ক্যাম্পাসজাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযােগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযােগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযােগিতা-২০২১’ এর ক্রীড়া প্রতিযােগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সমস্যা জয় করার চ্যালেঞ্জই হচ্ছে মানুষের সবচেয়ে বড় কাজ বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান। তিনি বলেন, প্রতিটি সমস্যা এবং চ্যালেঞ্জ মোেকাবেলা করা আমাদের অঙ্গীকার এবং স্বপ্ন। আর স্বপ্ন হচ্ছে তীব্র প্রতিযােগিতার মধ্যদিয়ে নিজেকে মানবিক মানুষ হিসেবে তৈরি করার জন্য নিরলস সাধনা। তােমরা সেই স্বপ্ন দেখবে যার মধ্যদিয়ে নিজেকে তৈরি করবে। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তােমরা অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে যাচ্ছাে। অনেক বাধা আছে। তারপরেও এসব জয় করেই সামনে এগিয়ে যেতে হবে। সকল চ্যালেঞ্জ মােকাবেলা করে জয়ী হতে হবে। নিজেদেরকে ক্রীড়া, নৈপুণ্যে, সংস্কৃতি চর্চায়, অধ্যয়নে, বিজ্ঞান ভাবনায়, প্রযুক্তি ভাবনায়- সবকিছুতে এগিয়ে যেতে হবে। এটি করতে পারলেই আমাদের একটি স্বপ্নের সুন্দর বাংলাদেশ সৃষ্টি হবে।

প্রতিযােগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। এটাই বাংলাদেশের চরিত্র এবং বৈশিষ্ট্য। একটি জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশ এমনই। আমরা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি, একই সাথে আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছি। একটি চমৎকার সময়ে আমরা আছি। তােমরা এই সময়ের সাক্ষী। যেই সময়ে তােমরা তরুণ, সেই সময়ে বাংলাদেশ জাতিরাষ্ট্রের ৫০ বছর পার করছে। একটি অভিজ্ঞ জাতিরাষ্ট্র। যেটি মেরুদণ্ড সােজা করে দাঁড়িয়ে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত একটি জাতিরাষ্ট্র। মানবিক, কল্যাণকর এবং নাগরিক হিসেবে আমরা আত্মমর্যাদাবান।

বিশ্বের প্রতিটি জাতিরাষ্ট্রের মধ্যে আমাদের যে স্বতন্ত্র জায়গা সেটি হচ্ছে- আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি গেরিলা যুদ্ধ করে অর্জন করেছি। আমরা একটি গেরিলা যােদ্ধার পরবর্তী প্রজন্ম। বীর গেরিলা যােদ্ধাদের গর্বিত উত্তরাধিকার। তােমরা যারা এখানে দাঁড়িয়ে আছাে- তােমরা নিজেদেরকে তৈরি করবে, ভাববে এটি হচ্ছে গেরিলা জাতিরাষ্ট্রের প্রজন্ম।

উপাচার্য ড. মশিউর রহমান আরও বলেন, ‘আমি আজকের এই শুভক্ষণে তােমাদের এই টুকুন বলে যেতে পারি নানা সীমাবদ্ধতার মধ্যে আমরা তােমাদেরকে গড়বার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তােমাদের হাতে আগামীর যে বংলাদেশ সেটি আরও সুন্দর, উজ্জ্বল ও দুর্নীতিমুক্ত হবে-এমনটাই আমি প্রত্যাশা করি। আমরা যেন আমাদের লাল-সবুজের পতাকা দেখে গর্ব করে বলতে পারি আমার সােনার বাংলা আমি তােমায় ভালােবাসি।

চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ, কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ-শিক্ষকবৃন্দ। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের বিভাগীয় পর্যায়ে প্রতিযােগিতায় বিজয়ী শিক্ষার্থীবৃন্দও চূড়ান্ত পর্বের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply