আরবি বিশ্ববিদ্যালয়উপবৃত্তি নিউজ

ফাজিল উপবৃত্তি ২০২২ | ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাবে ফাযিলের শিক্ষার্থীরা

ফাজিল উপবৃত্তি ২০২২ | ফাযিল পরীক্ষা-২০২০ এর ফলাফলের ভিত্তিতে রাজস্ব খাতভূক্ত বৃত্তি প্রদান প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

ফাযিল পরীক্ষা-২০২০ এর ফলাফলের ভিত্তিতে এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫-১১২, তারিখ: ০৪/০২/২০১৬ খ্রি. মােতাবেক রাজস্ব খাতভুক্ত বৃক্তির সংখ্যা/কোটা ও টাকার পরিমাণ পুনঃনির্ধারণ সংক্রান্ত আদেশের পরিপ্রক্ষিতে নিম্নে উল্লিখিত শর্ত মােতাবেক এবং বর্ণিত সংখ্যা ও হারে বৃত্তি প্রদানের জন্য রেজিসট্রার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা-কে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

পরীক্ষার নামঃ ফাযিল পরীক্ষা
বৃত্তির প্রকারঃ মেধাবৃত্তি(ট্যালেন্টপুল) ও সাধারণ

সংখ্যাঃ মেধাবৃত্তি(ট্যালেন্টপুল): ৭৫, সাধারণ: ৩০০

মাসিক হারঃ মেধাবৃত্তি(ট্যালেন্টপুল) ১০৫০/-, সাধারণ 8৫০/-

বাৎসরিক এককালিনঃ মেধাবৃত্তি(ট্যালেন্টপুল) ১৮oo/-
সাধারণ- ৯০০

বৃক্তির মেয়াদঃ ০২ বছর

শিক্ষার্থীদের বৃত্তির টাকা G2P পদ্ধতিতে অনলাইনে EFT-এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।

ফাজিল উপবৃত্তি ২০২২ | ফাযিল পরীক্ষা-২০২০ এর ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান প্রসঙ্গে বিজ্ঞপ্তি

ফাজিল অনার্স বৃত্তি সংক্রান্ত শর্তাবলী:

এই বৃত্তির ব্যয় চলতি (২০২২-২৩) অর্থবছরের রাজস্ব ব্যাজেটের বৃত্তি ও মেধা বৃত্তি খাত হতে নির্বাহ করা হবে।

 

বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির বরাদ্দকৃত অর্থ G2P পদ্ধতিতে EFT -এর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণের নিমিত্তে বাংলাদেশ ব্যাংকের তফসীলভূক্ত অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংকে একাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে ৭(সাত) দিনের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান করতে হবে।

প্রকাশিত বৃত্তির গেজেট আগামী ০৬/১১/২০২২খ্রি, তারিখের মধ্যে প্রকাশ করতে হবে এবং উত্ত গেজেটের ০১ সেট (হার্ডকপি), মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণ করতে হবে এবং প্রকাশিত বৃত্তি তালিকার সফটকপি শিক্ষার্থীদের রোল নং, রেজিস্ট্রেশন নং বৃত্তির ধরণ ট্যালেন্টপুল/সাধারণ) উল্লেখসহ MS Excel ফরমেটে অত্র অধিদপ্তরে ddfinancedme@gmail.com ও dme.stipend@gmail.com -ইমেইলে প্রেরণ করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply