জাতীয় বিশ্ববিদ্যালয়প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

বাজারজাতকরণ নীতিমালা সাজেশন 2024 অনার্স ১ম বর্ষ মার্কেটিং (PDF)

অনার্স ১ম বর্ষের মার্কেটিং সাজেশন 2024 বাজারজাতকরণ নীতিমালা (PDF) ছাত্র-ছাত্রীদের পরামর্শ দিচ্ছি যারা শুধু মাত্র শেষ সময় পরীক্ষায় পাশ করতে চায় তারা বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন গুলো ফলো করবে এতে আশাকরি পাশ করার মতো কমন পাবে তবে পরীক্ষায় বেশী নাম্বার পেতে হলে বিগত বছরের প্রশ্ন এবং সাবজেক্ট এর উপর ক্লিয়ার ধারনা থাকতে হবে এজন্য পাঠ্যবই বুঝে বুঝে বিস্তারিত পড়তে হবে।

শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন।এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার পেতে চাচ্ছেন তারা ২০১৯ সালের বোর্ড প্রশ্ন সলভ করবেন।বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

অনার্স ১ম বর্ষ মার্কেটিং সাজেশন 2024 বাজারজাতকরণ নীতিমালা (PDF)

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

 

(ক বিভাগ)

ক) ক্রেতা ভ্যালু কী?

খ) কৌশলগত পরিকল্পনা কী?

গ) ভােক্তাবাদ কী?

ঘ) গণ-বাজারজাতকরণ কী?

ঙ) অযাচিত পণ্য কী?

চ) প্রণালির দ্বন্দ্ব কী?

ছ) Encoding কী?

জ) গ্লোবাল ফার্ম কী?

ঝ) টেকসই বাজারজাতকরণ কী?

অনার্স ১ম বর্ষ বাজারজাত করণ নীতিমালা সাজেশন (গ বিভাগ) 

১. ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের কৌশলসমূহ আলোচনা কর।

২. বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শনসমূহ আলোচনা কর।
অথবা, বাজারজাতকরণ ব্যবস্থাপনার দর্শন/মতবাদসমূহ আলোচনা কর।
অথবা, বাজারজাতকরণ ব্যবস্থাপনার পরিচিতি আলোচনা কর।
অথবা, বাজারজাতকরণ ব্যবস্থাপনার পাঁচটি দর্শন আলোচনা কর ।

৩. ভোক্তার আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ কি কি? আলোচনা কর।
অথবা, ভোক্তা আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি?

৪. ভোক্তাবাজার বিভক্তিকরণের ভিত্তিসমূহ আলোচনা কর।
অথবা, ভোক্তার বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো কি কি?

৫. ক্রেক ইভেন পয়েন্ট কি? ক্রেক ইভেন পয়েন্টর মাধ্যমে কিভাবে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়?

NU Honours 1st Year Marketing Suggestion 2022 Marketing Policy (PDF)

খ বিভাগ

১)ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের পার্থক্য দেখাও*।

২। প্রমোশন মিশ্রণের হাতিয়ারগুলো আলোচনা কর*।

৩। নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশলগুলো ব্যাখ্যা কর*।

৪। টেকসই বাজারজাতকরণের নীতিগুলো আলোচনা কর*।

৫। বাজারজাতকরণ পরিবেশের প্রতি কোম্পানি কিভাবে সাড়া দেয়*।

৬। ভোক্তার সর্বজনস্বীকৃত অধিকারগুলো উল্লেখ কর*।

৭। বাজার বিভক্তিকরণের স্তরগুলো আলোচনা কর*।

৮। ভোক্তার আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি*।

৯। বাজারজাতকরণ পরিবেশ গুরুত্বপূর্ণ কেন?*

১০। সেবা কি পঁচনশীল? ব্যাখ্যা কর*।

১১। ব্যাখ্যা কর : স্টারস কোয়েশ্চেন মার্কস, ক্যাশ কাউ এবং ডগ্‌স। আসাদস্যার।

১২। কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তসমূহ ব্যাখ্যা কর।
ঞ) বাজারজাতকরণ দ্বারা কী কী উপযােগ সৃষ্টি হয়?

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply