উপবৃত্তি নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি 2023

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (পাস) ডিগ্রী পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি 2023 প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে, পূরণকৃত শিক্ষার্থীর তথ্য ও অন্যান্য তথ্যাদি ই-স্টাইপেন্ড সিস্টেমে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরে সারা দেশের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য অনলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণকৃত শিক্ষার্থীর তথ্য এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরসহ সংশ্লিষ্ট তথ্যাদি ই-স্টাইপেন্ড সিস্টেমে ৩১ মার্চ ২০২২ তারিখের মধ্যে প্রেরণ নিশ্চিতকরণ করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরে সারা দেশের স্নাতক (পাস) ও সমপর্যায়ের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্য ০৯ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে।

<

p dir=”ltr”>স্নাতক  ডিগ্রি (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির নোটিশ 2023

Update News: ডিগ্রি (পাস) ও সমমান পর্যায়ের ২০১৭-২০১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের যথাক্রমে ডিগ্রী ৩য়, ২য় ও ১ম বর্ষের আবেদনকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং ভর্তি সহায়তা বিতরণ অনুষ্ঠানে আগামীকাল ১৯ই জুন ২০২২ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. দীপু মনি,এম পি ,মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়।

মাননীয় শিক্ষামন্ত্রী উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করার পরপরই নির্বাচিত শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ট/বিকাশ/রকেট/নগদ একাউন্টে সরাসরি উপবৃত্তির প্রতি কিস্তি বাবদ ৪৯০০/- টাকা পৌঁছে যাবে।

মনে রাখবেন, উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো তথ্য চাওয়া হবে না।

নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে পুরণকৃত আবেদনসমূহ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরসহ সংশ্লিষ্ট তথ্যাদি ই-স্টাইপেন্ড সিষ্টেম ব্যবহার করে ২২ মার্চ ২০২২ তারিখের মধ্যে ট্রাস্ট অফিসে প্রেরণের জন্য অনুরােধ করা হলেও এখন পর্যন্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির আবেদনসমূহ ট্রাস্টে প্রেরণ করেননি। নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত শিক্ষার্থীদের আবেদনসমূহ ট্রাস্টের সার্ভারে প্রেরণ না করা হলে এসব শিক্ষার্থী ২০২২ সালের উপবৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে এবং তাদের শিক্ষা জীবন বাধাগ্রস্থ হবে।

উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ই-স্টাইপেন্ড সিস্টেমে প্রবেশ করে (পূর্বের User ID ও Password ব্যবহার করে অথবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS সফটওয়্যারের User ID ও Password ব্যবহার করেও লগইন করতে পারবেন) শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বর যথাযথভাবে প্রদান করা অতিব জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বর ই-স্টাইপেন্ড সিস্টেমে প্রদান করা না হলে টিউশন ফি প্রদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অর্থ বিতরণ করা সম্ভব হবে না।

এমতাবস্থায়, ২০২২ সালের সারা দেশের স্নাতক (পাস) ও সমপর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনলাইনে পূরণকৃত আবেদনসমূহ সিষ্টেম (http://estipend.pmeat.gov.bd) ব্যবহার করে আগামী ৩১ মার্চ ২০২২ তারিখের মধ্যে ট্রাস্ট অফিসে প্রেরণের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণকে প্রয়ােজনীয় দিক নির্দেশনা প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী-র সানুগ্রহ নির্দেশনা পালনে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরােধ করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply