জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এম ফিল ও পিএইচ ডি প্রােগ্রামে ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম ফিল ও পিএইচ ডি প্রােগ্রামে ভর্তি ২০২১ । জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এম ফিল ও পিএইচ ডি প্রোগ্রামে পূর্ণকালীন গবেষক ভর্তির জন্য অন-লাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। National University M phil and PHD Program Admission 2021-2022 Session.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তির যোগ্যতাঃ

• এম ফিল ভর্তির ক্ষেত্রে সকল পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৫০/দ্বিতীয় বিভাগ/ শ্রেণীসহ সংশ্লিষ্ট বিষয়ে মাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৫০% নম্বর বা CGPA ২.৫০ থাকতে হবে।

• তবে ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের উভয় পরীক্ষায় গড়ে ন্যূনতম ৫০% নম্বর বা CGPA ২.৫০ রয়েছে, তারা আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে।

অথবা

স্নাতক (পাস) সহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৫৫% বা CGPA ২.৭৫ নম্বর থাকতে হবে। তবে অধিভুক্ত কলেজ শিক্ষকদের মধ্যে যাদের স্নাতক (পাস) ও উভয় পরীক্ষায় গড়ে ৫৫% নময় আছে তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাবর্ষে এম ফিল ও পিএইচ ডি প্রােগ্রামে ভর্তি National University M phil and PHD Program Admission

পিএইচ ডি ভর্তির ক্ষেত্রে

• এম ফিল / সমমানের ডিগ্রিধারী হতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস এম এ এস, এডভান্সড এম বি এ ডিগ্রিধারীগণও পিএইচ ডি প্রােগ্রামে ভর্তির জন্য আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবেন। উভয়ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত জার্নালে ন্যূনপক্ষে একটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

• বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ প্রতিষ্ঠানের শিক্ষক যাদের শিক্ষা জীবনে ন্যূনতম ৩ টি প্রথম বিভাগ/ শ্রেণি, ৩ বছর শিক্ষকতার অভিজতা এ দেশি-বিদেশি স্বীকৃতমানের জার্নালে কমপক্ষে ২ টি গবেষণামূলক প্রকাশনা রয়েছে তারা সরাসরি পিএইচ ডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে শিক্ষা জীবনে ন্যূনতম ২ টি প্রথম বিভাগ/ শ্রেণি থাকতে হবে।

• আর্টস/ সােশ্যাল সায়েন্স/ বিজনেস স্টাডিজ বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ ২ জন লেখক গ্রহণযােগ্য তবে প্রার্থীকে মূল লেখক ৰা First Author হতে হবে। ন্যাচারাল সায়েন্স/লাইফ এন্ড আর্থ সায়েন্স বিষয়ের গবেষণা প্রবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন লেখক গ্রহণযােগ্য হবে প্রার্থীকে মূল লেখক বা First Author হতে হবে।

• সমমানের পরীক্ষায় পাশ করা বিদেশের শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম-কানুন ও শর্ত অনুযায়ী পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে এম ফিল/পিএইচ ডি প্রােগ্রামে ভর্তি হতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম ফিল ও পিএইচ ডি প্রোগ্রামের বিষয় সমূহ

National University M phil and PHD Program Admission

শর্তাবলি

• প্রার্থী শুধুমাত্র তার গাতক (সম্মান)/ স্নাতকোত্তর পর্যায়ে পঠিত বিষয়ে ভর্তি হতে পারবেন।
• ভর্তিচ্ছু গবেষকদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার (লিখিত ও মৌখিক পরীক্ষা) ভিত্তিতে শিক্ষার্থী/গবেষৰু ভর্তি করা হবে। • • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময় গবেষণার বিষয়ের উপর Research Design অনুসরণ করে সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা জমা দিতে হবে। প্রার্থীকে তার এম ফিল/পিএইচ ডি গবেষণা প্রস্তাব সংশ্লিষ্ট কমিটির সামনে ডিফেন্ড করতে হবে।

প্রোগ্রামের মেয়াদ

এমফিল প্রােগ্রামের মেয়াদ এ বছরের কোর্সওয়াক সহ ০২ (দুই) বছর এবং পিএইচডি প্রােগ্রামের মেয়াদ ০৩ (তিন) বছর।

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও পে-স্লিপ ডাউনলােড

• আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.admissions.nu.edu.bd অথবা
nu.edu.bd/admissions) Master’s Tab এ গিয়ে Apply Now( M.Phil/ Ph.D) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে সংশ্লিষ্ট স্নাতক (পাস)/ স্নাতক (সম্মান)/মাস্টার্স পরীক্ষার রােল নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, ব্যক্তিগত মােবাইল নম্বর ও ই-মেইল সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

• সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে
আবেদনকারীকে (রােল নম্বর ও পিন কোড উল্লেখপূর্বক) Download Pay Slip অপশন থেকে সােনালী সেবার পে-স্লিপ Print করে নিকটস্থ যে কোন সােনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

• প্রাথমিক আবেদন ফরম পূরণের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতার সংগে নিজের নাম, পিতা/মাতার নাম, শিক্ষাগত যােগ্যতার সকল তথ্য নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে। এই ফরমে প্রার্থীর কোন তথ্য ভুল/ অসত্য বলে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

• ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপাের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ হবে 120×150 pixels, Image Type: jpg, maximum file size:50Kb.

পে-স্লিপের মাধ্যমে ফি জমা দিয়ে আবেদন ফরম ডাউনলােড

• পে-স্লিপ Print করে নিকটস্থ যে কোন সােনালী ব্যাংক শাখায় জমা দিলে প্রার্থীর আবেদন ফরমে উল্লিখিত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে আবেদন ফরম ডাউনলােড করার জন্য তথ্য দেয়া হবে। এ পর্যায়ে প্রার্থী তার পে-স্লিপে উল্লিখিত রােল নম্বর ও পিন ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Master’s Tab-এ
গিয়ে Applicant’s Login ( M.Phil/ Ph.D) অপশনে থেকে আবেদন ফরম ডাউনলােড করে প্রিন্ট নিবে। উল্লেখ্য যে, সােনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়ার ৪৮ ঘন্টার মধ্যে কোন প্রার্থী SMS না পেলে সংশ্লিষ্ট গ্রুপের চেয়ারম্যানকে জানাতে হবে।

• প্রাথমিক আবেদন ফরম ব্যতিত কোন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

• প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Master’s Tab-এ গিয়ে Applicant’s Login ( M.Phil/ Ph.D ) করে আবেদন ফরমের রােল নম্বর ও পিন কোড এন্ট্রি দিতে হবে।

• এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the OTP অপশনটি ক্লিক করতে হবে। এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে। এই OTP এন্ট্রি দিয়ে শিক্ষার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলােড করতে পারবে। উল্লেখ্য যে, সােনালী সেবার মাধ্যমে
ব্যাংকে টাকা জমা দেয়ার পূর্ব পর্যন্ত প্রাথমিক আবেদন ফরমের যে কোন ত্রুটি সংশোধন করা যাবে।

লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার বিষয়ে করণীয়

• এম ফিল ও পিএইচ ফি ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

• লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখে আবেদনকারীকে সেনাশা সেবার মাধ্যমে ফি জমাদানের মূল রশিদের ফটোকপি, স্বাক্ষরকৃত আবেদন ফরম, সকল সনদ ও নম্বরপত্র সত্যায়িত ফটোকপি ও গবেষণা প্রস্তাবনা সংশ্লিষ্ট গল্প চেয়ারম্যন দপ্তরে জমা দিতে হবে।

• লিখিত পরীক্ষায় উ আবেদনকারীর সাক্ষাৎকারের দিন সকল সনদ ও নম্বরপত্রের মূলকপি, সােনালী সেবার মাধ্যমে আবেদন ফি জমা রশিদে মূলকপি ও প্রাথমিক আবেদন ফরমসহ প্রশাসনিক গুবন (৩য় তলা), জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর–: উপস্থিত হতে হবে।

• ভর্তির সময় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গ্রুপ চেয়ারম্যান এর দাপ্তরে মূল সনদ ও নম্বরপত্র প্রদর্শনি করতে হবে অন্যথায় আবেদনকারী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।

প্রাথমিক আবেদন ও চূড়ান্ত ভর্তি সিডিউল

অনলাইনে আবেদন ফরম পূরণের তারিখঃ ৮/৭/২০২১ থেকে ১৭/০৮/২০২১

সোনালী সেবার টাকা জমাদানের শেষ তারিখঃ ১১/০৭/২০২১ থেকে ১২/০৮/২০২১

প্রার্থী প্রতি ১০০০/- (এক হাজার) টাকা হারে Pay Slip এ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 02181100002701
(এমফিল/পিএইচডি খাত) উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে।

লিখিত পরীক্ষার তারিখঃ ২/০৯/২০২১ ( বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত) Zoom App
{ভেন্যুঃ একাডেমিক ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গার্থীপুর-১৭০৪)}

লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ ১৫/০৯/২০২১
(জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে)

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখঃ
(স্থানঃ প্রশাসনিক ভবন (৩য় তলা), জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর-১৭০৪)

চূড়ান্ত ভর্তির ফল প্রকাশঃ ০৮/১০/২০২০

পে স্লিপ ডাউন লোড ও ভর্তির তারিখঃ ১৯/০৯/২০২১ থেকে ২৯/০৯/২০২১

কোসওয়ার্ক গবেষণা কার্যক্রম শুরুর তারিখঃ ০৩/১০/২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম ফিল ও পিএইচ ডি প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ শিক্ষাবর্ষ

  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম ফিল ও পিএইচ ডি প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ শিক্ষাবর্ষNational University M phil and PHD Program AdmissionNational University M phil and PHD Program Admission

 

নিধারিত সময়ের পর কোনক্রমেই আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ভর্তি বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল বা পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এ পাওয়া যাবে। তাছাড়া সংশ্লিষ্ট একাডেমিক কমিটির চেয়ারম্যানের সাথে নিম্নোক্ত নম্বরে যােগাযোগ করা যাবে।

আর্টস গ্রুপ- ০১৭১৫১৩৮-৬২৫; সোশ্যাল সায়েন্স গ্রুপ-০১৯১১০১০১৩৫; ন্যাচারাল সায়েন্স গ্রুপ-০১৭৪২-৮৪ ৬৪৯৪; লাইফ এন্ড আর্থ সায়েন্স গ্রুপ- ০১৭১২-০৭৬২৮০ এবং বিজনেস স্টাডিজ গ্রুপ- ০১৭৪২৮৪৬৪১৪

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এম ফিল ও পিএইচ ডি প্রােগ্রামে ভর্তি

Comments are closed.