রেজাল্ট

বেফাক কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২৪ কওমি মাদরাসা ৪৭তম Wafiq result 2024 pdf download: 47th Qawmia Education Board Result 2024 PDF

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) হিফজুল কোরআন ও ইলমুত তাজবিদ মারহালার ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। বেফাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার ফলাফলের সব তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফজুল কোরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হজার ৮৭৬ জন ও ইলমুত তাজবিদ মারহালায় ৯২৬ অংশগ্রহণ করেন। পরীক্ষায় স্টার মার্ক পেয়েছেন পাঁচ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩ হাজার ১২৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থী ৯ হাজা ৮২২ জন।

শনিবার বেলা ১২টায় বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ যুবায়ের, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক ও মুহা. রফিকুল হক পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরীর কাছে হস্তান্তর করেন। পরে তিনি ফলাফল ঘোষণা করেন।

আজ শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় https://wifaqedu.com/তে ফলাফল প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ।

বেফাক কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২৪ কওমি মাদরাসা (বেফাক) ৪৭তম ব্যক্তিগত ফলাফল (পুরুষ,মহিলা)

কওমী মাদরাসার পরীক্ষার রেজাল্ট ২০২৩ Qawmi Madrasah Exam Result 2022

 

বেফাক কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২২ কওমি মাদরাসা (বেফাক) ৪৬তমকওমি মাদরাসা (বেফাক) ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২১

47th BEFAQ Exam Result Check Link online-

Student Result Link- https://wifaqresult.com/

Madarisil Result Check Link- https://wifaqresult.com/madrasas

Medha Talika Check Link- https://wifaqresult.com/medha-talika

কওমি মাদরাসা (বেফাক) ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ২০২২

Wafiq result 2024 pdf download: 47th Qawmia Education Board Result 2024 PDF বেফাকের মহাপরিচালক বলেন, কওমি মাদরাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে বলে আমার একান্ত বিশ্বাস।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হিফজুল কোরআনের ৭৪টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) ও ইলমুত তাজবিদ ওয়াল ক্বিরআত বিভাগে তিনটি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) পৃথকভাবে মেধাতালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই। Bangladesh Qawmi Madrasa Board of Education (BEFAC) Hifzul Quran and Ilmut Tajvid Marhala 43rd Central Examination Results 2025

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply