জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

ডিগ্রী ১ম বর্ষের সাজেশন 2022 বিষয়: গার্হস্থ্য অর্থনীতি ২য় পত্র Degree 1st Year Exam Home economics 2nd paper Suggestion 2022

ডিগ্রী ১ম বর্ষের সাজেশন 2022 বিষয়: গার্হস্থ্য অর্থনীতি ২য় পত্র। Degree 1st Year Exam Home economics 2nd paper Suggestion 2022। যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা  বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন।

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে। ডিগ্রী ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য একটি সাজেশন প্রস্তুত করেছি। আমরা আশা করি এই সাজেশনটি দুর্বল শিক্ষার্থীদের খুব সাহায্য করবে। বাংলাদেশের এনইউ ডিগ্রী শিক্ষার্থীদের চাহিদা পূরণের জন্য বিশেষভাবে এই সাজেশনটি লেখা হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ সাজেশন। সাজেশনটি হুবহু অনুসরণ করলে 90% থেকে 100% কমন পড়বে।

 

ডিগ্রী ১ম বর্ষের সাজেশন 2022 বিষয়: গার্হস্থ্য অর্থনীতি ২য় পত্র

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১. জন্মপূর্বকালীন বিকাশের সময়কাল কত?

উত্তর: জন্মপূর্বকালীন বিকাশের সময়কাল ২৮০ দিন।

 

২. বর্ধন বলতে কী বোঝ?

উত্তর: শিশুর বেড়ে ওঠার ধারা, তার সার্বিক বিকাশের ক্রম ও ধাপ, বৈশিষ্ট্য, সমস্যা, প্রভাবকারী বিষয়াদির ওপর বিজ্ঞানসম্মত আলোচনাই হল বর্ধন বা শিশু বর্ধন।

 

৩. বিকাশের ২টি নীতি লেখ।

উত্তর: বিকাশের ২টি নীতি হল: ১. বিকাশ পরিবর্তনের সাথে জড়িত ২. বিকাশ নির্দিষ্ট ও ভবিষ্যৎ সূচক দ্বারা অনুসরণ করে।

 

৪. কোন সময়কে নবজাতককাল বলা হয়?

উত্তর: জন্মকাল হতে ২ সপ্তাহকাল পর্যন্ত সময়কে নবজাতককাল বলা হয়।

 

৫. জন্মের সময় নবজাতকের গড় ওজন কত থাকে?

উত্তর: জন্মের সময় নবজাতকের ২.৭-২.৯ কেজি গড় ওজন থাকে।

 

৬. প্রাক-স্কুলগামী শিশুর বয়স কত?

উত্তর: প্রাক-স্কুলগামী শিশুর বয়স ৬ বছর।

 

৭. শিক্ষণ কী?

উত্তর: আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন হল শিক্ষণ যা অভিজ্ঞতার ফলে সংঘটিত হয়।

 

৮. প্রতিবর্তী ক্রিয়া কী?

উত্তর: প্রাণীদেহে নির্দিষ্ট উত্তেজনার প্রভাবে যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে।

 

৯. শিশুর আকারের পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর: শিশুর বয়স বৃদ্ধির পাশাপাশি উচ্চতা, ওজন, আকৃতি ও দেহের আয়তনের যে পরিবর্তন হয় তাকে শিশুর আকারের পরিবর্তন বলা হয়।

 

১০. জ্ঞানশক্তি বলতে কী বোঝ?

উত্তর: শিশুর জন্মের পর পর্যায়ক্রমে বৃদ্ধির যে বিকাশ ঘটে তাকে জ্ঞানশক্তি বলে।

 

১১. কিশোর অপরাধ কাকে বলে?

উত্তর: শিশু ও কিশোরদের দ্বারা সংঘটিত আইন ভঙ্গকারী আচরণ বা কাজ হচ্ছে কিশোর অপরাধ।

 

১২. জীবনের সূচনা কীভাবে হয়?

উত্তর: স্ত্রী ও পুরুষের যৌন কোষ হতে যথাক্রমে ডিম্বকোষ ও শুক্র বীজ মিলনের ফলে স্ত্রীর জরায়ুতে একটি ডিম্ব সৃষ্টি হয়। এভাবেই জীবনের সূচনা হয়।

 

১৩. সামাজিক পরিবর্তন বলতে কী বোঝ?

উত্তর: সমাজ কাঠামোর রূপান্তর এবং জনগণের জীবনধারা ও সংস্কৃতির পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে।

 

১৪. শিশুর সামাজিকীকরণের মাধ্যমগুলো কী?

উত্তর: শিশুর সামাজিকীকরণের মাধ্যমগুলো হল: পরিবার, সমাজ ও রাষ্ট্র।

 

১৫. পারিবারিক বিপর্যয় কী?

উত্তর: সুষ্ঠ ও সুশৃঙ্খল পারিবারিক জীবনে যখন কোন অশান্তি বা বিশৃঙ্খলা দেখা দেয় তখন তাকে পারিবারিক বিপর্যয় বলে।

 

১৬. পারিবারিক সংকট কত প্রকার?

উত্তর: পারিবারিক সংকট ২ প্রকার।

 

১৭. দ্বন্দ্ব কাকে বলে?

উত্তর: দুই বা ততোধিক ব্যক্তি বা দল যখন কোন গুরুত্বপূর্ণ বিষয় অসম্মত হয় এবং ঐ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি করে তখন তাকে দ্বন্দ্ব বলে।

 

১৮. বুদ্ধ্যাঙ্ক কাকে বলে?

উত্তর: ব্যক্তির মানসিক বয়সের সাথে তার প্রকৃত বয়সের তুলনামূলক উপস্থাপন হল বুদ্ধ্যাঙ্ক।

 

১৯. মাদকাসক্তি কী?

উত্তর: কোন কোন অবাঞ্ছিত পরিস্থীতি ব্যক্তিকে দৈহিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের ওপর নির্ভরশীল করে তবে তাকে মাদকাসক্তি বলে।

 

২০. মানসিক প্রতিবন্ধী কত প্রকার ও কী কী?

উত্তর: মানসিক প্রতিবন্ধী ৪ প্রকার। যথা ১. মৃদু স্তর, ২. মধ্যম স্তর, ৩. গুরুতর স্তর ও ৪. গভীর স্তর।

 

২১. অপরাধ প্রবণতা বলতে কী বোঝ?

উত্তর: মাদকদ্রব্য গ্রহণের ফলে ব্যক্তির মনের স্বাভাবিক, অপ্রকৃতিস্থতা, বিচার-বুদ্ধিহীনতা, পাশবিকতা দেখা দেয়। ব্যক্তির মধ্যে এরূপ যেকোন প্রবণতাকে অপরাধ প্রবণতা বলে।

 

২২. শিশু কল্যাণ বলতে কী বোঝ?

উত্তর: সাধারণত সমাজের সব শিশুর কল্যাণার্থে গৃহীত ও বাস্তবায়িত সকল কার্যাবলীর সমষ্টি হল শিশু কল্যাণ।

 

২৩. শিশু কল্যাণের মূল লক্ষ্য কী?

উত্তর: শিশু কল্যাণের মূল লক্ষ্য হল শিশুর সকল দিকের উন্নয়ন সাধন করা।

 

২৪. আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা বলতে কী বোঝ?

উত্তর: আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা (IUCW) হল একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা।

 

২৫. ‘SOS’ এর পূর্ণরূপ কী?

উত্তর: ‘SOS’ এর পূর্ণরূপ Save Our Souls.

 

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. বর্ধন ও বিকাশের পার্থক্যগুলো কী?

২. অতি শৈশবকালের বৈশিষ্ট্য লেখ।

৩. শিক্ষণের বৈশিষ্ট্য লেখ।

৪. শিশুবৃদ্ধির পর্যায়সমূহ সংক্ষেপে লেখ।

৫. প্রাক-স্কুলগামী শিশুর বৈশিষ্ট্য লেখ।

৬. নবজাতক শিশুর বৈশিষ্ট্য লেখ।

৭. বাবা-মায়ের আচরণ কীভাবে শিশুর জীবনে প্রভাব ফেলে?

৮. শিশুর বৃদ্ধি-বিকাশে পরিবারের দায়িত্ব কী?

৯. শিশু পরিচালনার গুরুত্ব ব্যাখ্যা কর

১০. কিশোর অপরাধের কারণ কী?

১১. প্রারম্ভিক পরিবার সম্পর্কে লেখ।

১২. দ্বন্দ্ব ও মানসিক চাপের মধ্যে পার্থক্য কী?

১৩. পারিবারিক জীবনে বেকারত্বের প্রভাব আলোচনা কর।

১৪. পিতামাতা ও শিশুর সম্পর্কের প্রভাব বিস্তারকারী বিষয়গুলো লেখ।

১৫. বয়ঃসন্ধিক্ষণে মাদকাসক্তির প্রভাব আলোচনা কর।

১৬. মানসিক প্রতিবন্ধীতার কারণগুলো উল্লেখ্য কর।

১৭. শিশুকল্যাণ ধারণাটির ব্যাখ্যা কর।

১৮. শিশুকল্যাণের গুরুত্ব কী?

১৯. ছোটমণি নিবাস সম্পর্কে লেখ।

২০. পর্যবেক্ষণ/নিরীক্ষণ পদ্ধতি কী?

 

গ বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. গর্ভকালীন বিকাশে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানগুলো আলোচনা কর।

২. প্রাক-শৈশব দ্রুত বর্ধন ও পরিবর্তনের সময় আলোচনা কর।

৩. ‘পরিপক্কতা ও শিক্ষণ পরস্পর সম্পর্কিত’ – গবেষণালব্ধ তথ্য দ্বারা প্রমাণ কর।

৪. গর্ভকালী বিকাশের ধাপসমূহ আলোচনা কর।

৫. কৈশরে বাবা মা ও সন্তানের দ্বন্দ্বের কারণসমূহ লেখ। এ দ্বন্দ্ব নিরসনে পরিবারের ভূমিকা আলোচনা কর।

৬. পারিবারিক জীবনচক্র কী? পারিবারিক জীবচক্রের বিভিন্ন স্তরের বর্ণনা দাও।

৭. বিভিন্ন প্রকার পারিবারিক সংকট পরিবারের ওপর কী প্রভাব ফেলে? বর্ণনা কর।

৮. পেশা কী? পেশা নির্বাচনে পিতামাতার ভূমিকা আলোচনা কর।

৯. সামাজিকীকরণ কাকে বলে? শিশু সামাজিকীকরণের মাধ্যমগুলো বর্ণনা কর।

১০. পারিবারিক সংকট কী? বিবাহবিচ্ছেদ ও মাদকাসক্তি কীভাবে পারিবারিক জীবনকে প্রভাবিত করে? আলোচনা কর।

১১. বয়ঃসন্ধিক্ষণে মাদকাসক্তির প্রভাব আলোচনা কর।

১২. মানসিক প্রতিবন্ধীকার কারণগুলো উল্লেখ কর।

১৩. মানসিক প্রতিবন্ধী কারা? মানসিক প্রতিবন্ধীতের পরিচালনার জন্য সরকারী ও বেসরকারী পর্যায়ে কী কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? আলোচনা কর।

১৪. উন্নতিমূলক কার্যক্রম কী বোঝ? তারুণ্যের উন্নতিমূলক কার্যক্রম আলোচনা কর।

১৫. বাংলাদেশের শিশুকল্যাণ কর্মসূচিগুলো সংক্ষেপে আলোচনা কর।

১৬. শিশু ও পরিবার কল্যাণে প্রতিকারমূলক কার্যক্রমগুলো লেখ।

১৭. শিশু পরিচালনার নীতিগুলো আলোচনা কর।

১৮. প্রাক-বিদ্যালয়ে শিশুদের পরিচালনার নীতি ও কৌশলগুলো উদাহরণসহ আলোচনা কর।

১৯. শিশু পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা লেখ। শিশু পর্যবেক্ষণের দুটি পদ্ধতির বর্ণনা দাও।

২০. শিশুর সামাজিক বিকাশের ধারাসমূহ বর্ণনা কর।

Answer Sheet

গার্হস্থ্য অর্থনীতি ২য় পত্র।

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. একক সিদ্ধান্ত বলতে কী বুঝ?
উত্তর: যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে একক সিদ্ধান্ত বলে।

২. গৃহ ব্যবস্থাপনা কাকে বলে?
উত্তর: পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী সকল জিনিসের যোগান দেয়াকে গৃহ ব্যবস্থাপনা বলে।

৩. গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো লেখ।
উত্তর: গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হলো: পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ইত্যাদি।

৪. গৃহায়ন বলতে কী বুঝ?
উত্তর: গৃহায়ন বলতে কোনো স্থানকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য নির্দিষ্ট পরিকল্পনা বোঝায়, যেখানে মানুষ তার সামাজিক কর্মকান্ড সুষ্ঠভাবে সম্পাদন করতে পারে।

৫. তত্ত্বাবধান কাকে বলে?
উত্তর: তত্ত্বাবধান হলো কোনো কাজ সঠিকভাবে সম্পান্ন করার জন্য তদারকি করা।

৬. গৃহ ব্যবস্থাপনার প্রেষণা বলতে কী বুঝ?
উত্তর: গৃহ ব্যবস্থাপনার মূল্যবোধ, লক্ষ ও মান নির্দেশক গুলোকেই প্রেষণা সৃষ্টিকারী ধারণা হিসেবে চিহিৃত করা হয়।

৭. লক্ষ কী?
উত্তর: লক্ষ হলো পরিকল্পনার মাধ্যমে উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করাই লক্ষ।

৮. প্রচলিত মান কী?
উত্তর: সমাজে কিছু নিয়মকানুন রয়েছেযা সবাইকে অনুসরণ করতে হয় তাকে প্রচলিত মান বলে।

৯. জীবনযাপনের মান কী?
উত্তর: কোনো ব্যক্তির ভোগ করার পরিমাণগতও গুণগত দিকহলো জীবনযাপনের মান।

১০. আত্ম-মূল্যায়ন কী?
উত্তর: নিজের কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হলো আত্ম-মূল্যায়ন।

খ বিভাগ

সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব লিখ।

পারিবারিক জীবনে গৃহ ব্যবস্থাপনার গুরুত্ব লিখ।

সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলাে লিখ, অথবা, গৃহ ব্যবস্থাপনার দর্শন লিখ।

গৃহ ব্যবস্থাপনায় প্রেষণা সৃষ্টিকারী ধারণাসমূহ কী?

গৃহব্যবস্থাপনার সমষ্যা সম্পর্ক লেখ।

জীবস যাপনের মান ও জীবন মানের সম্পর্ক ব্যাখ্যা কর।

গৃহ ব্যবস্থাপনার দর্শন ব্যখ্যা কর।

সম্পদের বৈশিষ্ট্যগুলাে আলােচনা কর।

সময় পরিকল্পনার কৌশলগুলাে বর্ণনা কর।

সম্পদের উপযােগিতা বৃদ্ধির উপায় বর্ণনা করা।

বাজেট বৈশিষ্ট্য লিখা।

বাজেটের প্রয়ােজনীয়তা কী?

পারিবারিক বাজেটের সুবিধা উল্লেখ করা

ঋণের সুবিধা ও অসুবিধা লেখ।

ক্লন্তি বলতে কি বুঝ?

সময় ব্যবস্থাপনার বিবেচ্য বিষয়সমূহ লেখ।

পারিবারিক আয় বাড়ানাের উপায় লেখা।

গৃহ নকশা পরিকল্পনার নীতি সম্পর্কে লেখ।

গৃহ নকশা তৈরি করার সময় কোন কোন বিষয় বিবেচনা করা উচিত?

গৃহের বিভিন্ন কক্ষের সুষ্ঠ ব্যবহার সম্পর্কে লিখা।

গৃহ নকশা পরিকল্পনার নীতি সম্পর্কে লিখ।

আধূনিক গৃহ নির্মাণ সমগ্রী সম্পর্কে লিখ।

গ বিভাগ

সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝ?

সিদ্ধান্ত গ্রহণের পর্যায়গুলাে বর্ণনা করা অথবা সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি আলােচনা কর।

মূল্যবোধের শেণিবিভাগ কর। লক্ষ্যের বৈশিষ্ট্য আলোচনাপূর্ক এ শ্রেণিবিভাগ লেখা

“গৃহ ব্যবস্থঅপনার পদ্ধতিটি চক্রাকারে অবতিথ হয়”। এই উক্তির আলােকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিআলােচনা করা৷

গৃহ ব্যবস্থাপনার লক্ষ্যে, মূলবােধ ও মানের অন্তঃসম্পর্ক ব্যখ্যা কর।

পারিবারিক সম্পদ বলতে কী বুঝ? সম্পদের বৈশিষ্ট্যগুলাে ব্যখ্যা কর।

সময় ও শক্তি ব্যভহারের নীতি আলােচনা করা।

পারিবারিক সঞ্চয়ের পদ্ধতিগুলাে আলােচনা করা

পারিবারিক বাজেটের সুবিধা অসুবিধা গুলাে লিখ।

সার্বিকভাবে গৃহকর্ম সম্পাদনে কাজ সহজকরণ পদ্ধতির ভূিমিকা রণনা কর।

শক্তি ব্যবহারের পদ্ধতি লেখা শ্রম লাঘবের জন্য কিভাবে শক্তি ব্যয় করা যায়-আলােচনা কর।

বাসর ঘর ও শয়নকক্ষের আলাে ও রং এর বিন্যাস সম্পর্কে লিখ।

বসবাসের জন্য কী প্ৰকার পরিবেশ প্রয়ােজন? বাসগৃহের জন্য জঙ্গি নির্বাচরে বিবেচ্য বিষয়সমূহ আলােচনা কর।

নীল নক্সা বলেতে কী বুঝ? গৃহ নির্মানে নক্সা পরিকল্পনার নীতিসর্মই আলোচনা কর।

গৃহ নকশার গুরুত্ব লেখা একটি গৃহ নকশা প্রণয়নের বিচ্য বিষংগুলাে আলােচনা কর।

আর্সেনিক কী? আর্সেনিক দূষণের কারণ, মানবদেহে এর প্রভাব প্রতিকার উপায়সমূহ আলােচন estadoকর।

Degree 1st Year Exam Home economics 1st paper Suggestion 2022. Those who are only asking for pass marks in the examination will solve the previous year’s board questions of the national university, so that you will get the passing marks in common, hopefully, and those who want to get a fairly good number less will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply