ডিগ্রী পাস শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করার নিয়ম 2023
জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রী পাস (১ম বর্ষ ২০১৮-১৯),(২য় বর্ষ ২০১৭-১৮) এবং (৩য় বর্ষ ২০১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করার নিয়ম 2023 নিম্নে বর্ণনা করা হল। Degree Pass scholarship Stipend Online Application Process 2022
ধাপ ১ঃ http://estipend.pmeat.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন ট্যাবে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
ধাপ ২ঃ পরবর্তী ধাপে পাসওয়ার্ড সেট করুন।
ধাপ ৩ঃ পাসওয়ার্ড সেট হয়ে গেলে শিক্ষার্থী সাইন ইন ট্যাবে রেজিষ্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যাবহার করে লগইন করুন।
ধাপ ৪ঃ লগ ইন করার পরে শিক্ষার্থী তার ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং “আবেদন করুন” এ ক্লিক করে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
ধাপ ৫ঃ “আবেদন করুন” বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন সম্পাদন করুন। শিক্ষার্থীরা উপবৃত্ত ফর্মটি পূরণ করুন এবং “সংরক্ষণ করুন চালিয়ে যান” বাটনে ক্লিক করুন এবং ট্যাব অনুসারে নির্দেশ অনুসরণ করুন।
ধাপ ৬ঃ ট্যাব নির্দেশ শেষ হওয়ার পরে, শিক্ষার্থী হ্যাঁ বাছাই করবেন (সর্তকতা, একবার এপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না)। পৃষ্ঠাটি ড্যাশবোর্ডে পুনঃনির্দেশিত হবে সেখানে ব্যবহারকারী আপ্লিকেশন উপস্থিতি দেখতে পাবেন।
স্নাতক ডিগ্রী পাস শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইনে আবেদন করার নিয়ম 2023
অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
১. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার, প্রাপ্ত জিপিএ;
২. ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার;
৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর;
৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর;
৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি;
৬. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নম্বার।
বিঃ দ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয় বা কলেজ নোটিশ দেওয়ার পর অনলাইনে আবেদন করে,আবদনের প্রিন্ট কপি, আর কলেজ কর্তৃক নির্দেশিত কাগজপত্র (যেমনঃ পাসপোর্ট সাইজের ছবি,রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি) জমা দিবেন।
যাদের অনলাইন আবেদন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে,আপনারা কয়েকদিন পর আবেদনের চেষ্টা করুন অথবা কলেজ নোটিশের জন্য অপেক্ষা করুন! যথেষ্ট সময় আছে।
আবেদন করার সময়সীমাঃ ১৬/০৮/২০২০ ইং হতে ১৫/০৯/২০২০ ইং তারিখ পর্যন্ত।
উল্লেখ, উল্লেখিত শিক্ষাবর্ষের যে সকল ছাত্র-ছাত্রী ইতিপূর্বে ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকে পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।(কয়েকটি কলেজ নোটিশ থেকে পাওয়া তথ্য)
স্নাতক (পাস) ১ম, ২য়, ৩য় বর্ষের যেকোনো বর্ষে পুনঃভর্তি হলে উক্ত শিক্ষার্থী অনিয়মিত হিসাবে বিবেচিত হবে এবং উপবৃত্তিপ্রাপ্তির ক্ষেত্রে বিবেচিত হবে না। সুতরাং,Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে না।
নিবন্ধনকরা যাচ্ছে না। বার বার ইরর দেখাচ্ছে।