রেজাল্টশিক্ষা নিউজ

এইচএসসিতে এবারও পাসের হার চও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফলাফলে এবারও পাসের হার জিপিএ-৫ পেয়ে এগিয়ে মেয়েরা। ২০২২ সালের এইচএসসি ও সমমানের ফল ঘোষণা করা হয়েছে। এতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী। ফলাফলে বরাবরের মতো এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের থেকে এগিয়ে আছে মেয়েরা।

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নে ৮৫.৯৫% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭৬ হাজার ২৮২ জন শিক্ষার্থী। এদিকে, এবারের ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

আজ বুধবার সকালে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী ছেলেদের পাশের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ জিপিএ ৫ পেয়েছে ৮০৫৬১ জন। এদিকে ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ জিপিএ ৫ পেয়েছে ৯৫৭২১ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েরাই এগিয়ে।

সকল শিক্ষাবোর্ডের এইচএসসির পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০২৩

•ঢাকা– পাশের হার- ৮৭.৮৩%  জিপিএ৫- ৬২,৪২১ জন
•চট্টগ্রাম– পাশের হার- ৮০.৫০% জিপিএ৫–১২,৬৭০ জন
•রাজশাহী– পাশের হার- ৮১.৫৯% জিপিএ৫- ২১,৮৫৫ জন
•বরিশাল– পাশের হার- ৮৬.৯৫% জিপিএ৫- ৭,৩৮৬ জন
•সিলেট– পাশের হার- ৮১.৪০% জিপিএ৫- ৪,৮৭১ জন
•যশোর– পাশের হার- ৮৩.৯৫% জিপিএ৫- ১৮,৭০৩ জন
•কুমিল্লা– পাশের হার- ৯০.০৭% জিপিএ৫- ১,৯৯৯১ জন
• ময়মনসিংহ– পাশের হার- ৮০.৩২%জিপিএ৫- ৫,০২৮ জন
•দিনাজপুর– পাশের হার- ৭৯.০৮% জিপিএ৫- ১১,৮৩০ জন
• কারিগরি- পাশের হার- ৯৪.৪১% জিপিএ৫- ৭১০৫ জন
• মাদ্রাসা – পাশের হার- ৯২.৫৬% জিপিএ৫- ৯৪২৩ জন

এর আগে ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল এ জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ শিক্ষার্থী। ফলাফলে বরাবরের মতো ঐবারও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের থেকে এগিয়ে ছিল মেয়েরা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply