ

(গ) নাম বিশেষণ

(ঘ) বিশেষ্যের বিশেষণ ♥

০৪| ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

(ক) বিশেষভাবে বিশ্লেষণ ♥

(খ) সাধারণ সংশ্লেষণ

(গ) বিশেষভাবে সংযোজন

(ঘ) সাধারণ বিশ্লেষণ

০৫| ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?

(ক) তদ্ভব ♥

(খ) তৎসম

(গ) অতৎসম

(ঘ) সংস্কৃত

০৬| ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কে বলেছিলেন?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) ধীরেন্দ্রনাথ দত্ত

(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ♥

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

০৭| পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?

(ক) পাঠ্য+ণক

(খ) পাঠ+আক

(গ) পঠ+অনক

(ঘ) পঠ+ণক ♥

০৮| নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন। ♥

(খ) তিনি ও স্ত্রী শহরে থাকেন।

(গ) তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।

(ঘ) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।

০৯| সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?

(ক) দেশি

(খ) তদ্ভব

(গ) তৎসম ♥

(ঘ) বিদেশি

১০| হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?

(ক) ভারতের রাজদরবার

(খ) নেপালের রাজদরবার ♥

(গ) শ্রীলংকার রাজদরবার

(ঘ) চীনের রাজদরবার

১১| রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?

(ক) বাউল ♥

(খ) মুর্শিদি

(গ) ভাটিয়ালি

(ঘ) ভাওইয়া

১২| “কিন্ডারগার্টেন” কোন ভাষা হতে আগত শব্দ?

(ক) ইংরেজি

(খ) ওলুন্দাজ

(গ) পর্তুগিজ

(ঘ) জার্মানি ♥

১৩| মাথা খাও পত্র দিতে ভুলো না।”-এখানে “ মাথা খাওয়ার”  অর্থ কী?

(ক) দিব্যি দেওয়া ♥

(খ) আস্কারা দেওয়া

(গ) জ্ঞান দেয়া

(ঘ) অঙ্গ বিশেষ

১৪| “পৃথিবীতে কে কাহার”–এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) আপানান কারকে ৭মী বিভক্তি

(খ) কর্মকারকে ৭মী বিভক্তি

(গ) কর্মকারকে ৭মী বিভক্তি

(ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি ♥

১৫| কোন বানানটি শুদ্ধ?

(ক) আদ্যোক্ষর

(খ) আধ্যাক্ষর

(গ) আদ্যাক্ষর ♥

(ঘ) আদ্যক্ষর

(বাংলা একাডেমিতে আদ্যাক্ষর) তবে গ ও ঘ দুটিই শুদ্ধ

১৬| শোন একটি মুজিবরের থেকে গানটির গীতিকার কে?

(ক) আপেল মাহমুদ

(খ) আলতাফ মাহমুদ

(গ) গৌরিপ্রসন্ন মজুমদার ♥

(ঘ) অংশুমান রায়

১৭| নিচের কোন বানানটি শুদ্ধ ?

(ক) বীকেন্দ্রীকরণ

(খ) বিকেন্দ্রীকরণ

(গ) বিকেন্দ্রীকরণ ♥

(ঘ) বিকেন্দ্রিকরণ

১৮| ‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা’-এখানে ‘বাশি রাশি–?

(ক) অনুকার অব্যয়

(খ) সমষ্টিবাচক বিশেষ্য

(গ) নির্ধারক বিশেষণ ♥

(ঘ) সাপেক্ষ সর্বনাম

১৯| সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?

(ক) ক্রিয়া ও অব্যয়

(খ) অব্যয় ও ক্রিয়া

(গ) সর্বনাম ও বিশেষ্য

(ঘ) ক্রিয়া ও সর্বনাম ♥

২০| “উইকিপিডিয়া” কী?

(ক) মুক্ত বিশ্বকোষ ♥

(খ) স্মার্ট ফোন

(গ) উন্মুক্ত সফটওয়্যার

(খ) ডেটাবেইজ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০১৯

প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ পরীক্ষার দ্বিতীয় ধাপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩১ মে  সকাল ১০ঃ৩০ টায় শুরু হয় এই পরীক্ষা। ১ ঘন্টা পরীক্ষা শেষে ১১ঃ৩০ টায় পরীক্ষা শেষ হয়।  আগামী ২১ জুন ৩য় ও ২৮ জুন ৪র্থ  ধাপের পরীক্ষা হবে।

এখানে আপনাদের সামনে তুলে ধরব ৩১ মে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়গের দ্বিতীয় ধাপের  বিভিন্ন সেটের প্রশ্নের সমাধান । প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল প্রশ্নের সমাধান দেখুন এখানেই।

আরো দেখুন- প্রাথমিক শিক্ষক নিয়োগের ১ম ধাপের পরীক্ষার প্রশ্নের সমাধান ২০১৯

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলাভিত্তিক বিভিন্ন সেটের প্রশ্নপত্রে হয়ে থাকে। একাধিক সেই অনুযায়ী বিভিন্ন জেলায় পরীক্ষা সম্পন্ন হয়ে থাকে৷ এখানে আপনাদের সামনে বিভিন্ন সেটের প্রশ্নপত্রের আপডেট তুলে ধরব।

বিদ্রঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের ২য় ধাপের প্রশ্নের সমাধানের কাজ চলছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ২য় ধাপের পরীক্ষার প্রশ্নের সর্বশেষ আপডেট পেতে এই লিংকে চোখ রাখুন ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করুন এখানে 

প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন


প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপের পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৯

সেট: 7483
.
১। The countable form of Laughter?

উত্তরঃ (ঘ) The laugh

২। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?

উত্তরঃ (ঘ) ১০

৩। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের?

উত্তরঃ (খ) ২৩ জুন

৪। একটি যারে দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত লিটার?

উত্তরঃ (ঘ) ২

৫। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?

উত্তরঃ (ক) ২৮ টি

৬। শুদ্ধ বানান কোনটি?

উত্তরঃ (ঘ) সমীচীন

৭। পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর?

উত্তরঃ (ক) ৩০

৮। 4x^2+9y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?

উত্তরঃ (ক) 12xy

৯। “He said that he had done the work”. The direct speech is-

উত্তরঃ (ঘ) He said, ‘He did the work.’

১০। ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?

উত্তরঃ (খ) ১৬৯

১১। Phosphates need —- to most farm lands in Bangladesh.

উত্তরঃ (খ) Need to be added

১২। ‘রবীন্দ্র’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ (ঘ) রবি+ইন্দ্র

১৩। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে?

উত্তরঃ (গ) সালোকসংশ্লেষণ

১৪। বিরাম চিহ্নের অপর নাম কি?

উত্তরঃ (ক) ছেদ চিহ্ন

১৫। ইতিহাস রচনা করেন যিনি-

(খ) ঐতিহাসিক

১৬। কোনটি শুদ্ধ বাক্য?

উত্তরঃ (গ) আমার বড় দূরবস্থা

১৭। কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?

উত্তরঃ (গ) ২,৪,৭

১৮। As the sun –, I decided to go out.

উত্তরঃ (ক) Was shining

১৯। খাওয়ার লবণের সংকেত কোনটি?

উত্তরঃ (গ) Nacl

২০। আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে ‘poet of politics’ বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়?

উত্তরঃ (গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

২১। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশী হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?

উত্তরঃ (খ) ৫

২২। Change the voice. Who is creating this mess?

উত্তরঃ (ঘ) By whom is this mess being created?

২৩। The book ‘Treasure Island’ is by-

উত্তরঃ (ক) Stevenson

২৪। ‘অক্ষির’ সমীপে’র সংক্ষেপ হল-

উত্তরঃ (গ) সমক্ষ

২৫। পানির স্ফুটনাঙ্ক কত?

উত্তরঃ (ঘ) ১০০ ডিগ্রী সেলসিয়াস

২৬। ‘অলীক’- এর বিপরীত শব্দ-

উত্তরঃ (ক) সত্য

২৭। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

উত্তরঃ (গ) মহামান্য রাষ্ট্রপতি

২৮। ‘আমি’,‘ আমরা’- এগুলো কোন সর্বনাম পদ?

উত্তরঃ (ঘ) ব্যক্তিবাচক

২৯। The professor was given — to materials in the research laboratory.

উত্তরঃ (খ) Access

৩০। Every driver must be held — his own actions.

উত্তরঃ (ঘ) responsible for

৩১। একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩। ত্রিভুজটি হবে-

উত্তরঃ (ঘ) সমকোণী

৩২। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?

উত্তরঃ (খ) ৩৬০ ডিগ্রী

৩৩। ‘Amenable’ শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?

উত্তরঃ (খ) to

৩৪। What is the antonym of the word “unwitting”

উত্তরঃ (গ) unintentional

৩৫। The Feminine of “Ram” is

উত্তরঃ (ক) Ewe

৩৬। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগান টির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?

উত্তরঃ (ঘ) ১৯৮০০

৩৭। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?

উত্তরঃ (ক) পাবনা

৩৮। Which of the following sentences is correct?

উত্তরঃ (খ) He was hanged for murder.

৩৯। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত?

উত্তরঃ (খ) ১০৭

৪০। Which one is plural-

উত্তরঃ (ঘ) Bureau x

৪১। বঙ্গবন্ধু কর্তৃক ‘ছয় দফা’ ঘোষিত হয় কবে?

উত্তরঃ (খ) ৫ ফেব্রুয়ারি ১৯৬৯

৪২। ভাষার মূল উপকরণ কী?

উত্তরঃ (গ) ধ্বনি

৪৩। x-1/x=1 হলে x^3-1/x^3 এর মান কত?

উত্তরঃ (ক) 4.0

৪৪। শুদ্ধ বানান কোনটি?

উত্তরঃ (ঘ) আসক্তি

৪৫। Choose the English translation of- তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো?

উত্তরঃ (গ) Have you ever been to Coxes Bazar?

৪৬। একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসালে ৩টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

উত্তরঃ (খ) ৬০

৪৭। I have a boat made of wood. .The underlined phrase is

উত্তরঃ (ঘ) Past participle phrase

৪৮। z^2+7x+p যদি x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত হবে?

উত্তরঃ (খ) -60.0

৪৯। ‘ষোড়শ’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ (ঘ) ষট্ + দশ

৫০। ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রী লোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়স ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

উত্তরঃ (ঘ) ১৩ বছর

৫১। ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?

উত্তরঃ (খ) ৫০ ডিগ্রী

৫২। নিত্য সমাসের উদাহরণ কোনটি?

উত্তরঃ (গ) দেশান্তর

৫৩। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?

উত্তরঃ (গ) চীন ও যুক্তরাষ্ট্র

৫৪। Mr. Atique – rather not invest that money in the stock market.

উত্তরঃ (ঘ) would

৫৫। The plural of “Fez” is-

উত্তরঃ (ঘ) Fezes

৫৬। ০,১,২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

উত্তরঃ (খ) ২১৮৭

৫৭। A person Who writes and edits dictionaries is called a-

উত্তরঃ (গ)Lexicographer

৫৮। Which one is the correct spelling?

উত্তরঃ (গ) irresistible

৫৯। একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তরঃ (ঘ) ৬

৬০। ‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে?

উত্তরঃ (খ) জীবনানন্দ দাশ

৬১. পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত-

উত্তরঃ (খ) ফিনল্যান্ড

৬২। 2x+3y/3x+2y=5/6 হলে x:y = কত?

উত্তরঃ (খ) 8:3

৬৩। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃবিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?

উত্তরঃ (খ) সাইমন ড্রিং

৬৪। 45071=কত ?

উত্তরঃ (খ) ০

৬৫। Which one is the correct spelling?

উত্তরঃ (ঘ) Supersede

৬৬। কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?

উত্তরঃ (গ) নেপাল

৬৭। দিন যায় কথা থাকে এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ (খ) অতিবাহিত

৬৮। ‘কুসুমিত’ শব্দের প্রকৃতি- প্রত্যয় কোনটি?

উত্তরঃ (খ) কুসুম+ইত

৬৯। কিরণ এর সমার্থক নয়-

উত্তরঃ (গ) কর

৭০। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ (ঘ) এম মনসুর আলী

৭১। বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?

উত্তরঃ (গ)যুক্তরাষ্ট্র

৭২। পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা-

উত্তরঃ (খ) মাকসুদুল আলম

৭৩। জোয়ার-ভাটার প্রধান কারণ?

উত্তরঃ (খ) চাঁদের আকর্ষণ

৭৪। ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস

উত্তরঃ (ঘ) সমার্থে

৭৫। স্কাউটের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ (ক) লর্ড ব্যাডেন পাওয়েল

৭৬। ‘তাসের ঘর’ – অর্থ কি?

উত্তরঃ (খ) ক্ষণস্থায়ী

৭৭। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে?

উত্তরঃ (ঘ) ১৯২১

৭৮। ‘অঘারাম বাস করে অজ পাড়া গাঁয়ে’ ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?

উত্তরঃ (ক) খাঁটি বাংলা

৭৯। একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?

উত্তরঃ (ক) ৪

৮০। ১৪৩ টাকাকে ২ঃ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?

উত্তরঃ (ঘ) ৩৯


প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ২০১৯


প্রাইমারি শিক্ষক নিয়োগের সাধারণ জ্ঞান অংশের সমাধান :
.
.
১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদের তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল
—১৬৯ টি
.
ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি
—–২৮ টি
.
পৃথিবীর কোন দেশে প্রাথমিক শিক্ষার মান বেশি
—-ফিনল্যান্ড
.
বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করে
—–যুক্তরাষ্ট্র
.
বঙ্গবন্ধু কতৃক ৬ দফা ঘোষিত হয় কবে
—-৫ ফেব্রয়ারি ১৯৬৬
.
খাওয়ার লবণের সংকেত কোনটি
—–NaCl
.
মুজিবনগর সরকাররে অর্থমন্ত্রী কে ছিলেন
—–এম, মনসুর আলী।
.
পানির স্ফুটনাঙ্ক কত
—–১০০’ সেলসিয়াস
.
আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে রাজনীতির কবি নাম আখ্যায়িত করা হয় কাকে
—-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
.
১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহিঃবিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক
—–সাইমন ড্রিং
.
রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়
—পাবনা জেলা
.
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে
—–মহামান্য রাষ্ট্রপতি
.
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালের
—-২৩ জুন
.
জোয়ার ভাটার প্রধান কারণ
—–চাঁদের আকর্ষণ
.
কোন পক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরী করে
—-সালোকসংশ্লেষণ
.
কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই
—-নেপাল
.
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে
—-১৯২১ সালে
.
স্কাউটের প্রতিষ্ঠাতা কে
—-রবার্ট ব্যাডেন পাওয়েল
.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুইটি স্থায়ী রাষ্ট্র
—– চীন ও যুক্তরাষ্ট্র


প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ২০১৯

১. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি- ৮

২. একই সময়ে- এর সমার্থক- সমসাময়িক

৩. কোন বাগধারাটি ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে- উত্তম-মধ্যম

৪. ৬০ মিটার দীর্ঘ রশিকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশ কত মিটার হবে? -৩০ মিটার

৫. বাঘে -মহিষে এক ঘাটে জল খায় – (বাঘ-মহিষে) কর্তকারকের প্রকারভেদ কোন কর্তার উদাহরণ ?- ব্যতিহার কর্তা

৬. হাতেম তায়ী গ্রন্থটির রচিয়তা- ফররুখ আহমদ

৭. Correct Spelling- Encyclopedia

৮. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?- ২৮ দিন

ব্যাখ্যাঃ
১০ জন লোক অর্ধেক (১/২ অংশ) কাজ করে = ৭ দিনে
০১ জন লোক অর্থেক (১/২ অংশ) কাজ করে = ৭১০ দিনে [যেহেতু মানুষ কমে গেছে, তাই সময় বেশি লাগবে] ১ জন লোক সম্পূর্ণ (১ অংশ) কাজ করে = ৭১০২ দিনে [যেহেতু কাজ বেড়ে গেছে, তাই সময় বেশি লাগবে] ৫ জন লোক সম্পূর্ণ (১ অংশ) কাজ করে = (৭১০*২)/৫ দিনে [যেহেতু মানুষ বেড়ে গেছে, তাই সময় কম লাগবে] = ১৪০ / ৫ দিনে
= ২৮ দিনে

৯. কোন বানানটি শুদ্ধ- উন্মীলন

১০. দ্বৈপায়ন এর সন্ধি বিচ্ছেদ – দ্বীপ+অয়ন

১১. a + b = 4 হলে (a + b)^3= কত?- 64

১২. বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়- সৈয়দপুরে

১৩. Analogy- Excite: Clam: Stimulate: Cooldown

১৪. Singular number- Physics

১৫. কোনটি অপিনিহিত এর উদাহরণ- আইজ

১৬. মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? -কোষ

১৭. Indirect Narration: He said to me let us go home together. change into indirect speech.

– He proposed to me that we should go home together.

১৮. ——man is mortal is universal truth.- That

১৯. অধিত্যকা এর বিপরীত শব্দ- উপত্যকা

২০. যিনি স্মৃতিশাস্ত্র জানেন- স্মার্ত

২১. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়?- ডায়নামো

২২. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর- ভিয়েনায়

২৩. ব্যাঘাত এর বিশেষণ- ব্যাহত

২৪. He is — FRCS. – An

২৫. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কত সালে?- ১৬১০ সালে

২৬. Panic seized the writer. passive form- The writer was seized with panic.

২৭. প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর কোথায় ছিল?- ৮নং থিয়েটার রোড কলকাতা

২৮. He said, Good morning, Mr. Kamal change into indirect speech. – He wished Mr. Kamal good morning.

২৯. ১০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। নতুন একজন ছাত্র আসায় গড় বয়স ১৬ বছর হলে নতুন ছাত্রের বয়স কত বছর? – ২৬ বছর

৩০. কুশীলব কোন সমাস- দ্বন্দ্ব

ব্যাখ্যাঃ
কুশীলব = কুশ ও লব

৩১. পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি- কাস্পিয়ান সাগর

৩২. বাংলাদেশের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত- রেডিমেড গার্মেন্টস

৩৩. কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল ৩, ৬, ১২ ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? – ১৭৯

৩৪. একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৯২ টাকা। এতে বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত? – ৮০ টাকা

৩৫. দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে ? – মুহম্মদ বিন তুঘলক,

৩৬. নিচের মুঘল সম্রাটদের মধ্যে আত্নজীবনী রচনা করেছিলেন- বাবর

৩৭. সুর্যগ্রহণ ঘটে তখন, যখন- সূর্য, চাঁদ, ও পৃথিবী একই সরলরেখায় থাকে

৩৮. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে- ইউনেস্কো

৩৯. a+b=7 এবং (a^2+b^2=25 ) হলে ab এর মান কত?- 12

৪০. দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যেকোণ একটিকে তার বিপরীত কোণের —বলে?- বিপ্রতীপ কোণ

৪১. Forthcoming meaning- Approaching

৪২. I was obliged to do it active voice- Circumstances obliged me to do it.

৪৩. ১০০ টাকার ১/২% কত?- .৫০ টাকা

৪৪. আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা – রাঙ্গামাটি

৪৫. একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি ৫০° হলে ৩য় কোণটি কত?- ৮০°

৪৬. 2x^2 -x -3 এর উৎপাদক- (2x -3) (x +1)

৪৭. খেচর কোন সমাস- উপপদ তৎপুরুষ.

৪৮. Choose the correct answer- Each of the three boys got a prize.

৪৯. একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৯ঃ৫। মোট শিক্ষার্থী ১০৫০ হলে ছাত্র কত?-৬৭৫ জন

৫০. কোনটি বাংলা উপসর্গ- অঘা

৫১. যা কষ্টে নিবারণ করা যায় – দুর্নিবার

৫২. We mean business এর বাংলা অনুবাদ- আমরা ব্যবসা বুঝি

৫৩. কোনটি সার্চ ইঞ্জিন না- আপডেট,

৫৪. ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হয়- ৬৮ কেজি

৫৫. অহ্ন শব্দের বিপরীত শব্দ-রাত্রি

৫৬. কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায়- শূন্য

৫৭. ১৫% বৃদ্ধি পেয়ে বেতন ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?- ৫০০০ টাকা

৫৮. শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে? – ৬%

৫৯. Incredible meaning- unbelievably

৬০. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন- ষোড়শ লুই

৬১. Your conduct admits —— no excuse. of

৬২. The word respond is a- Verb

৬৩. সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা হয়েছে?– ২৮(২) অনুচ্ছেদে

৬৪. Don’t be so impatient ——. I am coming.

৬৫. What kind of noun is discipline- Abstract noun

৬৬. সর্বভুক শব্দের অর্থ কি-আগুন

৬৭. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত?- ১২০ মিটার

৬৮. Government has been entrusted —- elected politicians-to

৬৯. কোন বাক্যটি শুদ্ধ?– আমার কথাই প্রমাণিত হলো

৭০. একটি ক্লাসের ৪০% ছাত্র বাংলায় এবং ২৫% ছাত্র অংকে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?- ৪৫%

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৯ ২য় ধাপের পরীক্ষার সকল সেট পর্যায়ক্রমে এই লিংকে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান পেতে এই লিংকে চোখ রাখুন।  প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০২৪ Primary School Assistant Teacher 2nd Phase Exam Question Solved

Comments are closed.