এইচএসসির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩
এইচএসসির পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৪ প্রকাশ।অনলাইনে ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়। এসএমএসের মাধ্যমে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। প্রতিপত্রের খাতা পুনঃনিরীক্ষার জন্য ১৫০টাকা করে ফি দিতে হয়েছে শিক্ষার্থীদের। এর আগে ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো। ফলে সন্তুষ্ট হতে না পারা শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করেছিলেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলে অসন্তুষ্ট হওয়া পরীক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের ফল ১৪ নভেম্বর প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে।
বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার পুনঃনিরীক্ষার আবেদনের ফল প্রকাশ করা হবে। আমাদের বিধান রয়েছে ফল প্রকাশের ৩০ দিনের ভেতর পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১৪ নভেম্বর।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম। তিনি বলেন, এইচএসসি’র পুনর্নিরীক্ষার ফল প্রকিাশিত হয়েছে। যাদের ফল পরিবর্তন হয়েছে তারা মুঠোফোনে এসএমএস পেয়েছেন। এছাড়া আমাদের ওয়েবসাইটেও ফল দেয়া হয়েছে।
এদিকে প্রকাশিত পুনর্নিরীক্ষার ফলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ১৫৬ জনের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৮ জন। আর নুতন করে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।
২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। নিয়মিত ১৩ লাখ ৭১ হাজার শিক্ষার্থীর হিসেবে এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এবারই সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। এর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ১৬৯। মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গত ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষের ৪৪ দিন পর ফল প্রকাশিত হয়।

