পরীক্ষা খবররেজাল্ট

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন আবেদন করার নিয়মকানুন। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে। এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ পুনঃনিরীক্ষন আবেদন করার বিস্তারিত তথ্য। HSC Exam Result Rescrutiny Board Challence Process Method 2024.

• সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল দেখুন এই লিংকে

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত ফলাফলে যারা মনমতো রেজাল্ট পাবেনা তাদের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ পুনঃনিরীক্ষন সু্যোগ দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে সহজেই এইচএসসি ২০২৪ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন করতে পারবেন।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনের সময়সূচি    

আবেদনর সময়সীমাঃ ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত বিজ্ঞপ্তি 2024

এইচএসসি পরীক্ষা ফলাফল পুনঃনিরীক্ষন বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষন করার জন্য প্রয়োজন একটি টেলিটক সিম। ফল পুনঃনিরীক্ষনের  আবেদন করতে টেলিটক সিম থেকে RSC লিখে স্পেস দিন। এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণঃ RSC < Space > RAJ < space > 119684 < Space > 102 & send to 16222

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উদাহরণঃ RSC < Space > YES < space > 1578 < Space > 01537484003  & send to 16222

সকল বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর নিম্নরূপ

•Dhaka – DHA
•Madrasah – MAD
•Sylhet –  SYL
•Comilla – COM
•Chittagong – CHI
•Rajshahi – RAJ
•Jessore – JES
•Dinajpur –  DIN
•Technical-  TEC
•Barisal –  BAR

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। তাই আপনার টেলিটক সিমে প্রতি পত্রের জন্য ১৩০ টাকা নির্ধারণ করে রিচার্জ করবেন। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

• মার্কশীট সহ এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে ক্লিক করুন

এইচএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষন ফলাফল কবে দিবে?

সাধারণ HSC পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষনের এক মাসের ভিতর পুনঃনিরীক্ষন ফলাফল প্রকাশ হয়। প্রকাশিত HSC ফলাফল শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এ প্রকাশ হবে। এডুকেশন্স ইন বিডির পাঠকদের জন্য এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ এর আমাদের ওয়েবসাইটে সহজেই দেখতে পারবেন।  প্রকাশিত HSC Exam ফলাফল দেখতে এই লিংকে চোখ রাখুন

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group