প্রশ্ন সমাধানশিক্ষা নিউজ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট 2024

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট 2024। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৪ (পরীক্ষা অনুষ্ঠিত ২০২৪) পরীক্ষার প্রশ্ন ও সমাধান। প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের পরীক্ষার সকল সেট প্রশ্নের সমাধান।প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল ২০২৪ | পিডিএফ ফাইল রেজাল্ট 221, Primary Tecaher Job Exam Question Solution Has Been Published On My Educations In BD Website.

আরো পড়ুন – সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার সময়সূচি ২০২৪

প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ পরীক্ষার তৃতীয় ধাপ পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ জুন সকাল ১০ঃ৩০ টায় শুরু হয় এই পরীক্ষা। ১ ঘন্টা পরীক্ষা শেষে ১১ঃ৩০ টায় পরীক্ষা শেষ হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ বুধবার দুপুরে প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ ৩৭৫৭৪ ,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দুপুর পৌনে ৩টায় এই ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীরা মোবাইল নাম্বারে ফলাফলের এসএমএস পাবেন। এ ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) ফলাফল প্রকাশ করা হয়েছে।

এখানে আপনাদের সামনে তুলে ধরব ৩ জুন অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়গের তৃতীয় ধাপের বিভিন্ন সেটের প্রশ্নের সমাধান । প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল প্রশ্নের সমাধান দেখুন এখানেই।

আরো দেখুন-

প্রাথমিক শিক্ষক নিয়োগের ১ম ধাপের পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২

প্রাথমিক শিক্ষক নিয়োগের ২য় ধাপের পরীক্ষার প্রশ্নের সমাধান 2024

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জেলাভিত্তিক বিভিন্ন সেটের প্রশ্নপত্রে হয়ে থাকে। একাধিক সেই অনুযায়ী বিভিন্ন জেলায় পরীক্ষা সম্পন্ন হয়ে থাকে৷ এখানে আপনাদের সামনে বিভিন্ন সেটের প্রশ্নপত্রের আপডেট তুলে ধরব।

বিদ্রঃ প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের প্রশ্নের সমাধানের কাজ চলছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষার প্রশ্নের সকল সেট প্রশ্নের সমাধান পেতে এই লিংকে চোখ রাখুন ।

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল ২০২৪ | পিডিএফ ফাইল রেজাল্ট

 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

পদের নাম: সহকারী শিক্ষক

সময়: ৬০ মিনিট, পরীক্ষার তারিখ: ০৩-০৬-২২, পূর্নমান: ৮০

 

১। ২০২৩ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?

 

ক. ১২৫ খ. ১২৬ গ. ১২৩ ঘ. ১২৪ উ. গ

 

২। He is jealous — my prosperity.

 

ক. for খ. of গ. with ঘ. over উ. খ

 

৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

 

ক. ২৪ খ. ২৫ গ. ২১ ঘ. ২০ উ. ক

 

৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-

 

ক. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে

 

খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে

 

গ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

 

ঘ. শুধু সমদ্বিখন্ডিত করে উ. খ

 

৫। ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?

 

ক. ৫:৩ খ. ৪:৩ গ. ৩:৪ ঘ. ৫:২ উ.গ

 

৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?

 

ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০ উ. ক

 

৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?

 

ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক উ. গ

 

৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক. ৫৫  খ. ৬৫

 

গ. ৭৫  ঘ. ৪৫  উ. গ

 

৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?

 

ক. ২৫ খ. ৪৯ গ. ১৩ ঘ. ৩৭ উ. গ

 

১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?

 

ক. কনসার্ট ১৯৭১ খ. কনসার্ট ফর বাংলাদেশ

 

গ. কান্ট্রি কনসার্ট ঘ. লিবারেশন কনসার্ট উ. খ

 

১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

 

ক. ১৯৭৮ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৭৬ উ. ঘ

 

১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

 

ক. ৪ খ. ৮০ গ. ৭৮ ঘ. ১২ উ. ক

 

১৩। Which one is the correct passive form of “Who will do the work?”

ক. Who will be done the work?

খ. By whom will the work be done?

গ. By whom the work will be done?

ঘ. Who will done the work?  উ: খ

 

১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?

 

ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম

 

গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ  উ. ক

 

১৫। What is the adjective form of the word `People’?

 

ক. Popularity খ. Popularize

 

গ. Populous ঘ. Popular উ. গ

 

১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?

 

ক. ৮ খ. ৯ গ. ৬ ঘ. ৭ উ. ক

 

১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

 

ক. টুঙ্গিপাড়ার মিয়া ভাই খ. চিরঞ্জীব মুজিব

 

গ. মুজিব একটি জাতির রূপকার ঘ. ছিটমহল উ. গ

 

১৮। A person who was before another person refers to—-.

ক. contemporary খ. superior গ. successor ঘ. predecessor উ: ঘ

 

১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

 

ক. ৮১ খ. ৪৫ গ. ২৭ ঘ. ৩৬ উ. ঘ

 

২০। The study of plants—-

 

ক. Biology খ. Plantation গ. Biography ঘ. Botany উ. ঘ

 

২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

 

ক. ১০ খ. ৬ গ. ৭ ঘ. ৮ উ. ঘ

 

২২। ব্যাকরণের কাজ কী?

 

ক. ভালো বক্তা তৈরি করা খ. নতুন ভাষা তৈরি করা

 

গ. দ্রুত পড়া ও লেখা শেখানো ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা উ. ঘ

 

২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

 

ক. কর্মে শুন্য খ. অপাদানে শুন্য

 

গ. অধিকরণে শুন্য ঘ. কর্তায় শুন্য উ. ক

 

২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

 

ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডস্টার উ. খ

 

২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–

 

ক. আগরতলা মামলা খ. ভাষা আন্দোলন

 

গ. মুক্তিযুদ্ধ ঘ. গণ অভ্যুত্থান উ. গ 

 

২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—

 

ক. ১৯৫৪ খ. ১৯৫৯ গ. ১৯৬২ ঘ. ১৯৫২ উ. ঘ 

 

২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?

 

ক. শিকাগো আর্ট মিউজিয়াম খ. প্যারিস মিউজিয়াম

 

গ. ব্রিটিশ মিউজিয়াম ঘ. কায়রো মিউজিয়াম উ. খ

 

২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?

 

ক. ৫০৮০ খ. ৬০৮০ গ. ৭০৮০ ঘ. ৪০৮০ উ. খ

 

২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-

 

ক. দুদিকে অপ যার খ. দ্বীপের মত

 

গ. চার দিকে জল যার ঘ. দুদিকে আবদ্ধ জল যার উ. ক

 

৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

 

ক. সংকোচ খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. ভয়হীনতা উ. ক 

 

৩১।  What is the synonym of ‘Competent’?

 

ক. Capable খ. Prudent গ. Circumspect ঘ. Discreet উ: ক

 

৩২। কোন শব্দটির বানান সঠিক?

 

ক. দোষণীয় খ. দূষণীয় গ. দুষনীয় ঘ. দোষনীয় উ. খ

 

৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

 

ক. জ্ঞান থাকতেও যিনি মূর্খ খ. পান্ডিত্যে যিনি মূর্খ

 

গ. পন্ডিত হয়েও যিনি মূর্খ ঘ. পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ উ. গ

 

৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা ঞয় তা মূলত: —

 

ক. নাইট্রোজেন খ. আর্গন গ. মিথেন ঘ. প্রোপেন উ.

 

৩৫। The Antonym of the word ‘awesome’ —

 

ক. majestic খ. disgusting গ. grand ঘ. উ: খ

 

৩৬।

 

৩৭।

 

৩৮। উ: ঘ

 

৩৯। 

 

৪০। উ: ঘ

 

৪১।

 

৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

 

ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার

 

গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার উ. ঘ

 

৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

 

ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ উ. খ

 

৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-

 

ক. বিষের কষ্ট খ. অর্থের কু প্রভাব

 

গ. বিষাক্ত তামা ঘ. অহংকার উ. খ

 

৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

 

ক. সহস্রাংশ খ. পঞ্চমাংশ গ. দশমাংশ ঘ. শতাংশ উ. ঘ

 

৪৬। Which one is similar to Adult:Child

 

ক. Horse:Mare খ. Cat:Kitten

 

গ. Swine:Saw ঘ. Human:Animal উ: খ

 

৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

 

ক. হাসান আজিজুল হক খ. সৈয়দ শামসুল হক

 

গ. হুমায়ুন আজাদ ঘ. জাহানারা ইমাম উ. ঘ

 

৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

 

ক. ৫৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১ উ. খ

 

৪৯। উ: গ

 

৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

 

ক.এমডিএল খ. টিডিএল গ. এলডিএল ঘ.এইচডিএল উ. ঘ

 

৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে- 

 

ক. ইউনেস্কো খ.ইউনিসেফ গ.ইউএনডিপি ঘ.ইউএনএফপিএ     উ: ক

৩য় ধাপের প্রশ্ন ও উত্তর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০

Primary-3rd-Phase-Exam-Question-2022

Primary-3rd-Phase-Exam-Question-2022

Dpe result pdf download link:  DPE- Primary final result 2018.pdf

 

প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ৩য় ধাপের পরীক্ষার প্রশ্ন

প্রাথমিক শিক্ষক নিয়োগ এর তৃতীয় ধাপের MCQ প্রশ্নের সমাধান ২০১৯

সেটকোড – 3697

প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের পরীক্ষার 3697 সেট প্রশ্ন

 

প্রাথমিকের তৃতীয় ধাপের MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধান
Set- 2594

১. Which one is plural?

ক. someone

খ. Each

গ. None of these

ঘ. Anyone

উ. গ. None of these

২. Looks before you leap.

ক. লাফ দেওয়ার আগে তাকাও

খ. ভাবিয়া করিও কাজ

গ. আগে ভাবিয়া পরে লাফ দাও

ঘ. দেখে নাও পরে লাফ দাও

উ. খ. ভাবিয়া করিও কাজ

৩. মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. ৫ টি

খ. ৯ টি

গ. ৭ টি

ঘ. ৩ টি

উ. গ. ৭ টি

৪. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

ক. ২

খ. ৪

গ. ৫

ঘ. ৩

উ. ক. ২

৫. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বইয়ে ঘণ্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাপথের স্থানে ফিরে এলো যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?

ক. 5.5

খ. 6.5

গ. 8.5

ঘ. 7.5

উ. ঘ. 7.5

৬. 0.4*0.02*0.08=?

ক. 0.00064

খ. 6.4

গ. 0.64

ঘ. 0.064

উ. ক. 0.00064

৭. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক. কানাকানি

খ. ভাই বোন

গ. গাছ পাকা

ঘ. সিংহাসন

উ. খ. ভাই বোন

৮.‘ choose the correctly spelt word?

ক. volantary

খ. voluntary

গ. voluntery

ঘ. volantory

উ. খ. voluntary

৯. চারটা বাজলে স্কুল ছুটি হবে বাক্যে বাজলে কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. কারণ

খ. ইচ্ছা

গ. সম্ভাব্যতা

ঘ. আবশ্যকতা

উ. গ. সম্ভাব্যতা

১০. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে- বাক্যে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অপাদানে সপ্তমী

খ. করণে সপ্তমী

গ. কর্মে সপ্তমী

ঘ. অধিকরণে সপ্তমী

উ. গ. কর্মে সপ্তমী

১১. 8% সরল মুনাফায় 6000 টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10 হাজার টাকায় ৩ বছরে ঐ মুনাফা হবে?

ক. ০.০৯

খ. ০.০৮

গ. ০.১

ঘ. ০.১২

উ. খ. ০.০৮

১২. x- 1/x=2 হলে x4 +1/x4=?

ক. 35

খ. 32

গ. 33

ঘ. 34

উ. ঘ. 34

১৩. পক্ষী’ শব্দের সঙ্গে যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত?

ক. ক+ষ

খ. ক+খ

গ. ষ+ন

ঘ. ষ+ ঞ

উ. ক.ক+ষ

১৪. ‘রাতুল’ শব্দের অর্থ কি?

ক. লাল

খ. নীল

গ. সাদা

ঘ. আলো

উ. ক. লাল

১৫. শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?

ক. শূণ্য

খ. ভূবন

গ. পূণ্য

ঘ. ত্রিভুজ

উ. ঘ. ত্রিভুজ

১৬. 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

ক. 5

খ. 6

গ. 3

ঘ. 4

উ. ক. 5

১৭. ‘সূর্য উঠলে আধার দূরীভূত হয়’ এখানে উঠলে কোন ক্রিয়া পদ?

ক. সমাপিকা

খ. প্রযোজ্য

গ. অসমাপিকা

ঘ. প্রযোজক

উ. গ. অসমাপিকা

১৮. একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেল আজকে আবার 25% কমে গেল প্রকৃত বাড়া অথবা কমার হার কত?

ক. ০.০০২

খ .০.২

গ. ৬.২৫

ঘ. ২০০

উ. গ. ৬.২৫

১৯.‘ পরাজয়ের’- শব্দটিতে কোনটি উপসর্গ?

ক. জয়ের

খ. এর

গ. জয়

ঘ. পরা

উ. ঘ. পরা

২০. কচুরিপানা পানিতে ভাসে কেন?

ক. কান্ড ফাপা বলে

খ. পাতা হালকা বলে

গ. পানির ঘনত্ব বেশি বলে

ঘ. শিকর শক্ত বলে

উ. ক.কান্ড ফাপা বলে

২১. ঢাকার ধোলাইখাল কে খনন করেন?

ক. ইসলাম খান

খ. ইশা খান

গ. শায়েস্তা খান

ঘ. পরী বিবি

উ. ক. ইসলাম খান

২২. সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?

ক. ৭ টি

খ. ৬ টি

গ. ১০ টি

ঘ. ৮ টি

উ. ঘ. ৮ টি

২৩. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?

ক. 8 মার্চ

খ. 2 ফেব্রুয়ারি

গ. 21 ফেব্রুয়ারি

ঘ. 1 মে

উ. খ. 2 ফেব্রুয়ারি

২৪. I cannot—— to pay such high prices.

ক. try

খ. afford

গ. able

ঘ. but

উ. খ. afford

২৫. কোনটি যৌগিক বাক্য?

ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো

খ. তুমি আমার বাড়িতে আসলে আমি খুশি হব

গ. তুমি আমার বাড়িতে এস আমি খুশি হব

ঘ. তুমি যদি আমার বাড়িতে আস আমি খুশি হব

উ. ক. তুমি আমার বাড়িতে না আসলে আমি অখুশি হবো

২৬. কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল, সঠিক ইংরেজি কি?

ক. The authority gave reins to him

খ. The authority took him to task

গ. The authority criticised him

ঘ. The authority took him to book

উ. খ. The authority took him to task

২৭. ‘ উগ্র’ শব্দটির বিপরীতার্থক কোনটি?

ক. সৌম্য

খ. চপল

গ. মেজাজ

ঘ. বিজ্ঞ

উ. ক. সৌম্য

২৮. The ambassador called ——- the president.

ক. at

খ. In

গ. on

ঘ. None of them

উ. গ. on

২৯. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক. তাজউদ্দিন আহমেদ

খ. ক্যাপ্টেন এম মনসুর আলী

গ. এইচ এম কামরুজ্জামান

ঘ. সৈয়দ নজরুল ইসলাম

উ. খ. ক্যাপ্টেন এম মনসুর আলী

৩০. What is the adjective of the word heart?

ক. Heart

খ. Heartful

গ. Heartening

ঘ. Hearty

উ. গ. Heartening

৩১. The synonym of “stringent” is

ক. Rigorous

খ. Shrill

গ. Dry

ঘ. Strained

উ. ক. Rigorous

৩২. যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা নব্বই নম্বর পায় তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নম্বর কত?

ক. ৮৮

খ. ৮৪

গ. ৮৫

ঘ. ৮৬

উ. খ. ৮৪

৩৩. All of the people at the conference are —

ক. Mathematic teachers

খ. Mathematics teacher

গ. Mathematics teacher

ঘ. Mathematic’s teacher

উ. খ. Mathematics teacher

৩৪. Choose the correct sentence

ক. Every of the three boys got a prize

খ. All of the three boys got a prize

গ. A few of the three boys got a prize

ঘ. Each of the three boys got a prize

উ. Each of the three boys got a prize

৩৫. মৎস্যন্যায় কোন শাসনামলে দেখা দেয়?

ক. সেন শাসন আমলে

খ. মুঘল শাসনামলে

গ. পাল শাসনামলে

ঘ. খলজী শাসন আমলে

উ. গ. পাল শাসনামলে

৩৬. কোন মানুষ একা বাস করতে পারে না সঠিক ইংরেজি কি?

ক. No one can live alone

খ. None can live alone

গ. Nobody can live alone

ঘ. No man can live alone

উ. ঘ. No man can live alone

৩৭. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়

ক. ৫ জন

খ. ৭ জন

গ. ২ জন

ঘ. ৬ জন

উ. গ. ২ জন

৩৮. Frequency is

ক. Adverb

খ. Verb

গ. Adjective

ঘ. Noun

উ. ঘ. Noun

৩৯. শশব্যস্ত কোন সমাস?

ক. অব্যয়ীভাব

খ. তৎপুরুষ

গ. কর্মধারয়

ঘ. বহুব্রীহি

উ. গ. কর্মধারয়

৪০. The correct spelling is

ক. beaurocrat

খ. Burocrat

গ. Bureaucrat

ঘ. Buroucrat

উ. গ. Bureaucrat

৪১. কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?

ক. 1526

খ. 1524

গ. 1527

ঘ. 1523

উ. ক. 1526

৪২. কত মেগাবাইট 1 গিগাবাইট?

ক. 2^9

খ. 2^10

গ. 2^11

ঘ. 2^12

উ. খ. 2^10

৪৩. বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?

ক. আসক্তি

খ. যোগ্যতা

গ. আকাঙ্ক্ষা

ঘ. দৃঢ়তা

উ. গ. আকাঙ্ক্ষা

৪৪. 2, 3, 5, 8, 13, 21, 34 — ধারাটির পরের সংখ্যাটি কত?

ক. 16

খ. 55

গ. 13

ঘ. 35

উ. খ. 55

৪৫. 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন পায়?

ক. 167

খ. 162

গ. 298

ঘ. 300

উ. ক. 167

৪৬. 5 টি বিড়াল 5 ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায় 100 টি বিড়াল 100 টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে

ক. 10

খ. 15

গ. 20

ঘ. 5

উ. ঘ. 5

৪৭. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে?

ক. 14

খ. 12

গ. 10

ঘ. 16

উ. খ. 12

৪৮. y এর মান কত হলে 16×2 – xy +25 পুর্ণবর্গ রাশি হবে?

ক. ৩৬

খ. ৬৪

গ. ৪৯

ঘ. ২৫

উ. সঠিক উত্তর নাই ( সঠিক হবে ৪০)

৪৯. ভাজক ভাগফল এর ১০ গুন, ভাগ ০.৫ হলে ভাজ্য কত?

ক. ২.৫

খ. ০.০২৫

গ. ০.২৫

ঘ. ২৫

উ. খ. ০.০২৫

৫০. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?

ক. ১৩:১২:৫

খ. ৬:৪:৩

গ. ৬:৫:৩

ঘ. ১২:৮:৪

উ. ক. ১৩:১২:৫

৫১. স্থূলকোণী ত্রিভুজ এর স্থূলকোণের সংখ্যা-

ক. ৩ টি

খ. কোনোটিই নয়

গ. ১ টি

ঘ. ২ টি

উ. গ. ১ টি

৫২. ‘তিলে তৈল হয়’ -কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণ কারকে সপ্তমী

খ. অপাদান কারকে সপ্তমী

গ. সম্প্রদান কারকে চতুর্থী

ঘ. কর্তৃকারকে প্রথমা

উ. খ. অপাদান কারকে সপ্তমী

৫৩. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?

ক. স্বাতন্ত্র্যবোধ

খ. বাঙালি জাতীয়তাবাদ

গ. দ্বিজাতি তত্ত্ব

ঘ. অসাম্প্রদায়িক মনোভাব

উ. খ. বাঙালি জাতীয়তাবাদ

৫৪. কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন?

ক. ইয়াহিয়া

খ. ভুট্টো

গ. টিক্কা খান

ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

উ. গ. টিক্কা খান

৫৫. বাংলাদেশের কোন নৃ- গোষ্ঠীর জাতির ভাষার নাম আচিক খুসিক?

ক.সাঁওতাল

খ. চাকমা

গ. গারো

ঘ. মারমা

উ. গ. গারো

৫৬. বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আর তপু যদি বাবুকে ২০টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেল সংখ্যা তপুর মার্বেলের সংখ্যার দ্বিগুণ হবে। বাবুর কাছে কয়টি মার্বেল আছে?

ক. ১২০

খ. ১১০

গ. ১০০

ঘ. ৯০

উ. খ. ১০০

৫৭. নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?

ক. আমি সাক্ষী দিতেছি

খ. আমি সাক্ষী দিলাম

গ. আমি সাক্ষী দিয়েছি

ঘ. আমি সাক্ষ্য দিয়েছি

উ. ঘ. আমি সাক্ষ্য দিয়েছি

৫৮. 6 ফুট দীর্ঘ বাঁশের 6 ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা গাছের উচ্চতা কত ফুট

ক. 110

খ. 105

গ. 96

ঘ. 100

উ. গ. 96

৫৯. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে?

ক. আবুল মনসুর আহমেদ

খ. শেখ মুজিবুর রহমান

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. কাজী নজরুল ইসলাম

উ. খ. শেখ মুজিবুর রহমান

৬০. কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?

ক. ইসরাইল

খ. শ্রীলংকা

গ. ভারত

ঘ. যুক্তরাজ্য

উ. খ. শ্রীলংকা

৬১. শুদ্ধ বাক্য কোনটি?

ক. রফিক, তুমি ও আমি সিনেমা দেখতে যাব

খ. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব

গ. আমি, শফিক ও তুমি সিনেমা দেখতে যাব

ঘ. তুমি, আমি, ও শফিক সিনেমা দেখতে যাব

উ. খ. তুমি, শফিক ও আমি সিনেমা দেখতে যাব

৬২. কোনগুলো ওষ্ঠ ধ্বনি?

ক. চ,ছ,জ,ঝ,ঞ

খ. প, ফ, ভ, ভ,ম

গ. ত,থ ,দ,ধ,ন

ঘ. ক,খ,গ,ঘ,ঙ

উ.খ.প, ফ, ভ, ভ,ম

৬৩. The lady prides herself — her beauty

ক. about

খ. upon

গ. in

ঘ. of

উ. ঘ. of

৬৪. একটি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে 30 থাকে সংখ্যাটি কত?

ক. 60

খ. 30

গ. 50

ঘ. 56

উ. গ. 50

৬৫. স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?

ক. স্কটল্যান্ড

খ. মায়ামি শব্দটির সার্থক

গ. লন্ডন

ঘ. ম্যানচেস্টার

উ. গ. লন্ডন

৬৬. ‘সর্বজন’- এর বিশেষণ কি?

ক. বিশ্বজনীন

খ. বিশ্ব জন

গ. সর্বজনীন

ঘ. ঐশ্বরিক

উ. গ. সর্বজনীন

৬৭. ৩ ভাইয়ের বয়সের গড় ১৬ বছর।কাদের বাবাসহ তাদের বয়সের গড় ২৫ বছর ।তাদের বাবার বয়স কত?

ক. ৪২

খ. ৫২

গ. ৪১

ঘ. ৪৫

উ. খ. ৫২

৬৮. Dog days means?

ক. Hot weather

খ. A period of misfortune

গ. A time when dogs roam the street

ঘ. A period of being care- free

উ. ক. Hot weather

৬৯. At least one of the students —— full marks every time.

ক. Are getting

খ. gets

গ. have got

ঘ. get

উ. খ. gets

৭০. The synonym of sanguine is?

ক. Careful

খ. Scared

গ. Sparkle

ঘ. Cheerful

উ. গ. Sparkle

৭১. কত সালে পান্ডুলিপি বিহীন এবং অলিখিত কোন বিষয় কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার এর তালিকা ভুক্ত করেন?

ক. 2016

খ. 2015

গ. 2017

ঘ. 2018

উ. গ. 2017

৭২. Counsel means?

ক. Trade

খ. Cabinet

গ. Meeting

ঘ. Advice

উ. ঘ. Advice

৭৩. Ambiguous means?

ক. Large

খ. increase

গ. Unclear

ঘ. Eager

উ. গ. Unclear

৭৪. বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন?

ক. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী

খ. সম্রাট বাবর

গ. ফখরুদ্দিন মোবারক শাহ

ঘ. আলাউদ্দিন খলজী

উ. ক.ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী

৭৫. AFTER- BEFORE

ক. present: past

খ. successor: predecessor

গ. First: second

ঘ. Contemporary: historic

উ. খ. successor: predecessor

৭৬. নিচের কোনটি প্রবাল দ্বীপ?

ক. মহেশখালী

খ. মনপুরা

গ. সেন্ট মার্টিন

ঘ. কুতুবদিয়া

উ. গ. সেন্ট মার্টিন

৭৭. সাপের বিষে কি থাকে?

ক. লেড মনোক্সাইড

খ. ফ্লোরিড অ্যাসিড

গ. জিংক সালফাইড

ঘ. কপার সালফােইড

উ. গ. জিংক সালফাইড

৭৮. কোন দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য নিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হত। ক্রয় মূল্য কত?

ক. ৯০

খ. ৮৫

গ. ৮০

ঘ. ৭৫

উ. গ. ৮০

৭৯. সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সম+ বিধান

খ. সং+ বিধান

গ. সং + অবিধান

ঘ. সম+ ধান

উ. ক. সম+ বিধান

৮০. কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়?

ক. 1990 সালের 26 মে

খ. 1990 সালের 26 শে জানুয়ারি

গ. 1990 সালের 26 শে আগস্ট

ঘ. 1990 সালের 26 শে নভেম্বর

উত্তরঃ ঘ. 1990 সালের 26 শে নভেম্বর

বরগুনা ও চূয়াডাঙ্গা সহ যে সকল জেলায় নিচের প্রশ্নে পরীক্ষা হয়েছে তার সমাধান ।
আজকে তৃতীয় ধাপের প্রশ্নের সমাধান।

জেলা: চুয়াডাঙ্গা।
1) সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত…??
উত্তর: 13:12:5
2) counsel means
উত্তর: advice
3) সূর্য উঠলে আধার দূরীভূত হয়- এখানে “উঠলে” কোন ক্রিয়াপদ?
উত্তর: অসামপিকা
4) কত মেগা বাইটে এক গিগাবাইট..??
উত্তর: 2^10
5) সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
উত্তর: 8
6) রাতুল শব্দের অর্থ কি..??
উত্তর: লাল
8 ) মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন..??
উত্তর: ক্যাপ্টেন এম মনসুর আলী
9 ) 32 এর 2 ভিত্তিক লগারিদম কত..??
উত্তর: 5
10) “চারটা বাজলে স্কুল ছুটি হবে”- বাক্যে বাজলে কি অর্থে ব্যবহূত হয়েছে ?
উত্তর: অবশ্যকতা
11) একটি শেয়ারের মূল্য গতকাল 25% বেড়ে গেলো, আজ 25% কমে গেলো। প্রকৃত বাড়া/কমার হার কত?
উত্তর: 6.25
12) which one is plural.
উত্তর:
13) অসমাপ্ত আত্মজীবনী কার লেখা।
উত্তর: শেখ মুজিবুর রহমান।
14) বাক্যে একের অধিক পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে?
উত্তর: আকাঙ্খা।
15) কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরন..??
উত্তর: ভাইবোন।
16) স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীরপ্রতীক সম্মানে ভূষিত করা হয়..??
উত্তর: 2
17) পক্ষী শব্দের যুক্তবর্ণে কোন কোন বর্ণ আছে
উত্তর: ক+ ষ
18) কোনগুলো ওষ্ঠ বর্ণ
উত্তর: প,ফ,ব,ভ,ম
19) প্রতিবছর কোন তারিখের বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
উত্তর: 2 ফেব্রুয়ারি।
20) শিশুগন দেয় মন নিজ নিজ পাঠে। পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি।
উত্তর: অধিকরণে সপ্তমী।
21) 1970 সালের নির্বাচনে আওয়ামীলীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়?
উত্তর: 167
22) the ambassador called ____ the president.
উত্তর:
23) কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়?
উত্তর: 1526.
24) al lest one of the student ______ full marks every time.
উত্তর: gets.
25) i cannot ____ to pay such high prices.
উত্তর: but.
26) এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিমি বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় 6 কিমি বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রা আরম্ভের স্থানে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
উত্তর:
27) মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর: 7
28) the correct spelling is ____
উত্তর: bureaucrat.
29. All of the people at the conference are _____
উত্তর: Mathematics teacher.
30. 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুন করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
উত্তর: 2
31) সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
উত্তর: সম+ বিধান।
32) কোনটি যৌগিক বাক্য?
উত্তর:
33) সাপের বিষে কি থাকে?
ক) লেড মনোস্কাইড
খ) ফ্লোরিক এসিড
গ) জিঙ্ক সালফাইড
ঘ) কপার সালফাইড
উত্তর: গ
34) 2,3,5,8,13,21,34,___
উত্তর: 55
35) 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর। তাদের বাবাসহ বয়সের গড় 25 বছর। তাদের বাবার বয়স কত?
উত্তর: 52.
36) তিলে তৈল হয়- কোন কারকে কোন সন্ধি।
উত্তর: অপদানে সপ্তমী।
37) the synonym of ” stringent” is___
উত্তর: rigorous.
38) শশ ব্যস্ত কোন সমাস।
উত্তর: কর্মধারয়।
39) কোনো মানুষ একা বাস করতে পারে না।
উত্তর:
40) এক দোকানদার 12.5% ক্ষতিতে একটি দর্ব্য বিক্রি করেন। যে মূল্যে তিনি দ্রবটি বিক্রি করলেন তার চেয়ে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূললের উপর 25% লাভ হতো। দ্রবটির ক্রয়মূল্য কত?
উত্তর: 80
41) after: before
উত্তর: successor: predecessor
42) পরাজয় শব্দটির কোনটি উপসর্গ?
উত্তর: পরা।
43) the ladies prides herself ___ her beauty…
উত্তর: of.
44) choose the correctly spelt word.
উত্তর: voluntary..
46) ambiguous means
উত্তর: unclear..
47) বাংলাদেশের কোন নৃ গোষ্ঠীর ভাষার নাম ‘ আচিক খুসিক’
উত্তর: গারো।
48..Y এর মান কত হলে 16X^2- XY+25
উত্তর: অপশনে সঠিক উত্তর নাই।
49) কে অপারেশন সার্চ লাইট এর নীলনকশা করেন?
উত্তর: টিক্কা খান।
50) 8% সরল মুনাফায় 6000 টাকা
51) স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডন।
52) ঢাকার ধোলাইখাল কে খনন করেন।
উত্তর: ইসলাম খান।
53) 5টি বিড়াল 5টি ইঁদুর ধরে 5 মিনিট সময় লাগে। 100 টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে।
উত্তর: 5
54) 0.4×0.02×0.08= ?
উত্তর: .00064
55) ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
উত্তর: বাঙালি জাতীয়তাবাদ।
56) look before you leap.
উত্তর: ভাবিয়া করিও কাজ।
58) choose the correct sentence..
উত্তর:
59) ভাজক ভাগফলের 10 গুন, ভাজক 0.5 হলে ভাজ্য কত?
উত্তর: 12
60) উত্তর:34
61) উত্তর:
62)উত্তর:
63) সর্বজন এর বিশেষণ কি
উত্তর: সর্বজনীন।
64)
65) উগ্র বিপরীত অর্থক কোনটা?
উত্তর: সৌম্য।
66) what is adjective of the word “heart”?
উত্তর:
67) শুদ্ধ বাক্য কোনটি?
উত্তর: তুমি, শফিক, আমি সিনেমা দেখতে যাব।
68) dog days means…
উত্তর: hot weather.
69) শুদ্ধ বানান কোনটি লেখা হয়েছে?
উত্তর: ত্রিভুজ।
70) কতসালে পাণ্ডুলিপি এবং অলিখিত কোন বিষয়কে ইউসেনকো world international heritage register এ তালিকাভুক্ত করেন।
উত্তর: 2018
71) যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে শতকরা 90 নম্বর পাই , তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেবে গড় নাম্বার কত?
উত্তর: 84.
72) বাংলাদেশে মুসলিম শাসনের সূচনা করেন কে..??
উত্তর: ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি
73) নিচের কোনটি প্রবাল দ্বীপ?
উত্তর: সেন্ট মার্টিন
74) নিম্নের কোনটি শুদ্ধ?
উত্তর: আমি সাক্ষ্য।দিচ্ছি
75) কচুরিপানা পানিতে ভাসে কেন?
উত্তর: কান্ড ফাঁপাবলে।
76) বাবু ও তপুর কাছে কিছু মারবেল আছে
উত্তর: 120
77) কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো..??
উত্তর:
78) একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে। সংখ্যাটি কত?
উত্তর: 50।
79) 6 ফুট দ্রিঘ বাঁশের 4 ফুট ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা হয়। গাছটির উচ্চতা কত?
উত্তর: 96
80) কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
উত্তর: শ্রীলঙ্কা।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার_ ৩ম ধাপের বাংলা অংশের সমাধান

০১) তুমি না বলেছিলে এখানে আসবে এখানে “না” এর ব্যবহার কী অর্থে?
উত্তর–প্রশ্নবোধক

০২) বর্ণ হচ্ছে—?
উত্তর–(ধ্বনি নির্দেশক প্রতীক)

০৩) “তেপান্তর” কোন সমাসের উদাহরণ?
উত্তর—(দিগু)তিন প্রান্তের সমাহার

০৪) অসমাপ্ত “অদ্ভুতসাগর”গ্রন্থটি কে সমাপ্ত করেন?
উত্তর–লক্ষ্মণ সেন

০৫) “সুন্দর”মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে।এখানে সুন্দর?
উত্তর–বিশেষ্য পদ

০৬) আমি,তুমি, সে–?
উত্তর–(আমরা)

০৭) বুঝে শোনে উত্তর দাও নতুবা ভুল হবে।বাক্যটি কোন শ্রেণির?
উত্তর–যৌগিক

০৮) “সকল শিক্ষকগণ সভায় উপস্থিত” বাক্যটি কোন দোষে দুষ্ট?
উত্তর–(বাহুল্য দোষে)
সমাধানে রমজান

০৯) একই নামে দুটি মিলিত উচ্চারিত স্বরধ্বনিকে কী বলে?
উত্তর–যৌগিক স্বর

১০) কোন বানানটি শুদ্ধ?
উত্তর–অতিথি

১১)অতিকায় শব্দের বিপরীত শব্দ?
উত্তর–ক্ষুদ্রকায়

১২) “শাহানামা” গ্রন্থটি কার?
উত্তর–ফেরদৌসির

১৩) “টাকায় টাকা আনে” টাকায় কোন কারকে কোন বিভক্তি?
উত্তর–অপাদানে ৭মী

১৪) “গায়ক” এর সন্ধি বিচ্ছেদ
উত্তর–গৈ+অক

১৫) “মেঘলা” কি ধরনের পদ?
উত্তর–বিশেষণ

১৬) শুদ্ধ বাক্য কোনটি?
উত্তর–দরিদ্রতা অভিশাপ

১৭) শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
উত্তর–গণনা,গণিকা,শোণিত

১৮) সিত এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর– শ্বেত/শুভ্র বা সাদা। ক হতে পারে নিচের ৩টা সমার্থক নয়

১৯) আমরি বাংলা ভাষা” এখানে “আ” দ্বারা কি প্রকাশ পেয়েছে?
উত্তর–আনন্দ

২০) আমি যাব তবে কাল যাব” কোন ধরনের বাক্য?
উত্তর–জটিল বাক্য
(ভুল লক্ষ্য করলে ঠিক করে নিয়েন)

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০১৯। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group