জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন ২০২২ বিষয়: মনোবিজ্ঞান

ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন ২০২২ বিষয়: মনোবিজ্ঞান। ডিগ্রী শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি পরামর্শ প্রস্তুত করেছি। আমরা আশা করি এই পরামর্শটি দুর্বল শিক্ষার্থীদের খুব সাহায্য করবে। বাংলাদেশের এনইউ ডিগ্রি শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য বিশেষভাবে এই পরামর্শটি লেখা হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ সাজেশন। সাজেশনটি হুবহু অনুসরণ করলে 90% থেকে 100% কমন পড়বে।

 

ব্যতিক্রম সাজেশন ঢাকার অভিজাত কলেজ, ঢাকার বাইরে স্বনামধন্য কলেজ এবং গুরুত্বপূর্ণ কোচিং সেন্টারের সাজেশন। বিগত বছরের প্রশ্নপত্র ও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে প্রণীত হওয়ায় প্রশ্ন কম অথচ কমন পড়ে বেশি। আর এরই আলোকে আমাদের সাজেশনটি তৈরি।আপনি খুব সহজে এখান থেকে ডিগ্রি প্রথম বর্ষ সহ সকল বাসের সাজেশন ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটটি। একটি নির্ভরযোগ্য সাজেশন ছাড়াও পাবেন মডেল টেস্ট এর প্রশ্নপত্র যার সাহায্যে আপনি খুব সহজেই নিজেকে যাচাই করে নিতে পারবেন।

 

ডিগ্রি প্রথম বর্ষের সাজেশন

বিষয়: মনোবিজ্ঞান

ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

ডিগ্রি প্রথম বর্ষের মনোবিজ্ঞান সাজেশন Download Link

১. মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা ব্যাখ্যা কর।

২. মনোবিজ্ঞানের দুটি শঅখা বর্ণনা কর।

৩. পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাও অসুবিধা বর্ণনা কর।

৪. পরীক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ লেখ?

৫. পরীক্ষণ পদ্ধতির অসুবিধাসমূহ লেখ?

৬. অধ্যাস ও অলীক প্রত্যক্ষণের পার্থক্য লেখ।

৭. প্রত্যক্ষণে প্রতীক-পটভূমি ব্যাখ্যা কর।

৮. প্রত্যক্ষণের ধ্রুবকতা বলতে কী বুঝায়?

৯. অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কী?

১০. স্মৃতি পরিমাপের যেকোনো একটি পদ্ধতি বর্ণনা কর।

১১. গভীরতা প্রত্যক্ষণ ব্যাখ্যা কর?

১২. অবলুপ্তি কী? ব্যাখ্যা কর।

১৩. প্রেষণা চক্র ব্যাখ্যা কর।

১৫. প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

১৬. জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণার মধ্যে পার্থক্য দেখাও।

১৭. ব্যক্তিত্বের নির্ধারকগুলো কী কী?

১৮. শিক্ষণের শর্তসমূহ কী?

১৯. বুদ্ধ্যঙ্ক ব্যাখ্যা কর।

২০. স্মৃতির প্রকারভেদ বর্ণনা কর।

১। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি?

উঃ ‘Psychology’।

২। প্রকল্প কী ?

উঃ সমাধানযোগ্য এবং প্রমাণিতব্য উক্তিকে প্রকল্প বলা হয়।

৩। চল কী ?

উঃ চল হচ্ছে এমন এক ধরনের মান , গুণ . অবস্থা , বৈশিষ্ট্য যা বৈজ্ঞানিক গবেষণায় কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে অনুসন্ধান করা হয় এবং যা প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্নভাবে প্রকাশ পায়।

৪। সমস্যা কী ?

উঃ সমস্যা সমধানের সাথে চিন্তন প্রক্রিয়ার গভীর সম্পর্ক রয়েছে । সমস্যামূলক পরিস্থিতিতে ব্যক্তি কতগুলো অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হয় । যেমন- এক স্থান থেকে অন্য আরেকটি স্থানে যাবার জন্য পথ বাছাই করা বা মূল পথ দিয়ে যেতে অসুবিধা হলে বিকল্প পথ নির্বাচন করা।

৫। প্রতিক্রিয়া কোন ধরনের চল?

উঃ প্রতিক্রিয়া হলো নির্ভরশীল চল।

৬। প্রতিক্রিয়া কাল কী ?

উঃ কোনো উদ্দীপকের উপস্থাপনায় আরম্ভ সময় থেকে ৭ ও আরম্ভ করে এর প্রতি প্রতিক্রিয়ায় যে সময় ব্যয় হয় তাকে প্রতিক্রিয়ার সময়কাল বা প্রতিক্রিয়া কাল বলে।

৭। নকশা কী?

উঃ নকশা হচ্ছে এক ধরনের পরিকল্পনা।

৮। উদ্দীপক কী ?

উঃ যে শক্তি জীবদেহ কে কোনো প্রকারে বা উহার কোনো স্থানে উত্তেজিত করে তাকে উদ্দীপক বলে৷

৯। প্রতিক্রিয়া কাল কি?

উঃ কোনো উদ্দীপকের উপস্থাপনায় আরম্ভ সময় থেকে আরম্ভ করে এর প্রতি প্রতিক্রিয়ায় যে সময় ব্যয় হয় তাকে । প্রতিক্রিয়ার সময়কাল বা প্রতিক্রিয়া কাল বলে।

১০। কে সর্বপ্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার স্থাপন করেন?

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক বলা হয় কাকে ?

উঃ উইলহেম উন্ড।

১১। পরীক্ষণ কত প্রকার?

উঃ পরীক্ষণ প্রধানত দুই প্রকার । যথা- ১. অনুসন্ধানমূলক পরীক্ষণ , ২. নিশ্চিতমূলক পরীক্ষণ।

১২। বয়স কোন ধরনের চল?

উঃ বয়স হলো যোগ সাধনকারী বা মধ্যবর্তী চল।

১৩। বাহ্যিক চল কী?

উঃ বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব হয় তাকে বাহ্যিক চল বলে।

১৪। পরীক্ষণ পরিকল্পনার প্রথম ধাপের নাম কী ?

উঃ পরীক্ষণ পরিকল্পনার প্রথম ধাপের নাম হলো “ পরীক্ষণের নামকরণ ”।

১৫। কোন পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় ?

উঃ পরীক্ষণ পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়।

১৬। পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম কোন দেশে শুরু হয়েছিল ?

উঃ পরীক্ষণ মনোবিজ্ঞান চর্চা সর্বপ্রথম জার্মানীতে শুরু হয়েছিল।

১৭। পরীক্ষণ পদ্ধতি কি ?

উঃ কোনো বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হয়ে নিয়ন্ত্রণাধীন তিন অবস্থায় কোনো মানসিক প্রক্রিয়াকে নিরীক্ষণ করার যে প্রণালি তাকে পরীক্ষণ পদ্ধতি বলে।

১৮। চলের প্রকারভেদগুলো উল্লেখ কর ।

উঃ চল প্রধানত চার প্রকার । যথা ১. নিরপেক্ষ বা অনির্ভরশীল চল , ২. সাপেক্ষ চল বা নির্ভরশীল , ৩. মধ্যবর্তী চল ও ৪. বাহ্যিক চল।

১৯। বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি ?

উঃ পরীক্ষণ পদ্ধতিকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে মনে করা হয়।

২০। সমস্যার দুটি উৎসের নাম লিখ?

উঃ ১. পূর্ববর্তী গবেষণা , ২. সাহিত্য পর্যালোচনা।

২১। বাহ্যিক চল নিয়ন্ত্রণের দুটি কৌশলের নাম লিখ ।

উঃ ১. পরীক্ষণ দল , ২. নিয়ন্ত্রিত দল।

২২। কোথায় প্রথম পূর্ণাঙ্গ মনোবিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠিত হয় ?

উঃ উইলহেলম উন্ড জার্মানির লিপজিগ ( Leipzig ) বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে সর্বপ্রথম একটি পরীক্ষাগার স্থাপন করেন।

২৩। দ্বৈচয়িত দুই দলীয় নকশার ফলাফল ব্যাখ্যায় কোন

পরিসংখ্যানিক অভীক্ষা ব্যবহৃত হয় ?

২৪। পরীক্ষণ মনোবিজ্ঞান কোন পদ্ধতিতে উপাত্ত সংগ্রহ করে?

উঃ পরীক্ষণ মনোবিজ্ঞান পরীক্ষণ পদ্ধতিতে উপাত্ত সংগ্রহ করে।

২৫। প্রেষণা কোন ধরনের চল ?

২৬। প্রতিক্রিয়া স্থায়িত্বকাল কি ?

উঃ উদ্দীপকের উপস্থাপনের সময় থেকে শুরু করে প্রতিক্রিয়ার যে সময় ব্যয় হয় তাকে প্রতিক্রিয়ার স্থায়িত্বকাল বলে।

২৭। পরীক্ষণ কাকে বলে?

উঃ পরিকল্পিত ভাবে এবং নিয়ন্ত্রিত পরিবেশে উদ্দীপক উপস্থাপন করে প্রতিক্রিয়া পরিমাপ বা উপাত্ত সংগ্রহ করাকে পরীক্ষণ বলে।

২৮। বস্তুনিষ্ঠতা কোন পদ্ধতির বৈশিষ্ট্য ?

উঃ পরীক্ষণ পদ্ধতির।

২৯। পরীক্ষণমূলক দলের উপর কোন চল প্রয়োগ করা হয় ?

উঃ নির্ভরশীল চল।

৩০। সমতা নির্ধারক চল বলতে কি বোঝায় ?

উঃ যে নির্ধারক চল সমানভাবে পরিচালিত হয় তাকে সমতা নির্ধারক চল বলে।

৩১। প্রকল্পের নির্ণায়কগুলো কি ?

উঃ প্রকল্পের নির্ণায়কগুলো হলো – ১. নকশাগত নির্ণায়ক , ২. বিষয়বস্তু নির্ণায়ক , ৩. উদ্দেশ্যমূলক নির্ণায়ক ও ৪. ফলাফলগত নির্ণায়ক।

৩২। সমস্যা সমাধানের জন্য কি প্রয়োজন ?

উঃ সমস্যা সমাধানের জন্য গবেষণা প্রয়োজন।

৩৩। উদ্দীপক কোন ধরনের চল ?

উঃ উদ্দীপক হলো জৈবিক চল।

৩৪। অন্তর্বর্তী চল কী ?

উঃ যেসব চলক অনির্ভরশীল ও নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ স্থাপন করে সেসব চলককে অন্তর্বর্তী চল বলে।

৩৫। বৈজ্ঞানিক পদ্ধতি কী ?

উঃ বৈজ্ঞানিক পদ্ধতি হল দৃষ্ট ঘটনায় মতামত , অভিব্যক্তি বা অনুমান যাচাইকরণের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া।

৩৬। ২ × ২ উপাদানভিত্তিক নক্‌শা কী ?

উঃ যে নকশায় অনির্ভরশীল চল থাকে এবং প্রতিটি চলের দুটি মাত্রা থাকে এবং এতে চারটি পরীক্ষণের শর্ত থাকে তাকে ২ × ২ উপাদানভিত্তিক নক্শা বলে।

৩৭। কোন পদ্ধতির মাধ্যমে কার্য – কারণ সম্পর্ক নির্ণয় করা যায় ?

উঃ পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে কার্য – কারণ সম্পর্ক নির্ণয় করা যায়।

 

খ বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

 

১। পরীক্ষণ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।

২। প্রকল্পের প্রকারভেদ/ধরন বর্ণনা কর।

অথবা, চলের প্রকারভেদ সংক্ষেপে বর্ণনা কর।

৩। প্রকল্প কী? প্রকল্পের উতসসমূহ লিখ।

৪। এক‌টি উত্তম নকশার বৈশিষ্ট্য লিখ।

৫। সরল দৈবচয়ত নকশা ব্যাখ্যা কর।

৬। উপাদানভিত্তিক নকশা বলতে কি বুঝায়?

অথবা, পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল বলতে কি বুঝায়?

৮। চলের বা বাহ্যিক চলের নিয়ন্ত্রণ বলতে কি বুঝ?

৯। গবেষণা সমস্যা কি? গবেষণা সমস্যার ক্ষেত্র নির্বাচনের ধাপ চারটি উল্লেখ কর।

অথবা, সমস্যা নির্বাচনে বিবেচ্য বিষয়গুলি কি?

১০। অনির্ভরশীল চল বলতে কী বুঝায়?

১১। বিভিন্ন প্রকার পরীক্ষণ বর্ণনা কর।

১২। পরীক্ষণ নকশার গুরুত্ব উল্লেখ কর।

১৩। নাস্তি প্রকল্প কী? ব্যাখ্যা কর।

১৪। দৈব চয়িত দুই দলীয় নকশা এবং তুল্য দুই দলীয় নকশার পার্থক্য কর।

১৫। বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য লিখ।

 

গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

 

১। পরীক্ষণ মনোবিজ্ঞান কি? পরীক্ষণ মনোবিজ্ঞানের পরিসর আলোচনা কর।

অথবা, পরিক্ষণ মনোবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।

২। প্রকল্প কী? এক‌টি ভালো প্রকল্পের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।

৩। নকশা কী? এক‌টি ভালো/উত্তম পরীক্ষণ নকশার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।

৪। প্রতিবেদন কী? এক‌টি পরীক্ষণ প্রতিবেদন লেখার ধাপসমূহ বর্ণনা কর।

৫। সমস্যার সংজ্ঞা দাও। সমস্যার সংজ্ঞায়নের কৌশলগুলো বর্ণনা কর।

৬। পরীক্ষণ পদ্ধতি কী? পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।

৭। চল নিয়ন্ত্রণ কি? বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশলসমূহ আলোচনা কর।

৮। তুল্য দুই দলীয় নকশা বর্ণনা কর। রকেট সাজেশন।।

৯। দৈবচয়ত দুইদলীয় নকশা উদাহরণসহ আলোচনা কর।

১০। সুবিধা – অসুবিধাসহ বহুদলীয় নকশা আলোচনা কর।

অথবা, সুবিধা – অসুবিধাসহ পরীক্ষণ পদ্ধতি আলোচনা কর।

১১। উদাহরণসহ উপাদানভিত্তিক নকশা আলোচনা কর।

১২। সমস্যা কী? সমস্যার উতসসমূহ আলোচনা কর।

অথবা, প্রকল্প কী? প্রকল্পের উতসসমূহ আলোচনা কর।

১৩। এক‌টি পরীক্ষণ পরিকল্পনার বিভিন্ন ধাপ আলোচনা কর।

১৪। গবেষণা কী? গবেষণা প্রতিবেদনের প্রয়োজনীয়তা আলোচনা কর।

 

Degree First Year Recommendation 2022 Subject: Psychology. Degrees are very important for students. We have prepared an advisory to help national university students. We hope this advice will be of great help to the weak students. This advice has been written specifically to meet the needs of NU degree students in Bangladesh. It’s a complete suggestion. Following the suggestion exactly will result in a 90% to 100% reduction.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply