প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবর

এইচএসসি সিরাজুদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর ২০২৪

এইচএসসি সিরাজুদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর ২০২৪। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহপাঠ বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলা প্রথম পত্রতে ভালো নাম্বার পেতে হলে অবশ্যই সহপাঠ বইটিকে ভালো ভাবে অনুসরণ করতে হবে। এখান থেকে প্রতিবছরই সৃজনশীল প্রশ্ন এবং অনেকগুলো বহুনির্বাচনী প্রশ্ন থাকে সুতরাং বাংলা প্রথম পত্রে ভালো নাম্বার পেতে হলে অবশ্যই সহপাঠ বইয়ের নাটক এবং উপন্যাস ভালোভাবে পড়তে হবে।

এক্ষেত্রে নাটক সবসময় একটু জটিল হয়ে থাকে কেননা এখানে বিভিন্ন সময় এবং পটভূমি সম্পর্কে ভালোভাবে আইডিয়া না থাকলে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই সেই প্লট এবং সময়কে মনে রেখে ঘটনাগুলোকে মনে রাখতে হবে।

সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন নম্বর ১

দাম্পত্য জীবনের কয়েক বছর অতিবাহিত হতেই আসমার স্বামী মারা যায়। আসমাকে আশ্রয় দেয় তার দেবরের ছেলে মজনু। মজনু আসমাকে নিজের মায়ের মতােই শ্রদ্ধা করে। আমার কোনাে চাহিদাই অপূর্ণ রাখে না মজনু। কিন্তু আসমা তাতে তুষ্ট নয়। সে চায় মজনুর সমস্ত সম্পত্তি আর ব্যবসায় দখল করতে। মজনুর শত্রুদের সাথে হাত মিলিয়ে আসমা মজনুকে হত্যা করে এবং তার সমস্ত সম্পত্তির কর্ণধার হয়ে ওঠে।

ক. সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কী?

খ. ‘দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তুপে চাপা না পড়ে। ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের আসমার সঙ্গে ‘সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের মিল আছে?— বিশ্লেষণ কর।

ঘ. একেই বলে ঘরের শত্রু বিভীষণ’- উক্তিটির যথার্থতা উদ্দীপক ও নাটকের আলােকে বিচার কর।

এইচএসসি সিরাজুদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর ২০২৪

এইচএসসি সিরাজুদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর ২০২২
এইচএসসি সিরাজুদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর ২০২৩

ক উত্তরঃ সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম ইরিচ

খ উত্তরঃ ‘দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্কুপে চাপা না পড়ে।’- দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের আদর্শ কেউ যেন ভুলে না।

যায়, তা যেন টিকে থাকে এই দিক বিবেচনা করে নবাব সিরাজউদ্দৌলা এই কথাটি বলেছেন। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে শত্রুর ভয়ে যখন সবাই পালিয়ে যাচ্ছিল তখন নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে অভয় দেন। তিনি বলেন পলাশির প্রান্তরে পরাজয়ের পর আমরা যদি প্রাণভয়ে কাপুরুষের মতাে পালিয়ে যাই তবে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন।

তাদের মর্যাদা ক্ষুন্ন হবে। শত্রুরা আমাদের মাটিতে ঘাঁটি গড়ে তুলবে। ফলে দেশপ্রেমিকের প্রাণ নরপশুদের পায়ের তলায় ভূলুণ্ঠিত হবে। এই বিষয়টি নবাব সিরাজউদ্দৌলা কিছুতেই মেনে নিতে পারেননি। তাঁর মনে হয়েছে শত্রুর অত্যাচারে এদেশ। তখন আবর্জনার স্তুপে পরিণত হবে। তিনি শহিদ দেশপ্রেমিকদের উদ্দেশ্য পূরণের জন্য প্রশ্নোক্ত উক্তিটি করেন।

সারকথা : দেশপ্রেমিকের রক্তদান যেন বৃথা না যায়, শত্রু দ্বারা তাদের চেতনা যেন ম্লান না হয়ে যায়, সেই দিকে সজাগ থাকতে নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

গ উত্তরঃ উদ্দীপকের আসমার সঙ্গে ‘সিরাজউদ্দৌলা নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল আছে।

আমরা যে আশা করে আছি, কখন যে মহা-সেনাপতি আসবে যার ইঙ্গিতে আমাদের মতাে শতকোটি সৈনিক বহ্নি-মুখ পতঙ্গের মতাে ছত্ৰতলে গিয়ে হাজির হাজির’ বলে হাজির হবে। হে আমার অজানা প্রলয়ংকর মহা-সেনানী, তােমায় আমি দেখি নাই, কিন্তু তােমার আদেশ আমি শুনেছি, আমি শুনেছি। আমায় যুদ্ধ ঘােষণার যে তূর্য-বাদনের ভার দিয়েছ, সে ভার আমি মাথা পেতে নিয়েছি। এ যে তােমার হুকুম ।

ক. যত বড় মুখ নয় তত বড় কথা- উক্তি কার?

খ. “প্রতারণার চেষ্টা করবেন না”- কথাটি কে, কেন বলেছেন?

গ. উদ্দীপকের বক্তব্যে সিরাজউদ্দৌলা নাটকের যে বিশেষ দিকটিকে আলােকপাত করেছে তা ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে উল্লিখিত মহা-সেনাপতির গুণসমূহ সিরাজউদ্দৌলা নাটকের সিরাজের মাঝে থাকলেও নবাব। সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের শিকার”- উক্তিটির যথার্থতা যাচাই কর ।

উপরোক্ত তথ্য অনুযায়ী সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নের উত্তর 2022 সম্পর্কিত এই আর্টিকেলে সৃজনশীল প্রশ্নগুলো কেমন হতে পারে তা আপনি দেখে নিয়েছেন। চলুন এবার তবে প্রশ্নের উত্তর গুলোও দেখে নেওয়া যাক।

এইচএসসি সিরাজউদ্দৌলা নাটক গাইড/নোট PDF Download Link

তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম, না, না, আপনি এক মুহূর্তের জন্যও প্রাণনাশের আশঙ্কা করিবেন না; আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন; এই বলিয়া পাথেয়স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসারযাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার ওপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দ্বেষ জন্মিবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অণুমাত্র দুঃখিত হইব না।

ক. আলাে দেখে বন্দি সিরাজ কী করেন?

খ. মিরনের ভাষ্যে সিরাজকে কোন কোন অভিযােগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের কথকের সঙ্গে ‘সিরাজউদ্দৌলা নাটকের বৈসাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?

ঘ. উদ্দীপকের প্রত্যুপকারীর বিপরীত চরিত্র অঙ্কিত হয়েছে সিরাজউদ্দৌলা’ নাটকে, যারা বাংলার ইতিহাসকে মসিলিপ্ত করেছে।” মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

 

HSC Sirajuddaula drama creative questions and answers 2023. Co-teaching is an important part of Bangla’s First Paper for Class XI-XII. To get good marks in Bangla’s first paper, you must follow the companion book well. From here every year there are creative questions and many multiple choice questions so to get good marks in Bangla first paper must read dramas and novels of co-text books well.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply