সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির ফল প্রকাশ হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লটারির ভর্তির ফলাফল প্রকাশ করা হয়। সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারির দেখতে পারবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে।
আরো পড়ুন- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির রেজাল্ট দেখবেন যেভাবে
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তির লটারির ফল প্রকাশ। আজ (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে লটারির উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। টেলিটকের সহায়তায় ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা থেকে নির্ধারিত লিংকে (http://gsa.teletalk.com.bd) ফলাফল প্রচার শুরু করা হবে।
প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকরা টেলিটকের ওয়েবসাইট http://gsa.teletalk.com.bd থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লটারির ফল ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানরা ফল ডাউনলোড করে জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতিকে ইমেইল করবেন। একইসাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে হবে।
করোনার কারণে এবার লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সিধান্তের আলােকে ১১/০১/২০২১ খ্রি. তারিখ সােমবার বিকাল ৩.৩০ মিনিটে ডিজিটাল লটারি অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। ডিজিটাল লটারি অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, সেগুনবাগিচা, ঢাকা এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে লটারি পরিচালনা করা হয়েছে৷
চলতি বছর টেলিটকের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা ১১০ টাকা আবেদন ফিয়ের বিনিময়ে ৫টি সরকারি স্কুলে ভর্তির আবেদন করতে পেরেছেন। সারাদেশে মোট ৮০ হাজার সিটের বিপরীতে ৫ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী আবেদন করেছে।