প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

সমাজকর্ম পরিচিতি (নন-মেজর) শর্ট সাজেশন 2023 অনার্স ১ম বর্ষ

অনার্স ১ম বর্ষ সমাজকর্ম পরিচিতি (নন-মেজর) সাজেশন 2023 NU Honours 1st Year Social Work Introduction (Non-Major) Suggestion 2022 Download অনার্স ১ম বর্ষ পরীক্ষা-২০২৩ যারা শর্ট সাজেশন খুঁজতেছেন তাদের জন্য দেওয়া হলো। ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময় সূচি অনুযায়ী স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা দিয়েই শুরু হচ্ছে অনার্স ১ম বর্ষের পরীক্ষা।

ছাত্র-ছাত্রীদের পরামর্শ দিচ্ছি যারা শুধু মাত্র শেষ সময় পরীক্ষায় পাশ করতে চায় তারা বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন গুলো ফলো করবে এতে আশাকরি পাশ করার মতো কমন পাবে তবে পরীক্ষায় বেশী নাম্বার পেতে হলে বিগত বছরের প্রশ্ন এবং সাবজেক্ট এর উপর ক্লিয়ার ধারনা থাকতে হবে এজন্য পাঠ্যবই বুঝে বুঝে বিস্তারিত পড়তে হবে।

শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন।এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার পেতে চাচ্ছেন তারা ২০১৯ সালের বোর্ড প্রশ্ন সলভ করবেন।বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন। অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

অনার্স ১ম বর্ষ সমাজকর্ম পরিচিতি (নন-মেজর) শর্ট সাজেশন 2023

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

ক বিভাগ

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সাজেশন।

১. কোন শব্দ থেকে ‘Problem’ শব্দটি এসেছে?
উত্তরঃ গ্রীক শব্দ ‘Problema’ থেকে।
২. সামাজিক সমস্যার সংঙ্গা দাও।
উত্তরঃ সামাজিক সমস্যা বলতে এমন এক অবস্থাকে বুঝায়, যা সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্চিতকর ও অস্বাভাবিক।
৩. সতীদাহ প্রথা উচ্ছেদ ও হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে?
উত্তরঃসতীদাহ প্রথা উচ্ছেদ হয় ১৮২৯ সালে,হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় ১৮৫৬ সালে।
৪. সমাজসংস্কার কয়ভাবে সফল হয়?
উত্তরঃ ২ ভাগে।যথাঃ
ক.ব্যাপক জনমত সৃষ্টির মাধ্যমে
খ. আইন প্রয়োগের মাধ্যমে
৫.’Introduction to Social work’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তরঃ আর.এ স্কিডমোর ও এম.জি থ্যাকারি।
৬. সামাজিক নিরাপত্তা কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার।
ক. সামাজিক বিমা
খ. সামাজিক সাহায্য
গ. সমাজসেবা
৭.সমাজসেবা কী?
উত্তরঃ সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত সংগঠিত প্রচেষ্টাকে সমাজসেবা বলে।
৮. সমাজকর্মের ২টি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ ক. সাহায্যকারী পেশা। খ. পদ্ধতিগত সেবা প্রদান।
৯. সমাজকর্ম বলতে কী বুঝ?
উত্তরঃ ব্যক্তি,দল ও সমষ্টির সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়াকে সমাজকর্ম বলে।

১০. Sociology শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তরঃ ল্যাটিন শব্দ Socious এবং Logos থেকে এসেছে এবং এর অর্থ হচ্ছে সমাজ এবং জ্ঞান।
১১. কল্যাণ অর্থনীতির প্রবক্তা কে?
উত্তরঃ অর্থনীতিবিদ পিগু
১২. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ অগাস্ট কোৎ
১৩. সাংস্কৃতিক নৃবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ ই,বি টেইলর
১৪. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উত্তরঃ আচরণ সম্পর্কিত বিজ্ঞান।

১৫. প্যারাডাইম কী?
উত্তরঃ নমুনা বা উদাহরণ।
১৬. প্রতিবেশ কী?
উত্তরঃ প্রতিবেশ বলতে পরিবেশ সংক্রান্ত পরিচিতিকে বুঝায়।যা মানুষ ও পরিবেশের আদান-প্রদানের উৎস বুঝতে সহায়তা করে।
১৭. সমাজকর্মের ৩টি প্যারাডাইম কী?
উত্তরঃ ক্লিনিক্যাল সমাজকর্ম,রেডিক্যাল সমাজকর্ম ও প্রতিবেশগত সমাজকর্ম।
১৮.চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূল কথা কী?
উত্তরঃ সাহায্যার্থীর রোগ নির্ণয়পূর্বক তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা।
১৯. ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ হার্বাট স্পেনসার ও এমিল ডুরখেইম।
২০. Das Capital গ্রন্থের লেখক কে?

অনার্স ১ম বর্ষ সমাজকর্ম পরিচিতি(নন-মেজর) সাজেশন 2022

টর্ট আইন

স্পেশাল শর্ট সাজেশন্স Honors 1st Year Social Work (Non-Major) Suggestions
অনার্স ১ম বর্ষ
সেশনঃ ২০২০-২০২১
বিভাগঃ রাষ্ট্রবিজ্ঞান,ভূগোল ও পরিবেশ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি,বাংলা,ইংরেজি,দর্শন ও ইতিহাস।
কোর্স শিরোনামঃ সমাজকর্ম (নন-মেজর)

ক বিভাগ

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সাজেশন।আশা করি এই ৫০টা পড়লে আর পড়তে হবেনা।

১. কোন শব্দ থেকে ‘Problem’ শব্দটি এসেছে?

উত্তরঃ গ্রীক শব্দ ‘Problema’ থেকে।

২. সামাজিক সমস্যার সংঙ্গা দাও।

উত্তরঃ সামাজিক সমস্যা বলতে এমন এক অবস্থাকে বুঝায়, যা সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্চিতকর ও অস্বাভাবিক।

৩. সতীদাহ প্রথা উচ্ছেদ ও হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে?

উত্তরঃসতীদাহ প্রথা উচ্ছেদ হয় ১৮২৯ সালে,হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় ১৮৫৬ সালে।

৪. সমাজসংস্কার কয়ভাবে সফল হয়?

উত্তরঃ ২ ভাগে।যথাঃ

ক.ব্যাপক জনমত সৃষ্টির মাধ্যমে

খ. আইন প্রয়োগের মাধ্যমে

৫.’Introduction to Social work’ গ্রন্থের প্রণেতা কে?

উত্তরঃ আর.এ স্কিডমোর ও এম.জি থ্যাকারি।

৬. সামাজিক নিরাপত্তা কত প্রকার?

উত্তরঃ তিন প্রকার।

ক. সামাজিক বিমা

খ. সামাজিক সাহায্য

গ. সমাজসেবা

৭.সমাজসেবা কী?

উত্তরঃ সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত সংগঠিত প্রচেষ্টাকে সমাজসেবা বলে।

৮. সমাজকর্মের ২টি বৈশিষ্ট্য লিখ।

উত্তরঃ ক. সাহায্যকারী পেশা। খ. পদ্ধতিগত সেবা প্রদান।

৯. সমাজকর্ম বলতে কী বুঝ?

উত্তরঃ ব্যক্তি,দল ও সমষ্টির সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়াকে সমাজকর্ম বলে।

১০. Sociology শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ ল্যাটিন শব্দ Socious এবং Logos থেকে এসেছে এবং এর অর্থ হচ্ছে সমাজ এবং জ্ঞান।

১১. কল্যাণ অর্থনীতির প্রবক্তা কে?

উত্তরঃ অর্থনীতিবিদ পিগু

১২. সমাজবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ অগাস্ট কোৎ

১৩. সাংস্কৃতিক নৃবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ ই,বি টেইলর

১৪. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?

উত্তরঃ আচরণ সম্পর্কিত বিজ্ঞান।

১৫. প্যারাডাইম কী?

উত্তরঃ নমুনা বা উদাহরণ।

১৬. প্রতিবেশ কী?

উত্তরঃ প্রতিবেশ বলতে পরিবেশ সংক্রান্ত পরিচিতিকে বুঝায়।যা মানুষ ও পরিবেশের আদান-প্রদানের উৎস বুঝতে সহায়তা করে।

১৭. সমাজকর্মের ৩টি প্যারাডাইম কী?

উত্তরঃ ক্লিনিক্যাল সমাজকর্ম,রেডিক্যাল সমাজকর্ম ও প্রতিবেশগত সমাজকর্ম।

১৮.চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূল কথা কী?

উত্তরঃ সাহায্যার্থীর রোগ নির্ণয়পূর্বক তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা।

১৯. ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে?

উত্তরঃ হার্বাট স্পেনসার ও এমিল ডুরখেইম।

২০. Das Capital গ্রন্থের লেখক কে?

উত্তরঃ কার্ল মার্কস

খ-বিভাগ (যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।)

১) সামাজিক নিরাপত্তার প্রকারভেদ উল্লেখ কর ।

২) সমাজকল্যাণের সংজ্ঞা দাও। সমাজকল্যাণ ও সমাজকর্মের পার্থক্য লিখ ।

৩) সামাজিক সমস্যার বৈশিষ্ট্যগুলাে লিখ। ৪) নৃ-বিজ্ঞান কী? মনােবিজ্ঞানের সংজ্ঞা দাও।

৫) কল্যাণ অর্থনীতি কী? সমাজকর্ম ও অর্থনীতির পার্থক্য লিখ।
৬) সমাজকর্মের প্যারাডাইম বলতে কী বুঝায়? প্রতিবেশগত প্যারাডাইম সমাজকর্মীর ভূমিকা আলােচনা কর।

৭) ক্রিয়াবাদী মতবাদের বৈশিষ্ট্য লিখ ।

৮) মার্কসীয় মতবাদের বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর।

৯) ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। সমাজকর্ম গবেষণা কী?

১০) সামাজিক কার্যক্রম কি?

গ-বিভাগ (যেকোন ৫টি প্রশ্নের উত্তর দাও।)

১) সমাজকর্মের বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর। বাংলাদেশেল প্রেক্ষাপটে সমাজকর্ম পাঠের গুরুত্ব আলােচনার কর।

২) সামাজিক সমস্যার কারণ বর্ণনা কর।

৩) বাংলাদেশে বিদ্যমান সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলাে সংক্ষেপে আলােচনা কর।

৪) সমাজকর্মের সংজ্ঞা দাও । সমাজকর্ম ও সমাজ সংস্কারের সম্পর্ক দেখাও।

৫) সমাজকর্মের সাতে মনােবিজ্ঞানের সম্পর্ক দেখাও।

৬) মনােবিজ্ঞান কী? সমাজকর্মীর জন্য মনােবিজ্ঞানের জ্ঞান আবশ্যক কেন?

৭) অর্থনীতির সংজ্ঞা দাও। সমাজকর্মের সাথে অর্থনীতির সম্পর্ক আলােচনা কর ।

৮) রেডিক্যাল সমাজকর্মের গুরুত্ব বর্ণনা কর।

৯) ক্লিনিক্যাল সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলােচনা কর ।

১০) ক্লিনিক্যাল সমাজকর্মের গুরুত্ব কী?

অনার্স ১ম বর্ষ পসমাজকর্ম (নন-মেজর) সাজেশন 2021Honors 1st Year Social Work Introduction (Non-Major) Suggestion 2022

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছে তাদের পরীক্ষা কোভিড-১৯ সংক্রামন বৃদ্ধির কারণে যথাসময়ে গ্রহণ করা সম্ভব হয়নি। ইতােমধ্যে এ সকল পরীক্ষার্থীকে অনার্স ২য় বর্ষে শর্ত সাপেক্ষে প্রমােশন দেয়া হয়েছে।

আগামী ১৩ নভেম্বর শুরু হচ্ছে। ১৮ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৮-১৯, ২০১৭-১৮ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষেল অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রোমোটেড শিক্ষার্থী শুধুমাত্র এফ গ্রেড পাওয়াকোর্সে এ পরীক্ষায় অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ পরীক্ষা সূচি প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

অনার্স ১ম বর্ষ ২০-২১ শিক্ষাবর্ষের জন্য অনেকেই ইনবক্সে বলতেছেন বই পুরাতন কিনবো নাকি নতুন কিনবো আসলে আমি বলবো অবশ্যই নতুন বই কিনবেন তার কয়েকটা কারন আমি বলে দিচ্ছি।
পুরাতন বই কিনলে আপনি সব প্রশ্ন পাবেন না আপনাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে প্রশ্ন
পুরাতন বই যে টাকা দিয়ে কিনবেন আর অল্প কিছু টাকা ভর্তি দিলেই নতুন বই কিনতে পারবেন ।
পুরাতন বই কিনলে পরে ওটা কারো কাছে বিক্রি করতে পারবেন ন।
কিন্তু আপনি নতুন বই কিনলে সেটা পুরাতন দোকানে বা পরিচিত ছোট ভাই -বোনের কাছে বিক্রি করতে পারবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “সমাজকর্ম পরিচিতি (নন-মেজর) শর্ট সাজেশন 2023 অনার্স ১ম বর্ষ

  • saddam

    সমাজকর্ম বিভাগ এর জন্য কি এই সাজেশন গুলা পড়া যাবে

    Reply

Leave a Reply