রেজাল্টসকল ভর্তি খবর

ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার রেজাল্ট 2021

ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল 2020-2021। সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার
ফলাফল। ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল 2021।

ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানে।

আরো পড়ুন- ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০ 

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল শিক্ষা বর্ষ : ২০১৯-২০২০

সরকারী ও বেসরকারী ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিডিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য ০১-১১-২০১৯ খ্রিষ্টাব্দে লিখিত ভর্তি পরীক্ষা গৃহীত হয়। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যােগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে (মেধা ও পছন্দ) ৫৩২ জন ছাত্র-ছাত্রীকে ০১টি সরকারী ডেন্টাল কলেজ ও ০৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে
নির্বাচিত করা হল।

ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফলের 2020-2021 নোটিশ

বিডিএস আসন বন্টন নিম্নরূপ :

বিডিএস কোর্সে সাধারন আসন ৫১৭টি, মুক্তিযােদ্ধাদের পুত্র-কণ্যা এবং পুত্র কণ্যাদের পুত্র কণ্যার জন্য ১০টি এবং পশ্চাৎপদ জনগােষ্টির জন্য ০৫টি সংরক্ষিতসহ মােট ৫৩২টি আসন। একই সংগে মেধা ক্রমানুসারে ২০০ (দুইশত) জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। তারা, আসন শূন্য হলে মেধা ও পছন্দ অনুযায়ী ভর্তির সুযােগ পাবে। নির্বাচিত ছাত্র-ছাত্রীরা সংশ্লিষ্ট মেডিকেল কলেজ অধ্যক্ষের অফিসে ভর্তির ব্যাপারে যােগাযােগ করবেন।

আগামী ১৬-১১-২০১৯ খ্রিঃ হতে ২৮-১১-২০১৯ খ্রিষ্টাব্দের মধ্যে অফিস চলাকালীন সময় পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে তিনবার কেবল মাত্র মাইগ্রেশনের মাধ্যমে অন্য ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে বদলী করা হবে। ডেন্টাল ভর্তির ক্লাশ ০৪ ফেব্রুয়ারী, ২০২০ তারিখ হতে শুরু হবে

ডেন্টাল কলেজে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল 2020-2021

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ 

ডেন্টাল ভর্তির ফল প্রকাশের পর ০১-১২-২০১৯খ্রি হতে ১০-১২-২০১৯ খ্রিষ্টাব্দের মধ্যে ১০০০/- (একহাজার) টাকা (অফেরতযােগ্য) টেলিটক SMS এর মাধ্যমে জমা দিয়ে স্বীয় পরীক্ষার ফলাফল পূণ:নিরীক্ষার জন্য আবেদন (Submit) করা যাবে।

পূণ:নিরীক্ষার ফলাফল আবেদনকারীকে যথাসময়ে
জানান হবে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে। ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতিঃ টেলিটকের যে কোন প্রিপেইড মােবাইল থেকে SMS করতে হবে।

• ১ম SMS: DGHS<Space>RSC<Space>Roll No. লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGHS<>RSC<>119999) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

•২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGHS<>RSCYES<>PIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে “(যেমনঃ DGHS<>RSCpYES<3699)” ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে। how to check medical admission result 2021 dghs medical admission result 2021 result.dghs.gov.bd. medical admission

অনলাইনে ডেন্টাল ভর্তির ফলাফল দেখতে ক্লিক http://result.dghs.gov.bd/bds/ করুন

ভর্তির সময় নিম্নলিখিত কাগজ পত্র জমা দিতে হবে:

• এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিন্ট।

• এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের সনদপত্র/প্রশংসা পত্র।

• জেলা কোটার দাবীর ক্ষেত্রে স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদপত্র।

• চার কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি।

• পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সার্কেল চীফ এবং জেলা প্রশাসকের সনদ ও অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সার্কেল চীফ বা জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র। অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গােত্র প্রধান ও সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার প্রদত্ত সনদপত্র।

• মহান মুযুিদ্ধে অংশগ্রহনের স্বপক্ষে ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদের অধীনে তকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদ বা মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠনের পর থেকে মাননীয় মন্ত্রী /প্রতিমন্ত্রী ও সচিব স্বাক্ষরিত সনদ। মুক্তিযােদ্ধাদের পুত্র- কন্যা এবং পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বারক নং ০৫১৭০.০২২.০৭, ০১.০১৪. ২০১১-১৮১ তারিখ ০৯ মে ২০১১-এ জারিকৃত বিধি অনুসরন করা হবে।

ফলাফল ও ভর্তি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও www.dghs.gov.bd ওয়েব সাইট থেকে জানা যাবে। বেসরকারী ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তি দেওয়া হবে। প্রকাশিত ফলাফলের উপর বিধিসম্মত যে কোন পরিবর্তন, পরিবর্ধন ও সংযােজনের অধিকার কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

উল্লেখ্য ০১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ভর্তি পরীক্ষায় মোট ২৫ হাজার ১১৬ জন শিক্ষার্থী আবেদন করেছিল এর মধ্যে ১৯ হাজার ৭৭৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। রাজধানী ঢাকাসহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ৫টি কেন্দ্রের ৯টি সেন্টারে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০টি বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) এ পরীক্ষা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group