উপবৃত্তি নিউজশিক্ষা খবর

ভুল তথ্য অন্তর্ভুক্ত করায় বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংশোধন ১০ মের মধ্যে

ভুল তথ্য অন্তর্ভুক্ত করায় বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংশোধন ১০ মের মধ্যে। অধিদপ্তর বলেছে, ২০১৯-২০ অর্থবছর থেকে রাজস্বখাতভুক্ত সব ধরণের বৃত্তির টাকা জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। কিন্তু কিছু প্রতিষ্ঠান বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য যথা সময়ে এন্ট্রি না করায় এবং এন্ট্রি করা তথ্যে বিভিন্ন ভুল থাকায় ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরের সব শিক্ষার্থীর বৃত্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হয়নি।

 

বৃত্তির পেলেও তথ্য অন্তর্ভুক্ত না করায় বা ভুল তথ্য অন্তর্ভুক্ত করায় টাকা না পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও অন্তর্ভুক্তির সুযোগ দেয়া হয়েছে। ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে রাজস্বখাতে বৃত্তি পেয়েও যেসব শিক্ষার্থী বৃত্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়নি তাদের তথ্য আগামী ১০ মের মধ্যে সংশোধন বা অন্তর্ভুক্ত করা যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি প্রকাশ করেছে অধিদপ্তর।

 

২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে যেসব শিক্ষার্থীর বৃত্তির তথ্য এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়নি বা ভুল তথ্য এন্ট্রির কারণে টাকা পাঠানো সম্ভব হয়নি তাদের তথ্য আগামী ১০ মের মধ্যে এমআইএসে এন্ট্রি ও সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

 

শিক্ষার্থীর মামের ব্যাংক হিসেব নম্বর ছাড়া বাবা-মায়ের ব্যাংক হিসাব নম্বর দেয়া যাবে না। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের নাম অভিন্ন হতে হবে। অনলাইন ব্যাংক হিসেব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্য হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে তা পূরণ করতে হবে।

 

The data of students who did not get the scholarship money due to the inclusion of wrong information be corrected by May 10. The department said that from the financial year 2019-20, all types of scholarship money in the revenue sector are being sent to the bank accounts of the students through EFT through the G2P system. However, due to some institutions not entering the information of the students who received the scholarship on time and due to various errors in the information made in the entry, it was not possible to send the scholarship money to all the students of the financial year 2019-20 and 2020-21 to their bank accounts.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *