জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় গণিত (BBA 2nd Year Business Mathematics) এর সাজেশন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় গণিত (Business Mathematics) এর সাজেশন – জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনার্স ২য় বর্ষের হিসাববিজ্ঞান/ব্যাবস্থাপনা/ফিন্যান্স/মার্কেটিং বিভাগ এর ভাইবোন দের জন্য –
আসসালামু আলাইকুম। আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয় গুলোর মধ্যে ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি সমস্যা য় ফেলে Business Math বিষয় টি।

অনেক এর কাছে তো দুঃস্বপ্নের মতো ই। তবে কৌশল অবলম্বন করে সময় কাজ এ লাগিয়ে প্রস্তুতি নিলে আশা করি, ভালো ফলাফল করতে পারবেন এ বিষয়ে ও ।
আপনাদের প্রস্তুতি কে সহজ করে দিতে EducationsinBD.com এর পক্ষ থেকে আপনাদের জন্য তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহের তালিকা।

এ পোস্ট এ আপনাদের দেওয়া হবে ব্যাবসায় গণিত এর গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ।

ব্যাবসায় গণিত এর গুরুত্বপূর্ণ অধ্যায় সমূহ হলো-
—> Matrices and Determinants
—> Theory of Sets
—> Progression
—> Indices,Surds and Logarithms
—> Mathematics of Finance
—> Number System
—> Equation
—> Permutation and Combination

BBA 2nd Year ব্যবসায় গণিত শর্ট সাজেশন
অধ্যায় ১:
১. জটিল সংখ্যা কী?
২. জটিল সংখ্যার সাধারণ রূপ কী?
৩. জটিল সংখ্যার আকারটি লিখ।
৪. মৌলিক সংখ্যা কী?
৫. মূলদ সংখ্যা কী?
৬. স্বাভাবিক সংখ্যা কী?
৭. ১ম ১০০ টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
৮. (3^2)^-2 এর মান কত?
৯. যদি a>_0 হয় তবে |a| = কত?
অধ্যায় ২:
১. লগারিদম বলতে কী বুঝ?
২. প্রাকৃতিক লগারিদম বলতে কী বুঝ?
৩. মান নির্ণয় কর log6^6√6.
৪. logb^a logc^b loga^c এর মান নির্ণয় কর।
৫. সরল কর 5√32×(27)^-5/3.
৬. loga^1 এর মান কত?
৭. x এর মান নির্ণয় কর log√x^3√2 = -2/3
অধ্যায় ৩:
১. সেটের সংঙ্গা দাও?
২. ভেনচিত্র বলা হয় কাকে?
৩. একক সেট কাকে বলে?
৪. ০ এবং {০} বলতে কী বুঝ?
৫. উপসেট কী?
৬. যদি A = {3,4} এবং B = {a,b} হয় তবে A×B = কত?
৭. A(+)B অথবা A^B এর সূত্রটি কী হবে?
অধ্যায় ৪:
১. সরলরেখার ঢাল কী?
২. স্থানাষ্ক জ্যামিতিতে xy=0 দ্বারা কী প্রকাশ করে?
৩. দুইটি সরল রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কী?
৪. সমরেখ হওয়ার শর্ত কী?
৫. দুটি বিন্দু দিয়ে গমনকারী সরলরেখা সমীকরণ লিখ।
অধ্যায় ৫:
১. দ্বিঘাত সমীকরণ কাকে বলে।
২. ax^2+bx+c=0 হলে x=কত?
৩. ax^2+bx+c=0 সমীকরণের মূল দুইটি কি কি?
৪. একটি দ্বিঘাত সমীকরণের মূল দুটি 5 ও 7 হলে সমীকরণটি লিখ।

Math এ ভালো করতে হলে অনুশীলন এর কোন বিকল্প নেই। বারবার অনুশীলন ই আপনাকে ভাল করতে সাহায্য করবে। এ অধ্যায় গুলো করলে আপনি গ বিভাগে ৮ টির মধ্যে ৬ টি প্রশ্ন এবং খ বিভাগে ৮ টি র মধ্যে ৫ টি কমন পাবেন। ইন শা আল্লাহ।

অনেক এ ই বলতে পারেন Differentiation অধ্যায় থেকে তো অবশ্যই ম্যাথ আসবে। তা রাখি নাই কেন? হ্যা। আমি জানি, এটা থেকে আসবে তবে এ অধ্যায় টি এত বিশাল যে এর শেষ দেখতে গেলে আপনার প্রস্তুতি র শেষ দেখা ই হয়ত হয়ে যাবে। বারবার ফেল করা ছাত্রছাত্রী দের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি সবাই পূর্বে এই অধ্যায় টি নিয়ে লেগেছিল এবং সময় এর জন্য বাকি অধ্যায় শেষ ই করতে পারে নি।

আমি তাই এই অধ্যায় কে প্রেফার করি না, কারন ১০ বা ১৪ নম্বর এর জন্য আমি যে সময় বিনিয়োগ করবো, সে সময় কাজ এ লাগিয়ে আমি ৪ অধ্যায় করে ৪০ নম্বর এর প্রিপারেশন নেওয়া ভালো। অন্তত আমার মতে। আর এমন তো না যে, আমার সব উত্তর দিতে হবে। ৮ টা র মধ্যে ৫ টা করা ই যথেষ্ট। তাই না? আমি কৌশল অবলম্বন করে পড়া এবং পরানো কে প্রেফার করি।
কারো খারাপ লাগলে দুঃখিত। তবে এটা ই আমার ওয়ে আর তিতা হলে ও সত্য যে এই অনার্স কোর্স এর বিষয় গুলো ব্যাবহারিক জীবন এ খুব কম ই কাজ এ লাগে। এ বিষয় গুলোর মূল কাজ একটা সার্টিফিকেট অর্জনে সহায়তা করা যা দিয়ে হয়ত অনেক দরজা খুলে যায় ক্যারিয়ার এর।

আর কোন বিষয়ের সাজেশন লাগলে অথবা কোন মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্স এ। সময় আস্তে আস্তে কমে আসছে। একেবারে শেষ হওয়ার আগে ই প্রস্তুতি নিয়ে নিজেকে তৈরি রাখুন। আফসোস করে তো লাভ নাই, না?

দোয়া রইলো সবার জন্য। সকলে ই ভালো থাকুন নিজের মত করে আপন মানুষ গুলো কে নিয়ে। সবাই চাইলে বন্ধু দের সাথে শেয়ার করতে পারেন।

শুভেচ্ছান্তে
Md Tajul Islam HriTaj
BBA Honours (Accounting) from National University
MBA (Ongoing) from IBA- JU

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply