ক্যাম্পাসচাকরির প্রস্ততি

নতুন নিয়মে যেভাবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়াগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলােড করা হয়েছে। পুলিশ কনস্টেবল পদে আবেদন ১০ সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু হয়ে ০৭ অক্টোবর ২০২১ পর্যন্ত চলবে৷

আরো পড়ুন- পুলিশের কনস্টেবল পদে আবেদন করবেন যেভাবে

এখানে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে যেভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে৷ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়মে যেভাবে নিয়োগ দেওয়া হবে তা নীচে বিস্তারিত তুলে ধরা হলো-

Preliminary Screening: অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে Preliminary Screening-এর মাধ্যমে যােগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও Physical Endurance Test-এর জন্য বাছাই করা হবে;

শারীরিক মাপ ও Physical Endurance Test : Preliminary Screening-এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ ও Physical Endurance Test (দৌড়, জাম্পিং, রােপ ক্লাইমিং, পুশ-আপ, ড্র্যাগিং ইত্যাদি)-এ অংশগ্রহণ করতে হবে। YouTube-এ Bangladesh Police Official Channel, Bangladesh Police-এর Verified Facebook Page এবং Bangladesh Police Website http://www.police.gov.bd-এ Physical Endurance Test সংক্রান্ত “নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা” নামক একটি অনুশীলন ভিডিও আপলােড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন;

লিখিত পরীক্ষা: শারীরিক মাপ ও Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

প্রাথমিক নির্বাচন: প্রতি জেলায় নিয়ােগযােগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি (সাধারণ, মুক্তিযযােদ্ধা, আনসার ও ভিডিপি, এতিম, পােষ্য এবং ক্ষুদ্র নূ-গােষ্ঠী কোটা) অনুসরণ করে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে;

পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে স্বাস্থয পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বলে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনােনীত করা হবে। উল্লেখ্য, পুলিশ ভেরিফিকেশন ফরমে কোনাে তথ্য গােপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না; এবং

চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণকেন্দ্রে যােগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পুনর্বাছাই কমিটি কর্তৃক শারীরিক যােগ্যতাসহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।

নতুন নিয়মে যেভাবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে

বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

পুলিশ কনস্টেবল পদে যেভাবে নিয়োগ দেওয়া হবে জানতে ক্লিক করুন

কনস্টেবল পদে নিয়োগের প্রয়ােজনীয় সনদসমূহের বিবরণ:

Preliminary Screening-এর মাধ্যমে বাছাইকৃত যােগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও Physical Endurance Test- এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স (যে জেলার স্থায়ী বাসিন্দা) মাঠে নিম্নবর্ণিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে:

Admit Card for Physical Endurance Test: Admit Card for Physical Endurance Test-এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি ২ কপি

শিক্ষাগত যােগ্যতার সনদপত্র: শিক্ষাগত যােগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি;

চারিত্রিক সনদপত্র: সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি;

নাগরিকত্ব সনদপত্র: জেলার স্থায়ী বাসিন্দা/জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযােজ্য)-এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি;

অভিভাবকের সম্মতিপত্র: আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র;

জাতীয় পরিচয়পত্র: প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি (যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা/মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি);

ছবি: সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙিন ছবি;

পরীক্ষার ফি: পরীক্ষার ফি (অফেরতযোগ্য) ১০০/-(একশত) টাকা “১-২২১১-০০০০-২০৩১” নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের মূল কপি;

মুক্তিযযােদ্ধার সন্তান/শহীদ মুক্তিযযােদ্ধার সন্তান/মুক্তিযােদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক: মুক্তিযােদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি/ মুক্তিযযােদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি/মুক্তিযােদ্ধার নামে জারীকৃত গেজেটের মূল কপি;

মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযযােদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে প্রত্যয়নপত্র: মুক্তিযােদ্ধো/শহীদ মুক্তিযযােদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নিকট সম্পাদিত এফিডেভিট অথবা বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট এবং প্রার্থী যে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্রকন্যার ঔরসজাত পুত্র/কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোারেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযােজ্য) কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি;

পুলিশ পােষ্য কোটা এবং প্রমার্জন: কনস্টেবল হতে সর্বোচ্চ সাব-ইন্সপেক্টর/সার্জেন্ট/টিএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তার সন্তানগণের পুলিশ পােষ্য কোটার প্রাধিকার প্রাপ্তির ক্ষেত্রে পিতা/মাতার নাম, পদবি (বিপি নম্বরসহ) উল্লেখপূর্বক কর্মরত জেলা/ইউনিট প্রধান কর্তৃক প্রত্যয়নপত্রের মূল কপি (যদি পুলিশ পােষ্য কোটার কোনাে প্রার্থীর পিতা/মাতা অবসর/মৃত্যুবরণ করে থাকেন, তা হলে উক্ত প্রার্থীর পিতা/মাতার সর্বশেষ কর্মস্থলের ইউনিট প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপি);

আনসার ও ভিডিপি কোটা: আনসার ও ভিডিপি কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৪২ (বিয়াল্লিশ) দিন মেয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণের সনদপত্রের মূল কপি;

এতিম কোটা: এতিম কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারি এতিমখানা ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত এতিমখানার প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র/প্রশংসাপত্র-এর মূল কপি (প্রত্যয়নপত্র/প্রশংসাপত্রে প্রার্থী এতিম মর্মে ঘােষণা থাকতে হবে এবং প্রার্থীর পূর্বকালীন স্থায়ী ঠিকানা ও এতিমখানা নিবাসের নিবন্ধনকৃত ব্যক্তিগত নম্বর উল্লেখ থাকতে হবে);

ক্ষুদ্র নূ-গােষ্ঠী কোটা: ক্ষুদ্র নৃ-গােষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণকস্বরূপ তাদের রাজা/ক্ষুদ্র নৃ-গােষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি; এবং

চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।

প্রশিক্ষণ: পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত পুনর্বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যােগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসাবে ৬ (ছয়) মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।

পুলিশ কনস্টেবল পদে প্রশিক্ষণকালীন সুযােগ সুবিধা:

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) প্রশিক্ষণার্থী হিসাবে প্রশিক্ষণকালীন বিনা মূল্যে পােশাক সামগ্রীসহ থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে; এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মােতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে।

নিয়ােগ ও চাকরির সুবিধাদি: সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীদের ২০১৫ সনের জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেড ৯,০০০-২১,৮০০/- এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন-ভাতাদিসহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়ােগ প্রদান করা হবে;

নিয়ােগপ্রাপ্তদের যে কোনাে জেলা/(ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা/ইউনিটে কনস্টেবলের শূন্য পদে যােগদান করতে বাধ্য থাকবে;

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে জেলা/ইউনিটে যােগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘােষণা করা হবে। শিক্ষানবিশ ঘােষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা/ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে;

নিয়ােগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে; নিয়ােগপ্রাপ্ত প্রার্থীরা বিনা মূল্যে পােশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে; এবং নিয়ােগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়মানুযায়ী উচ্চতর পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযােগ রয়েছে।

আরো পড়ুন- পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রস্তুতি  নিবেন যেভাবে

পুলিশ কনস্টেবল পদে সাধারণ নির্দেশনাবলি:

• কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযােগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন;

• শিক্ষাগত যােগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোনাে বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

• মুক্তিযােদ্ধা কোটায় নির্বাচিত প্রার্থীর ক্ষেত্রে পিতা/মাতা/পিতামহ/পিতামহী/মাতামহ/মাতামহী এর অনুকূলে দাখিলকৃত প্রমাণকসমূহ যাচাইঅন্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি হতে বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

• উল্লেখ্য, মুক্তিযােদ্ধা কোটায় প্রার্থী কর্তৃক দাখিলকৃত মুক্তিযােদ্ধা সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে একবার জাল প্রমাণিত হলে তা পুনর্যাচাইয়ের কোনাে সুযােগ থাকবে না;

• চাকরিতে প্রবেশকালীন প্রার্থী কর্তৃক দাখিলকৃত কাগজপত্রাদি (বিভিন্ন সনদ/প্রত্যয়নপত্র) ব্যতিরেকে নিয়ােগ কার্যক্রম সম্পন্নের পরে ইস্যুকৃত বা নতুনভাবে অন্য কোনাে কাগজপত্রাদির ভিত্তিতে কনস্টেবল পদে নিয়ােগ প্রদানের কোনাে সুযােগ নেই;

• ক্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত/ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্যসংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়ােগকৃত/প্রশিক্ষণরত/চাকরিরত অর্থাৎ যে কোনাে পর্যায়ে কোনাে প্রার্থী কর্তৃক দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল/প্রার্থীর কোনাে প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়ােগের অযােগ্য/বহিষ্কার/চাকরিচুযুত/বরখাস্তকরণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

• কোনাে প্রার্থী পুলিশ বাহিনী/অন্য কোনাে নিয়মিত বাহিনী/যে কোনাে সরকারি চাকরি হতে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে আবেদনের অযােগ্য বলে বিবেচিত হবে;

• কোনাে কারণ দর্শানাে ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনাে প্রার্থীর নিয়ােগ/আবেদনপত্র বাতিলের অধিকার সংরক্ষণ করেন। নিয়ােগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে; এবং

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনাে প্রকার ভাতা প্রদান করা হবে না।

পুলিশ কনস্টেবল পদে আবেদনকৃত প্রার্থীর শারীরিক মাপ ও Physical Endurance Test, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্দিষ্ট তারিখ ও সময়ে স্ব-স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply