পরীক্ষা খবররেজাল্টসকল ভর্তি খবর

মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩

সরকার ও বেসরকারি মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল ২০২২-২০২৩। এমবিবিএস ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল।

আরো পড়ুন- মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

সরকার ও বেসরকারি মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ।এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানে।

জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারীরা সরকারি ৩৭ মেডিকেল কলেজে ও পরবর্তীতে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার তিনশত ৫০ টি আসন ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৩৩৬ আসনসহ ১০ হাজার ৪০৪টি আসন রয়েছে।

এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে শিক্ষার্থী ২৮ হাজার ৩৮১ জন (৫৭.৬৯ শতাংশ) এবং ছেলে শিক্ষার্থী ২০ হাজার ৮১৩ জন (৪২.৩১ শতাংশ)। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। সর্বোচ্চ নম্বর পেয়েছেন রাফসান জামান ৯৪.২৫। তিন চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। আজ রবিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিকেল ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল

• পাশের হার- ৩৫.৩৪% ছেলে ২০,৮১৩ জন (৪২.৩১%), মেয়ে ২৮,৩৮১ (৫৭.৬৯%)

• সরকারী মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত ছেলের সংখ্যা: ১৯৫৭ (৪৫.০০%), মেয়ে ২,৩৯৩ (৫৫,০০%)

• সর্বোচ্চ মেধায় প্রাপ্ত নম্বর: লিখিত পরীক্ষা- ৯৪.২৫
(চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন, রোল ১৫১০১০৪)।

• ছেলেদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বচ্চো নম্বর প্রাপ্ত প্রার্থীর নম্বর: ৯৪.২৫

• মেয়েদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বচ্চো নম্বর প্রাপ্ত প্রার্থীর নম্বর: ৯৮.০০

• মুক্তিযোদ্ধা কোটায়া সরকারী মেডিকেলে সুযোগ প্রাপ্ত প্রার্থীর সর্বোচ্চ নম্বর: ২৭৮.৭৫, সর্বনিম্ন নম্বর ২৬৬.২৫

• উপজাতীয় কোটায় সরকারী মেডিকেলে সুযোগ প্রাপ্ত প্রার্থীর সর্বোচ্চ নম্বর: ২৬৭.০৫, সর্বনিম্ন নম্বর ২৪১.৩৫

এর আগে ২০১৯ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছিলেন ৪৯৪১৩ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ২২ হাজার ৮৮২ ও মেয়ে পরীক্ষার্থী ২৬ হাজার ৫৩১। সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি শুরু ২১ অক্টোবর। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন একজন ছেলে শিক্ষার্থী, তার প্রাপ্ত নম্বর ৯০ দশমিক ৫। মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন ৮৯।

এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল শিক্ষা বর্ষ: ২০২২-২০২৩

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যােগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেডিকেল কলেজে ৪৩৫০ জনকে ৩৭ টি মেডিকেল কলেজে  ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে সেকেন্ড টাইমার ৪১৩ জন। ছাত্র-ছাত্রীদের নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে তিনবার কেবল মাত্র মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজে বদলী করা হবে।

গত ১০ মার্চ (শুক্রবার) এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ মার্কের নৈর্ব্যক্তিক প্রশ্নে নেয়া হয় এই ভর্তি পরীক্ষা, যেখানে পাশ নম্বর ছিল ৪০।

এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল এসএমএসে ও অনলাইনে জানা যাবে৷ এসএমএসে ফলাফল জানার জন্যে এসএমএস পাঠানোর প্রয়োজন নেই। যারা উত্তীর্ণ হয়েছে তাদের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে টেলিটক থেকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে মেডিকেল ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রবেশ করুন স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট dghs.gov.bd। এরপর ওয়েবসাইটের mbbs রেজাল্ট দেখার লিংকে প্রবেশ করতে হবে। তারপর আপনার ভর্তি পরীক্ষার রোল লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এমবিবিএস ভর্তি পরীক্ষার রেজাল্ট।

এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে ক্লিক করুন মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল

উল্লেখ্য গত ১০ মার্চ সকাল ১০টা থেকে সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে হয়। ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন প্রার্থী উপস্থিত ছিলেন। যদিও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ১ লাখ ৪২ হাজার ৬২১ জন।

আরো পড়ুন- ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

মেডিকেল কলেজে ভর্তির সময়সীমা:

এমবিবিএস কোর্সে ভর্তির আসন বন্টন নিম্নরূপ:

এমবিবিএস কোর্সে সাধারন আসন ৩৯৬৬টি, মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র কন্যাদের পুত্র কন্যার জন্য ৮২টি এবং পশ্চাৎপা জন্য ২০টি সংরক্ষিতসহ মােট ৪০৬৮টি আসন। একই সংগে মেধা ভিত্তিক ৫০০ (পাঁচশত) জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

এমবিবিএস ভর্তি ফলাফল পুন:নিরীক্ষণ পদ্ধতি:

মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি ফলাফলে যদি কেউ আশানুরূপ ফলাফল না পায় তাদের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করার সুযোগ দেওয়া হবে। ফলাফল পুন:নিরীক্ষণ পদ্ধতি তুলে ধরা হলো

• পুনঃনিরীক্ষণের জন্য টেলিটকের যে কোন প্রিপেইড মােবাইল থেকে SMS করতে হবে।

• ১ম SMS: DGHS<Space>RSC<Space>Roll No. লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGHS<>RSC<>119999)

• ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

• ২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGHS<>RSC<>YES<>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে “(যেমন: DGHS<>RSC<>YES<>3699)” ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

• ফলাফল পুনঃনিরীক্ষণ ফিঃ ১০০০/- (একহাজার)

ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদনের সময়সীমা:

ভর্তির সময় নিম্নলিখিত কাগজ পত্র জমা দিতে হবে:-

• এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ।

• এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের সনদপত্রপ্রশংসা পত্র।

• জেলা কোটার দাবীর ক্ষেত্রে স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদপত্র।

•চার কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।

• পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গােত্র প্রধান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র।

বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ সমূহের তালিকা

• ঢাকা মেডিকেল কলেজ,
• ফরিদপুর মেডিকেল কলেজ,
• টাঙ্গাইল মেডিকেল কলেজ,
• মানিকগঞ্জ মেডিকেল কলেজ,
• শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
• শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর
• শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ
• শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ
• স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
• মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
• পটুয়াখালী মেডিকেল কলেজ,
• শের-ই-বাংলা মেডিকেল কলেজ।
• খুলনা মেডিকেল কলেজ,
• যশোর মেডিকেল কলেজ,
• কুষ্টিয়া মেডিকেল কলেজ,
• সাতক্ষীরা মেডিকেল কলেজ,
• মাগুরা মেডিকেল কলেজ
• আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী
• চট্টগ্রাম মেডিকেল কলেজ,
• কুমিল্লা মেডিকেল কলেজ,
• কক্সবাজার মেডিকেল কলেজ,
• রাঙ্গামাটি মেডিকেল কলেজ,
• চাঁদপুর মেডিকেল কলেজ।
• ময়মনসিংহ বিভাগসম্পাদনা
• ময়মনসিংহ মেডিকেল কলেজ,
• শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর
• নেত্রকোনা মেডিকেল কলেজ
• দিনাজপুর মেডিকেল কলেজ,
• রংপুর মেডিকেল কলেজ,
• নীলফামারী মেডিকেল কলেজ।
• পাবনা মেডিকেল কলেজ,
• রাজশাহী মেডিকেল কলেজ,
• শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ,
• শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,
• নওগাঁ মেডিকেল কলেজ
• সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ
• সুনামগঞ্জ মেডিকেল কলেজ
• শেখ হাসিনা মেডিকেল কলেজ

বেসরকারী মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া হবে। প্রকাশিত ফলাফলের উপর বিধিসম্মত যে কোন পরিবর্তন, পরিবর্ধন ও সংযােজনের অধিকার কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

এমবিবিএস ভর্তি ফলাফল ও ভর্তি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও www.dghs.gov.bd ওয়েব সাইট থেকে জানা যাবে। (ভর্তি পরীক্ষার ফলাফল টেলিটক বাংলাদেশ-এর ওয়েব সাইট http://dghs.teletalk.com.bd থেকেও জানা যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group