রেজাল্ট

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল 2023

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে৷ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে এবার ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। চলতি মাসেই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সোমবার (২ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এবার ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলা ভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে জেন্ডারভিত্তিক মেধা অনুসারে দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবে।

২০১০ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়। এরপরই বন্ধ হয়ে যায় পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা। দীর্ঘ ১৩ বছর পর আবারও প্রাথমিকের পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬ লাখ শিক্ষার্থী অংশ নেয়।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার দুপুরে (২৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট www.dpe.gov.bd, মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd, স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply