প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

অগ্রসর শৈবালবিজ্ঞান প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স

প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স
মাস্টার্স ফাইনাল
উদ্ভিদবিজ্ঞান
পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৪)
অগ্রসর শৈবালবিজ্ঞান
সময়: ৪ ঘণ্টা
বিষয় কোড: ৩১৩০১৩
পূর্ণমান: ৮০

খ বিভাগ
০১. F.E. Fritesch প্রদত্ত শ্রেণিবিন্যাসের ভিত্তিসমূহ কি কি?
০২. F. E. Fristch-এর শৈবালের শ্রেণিসমূহের নাম লেখ।
০৩. চারটি আদিকোষী শৈবালের নাম লেখ।
০৪. শৈবাল পরজীবিতা আলোচনা কর।
০৫. বিভিন্ন শ্রেণির শৈবালের সঞ্চিত খাদ্যদ্রব্যের নাম লেখ।
০৬. ধানক্ষেতে শৈবালীকরণের প্রভাব বর্ণনা কর।
০৭. ফাইটোপ্লাংকটন ভেসে থাকার কৌশল ব্যাখ্যা কর।
০৮. শৈবাল শনাক্তকরণে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব বর্ণনা কর।
০৯. নীলাভ সবুজ শৈবালের নাইট্রোজেন সংবন্ধন বর্ণনা কর।
১০. পিনেট ও সেন্ট্রিক ডায়াটামের মধ্যে পার্থক্য লেখ।
১১. ওয়াটার ব্লুম বলতে কী বুঝ?

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ বিভাগ
০১. শৈবাল বিজ্ঞানের পরিসর সম্পর্কে আলোচনা কর।
০২. শৈবাল বিজ্ঞান গবেষণায় প্রফেসর এ. কে. এম নুরুল ইসলামের অবদান।
০৩. বাংলাদেশে শৈবালের বিস্তৃতি সম্পর্কে আলোচনা কর।
০৪. বাংলাদেশের স্বাদু পানির শৈবালের ইকোলজি বর্ণনা কর।
০৫. শৈবালের দেহে ভিটামিনের গুরুত্ব আলোচনা কর।
০৬. টীকা লিখ: (ঙ) কমেনসেলজিম;
০৭. উপযুক্ত উদাহরণ ও চিত্রসহ শৈবালের কোষ প্রাচীরের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য বর্ণনা কর।
০৮. সংক্ষেপে কৃত্রিম উপায়ে শৈবাল আবাদের পদ্ধতিগুলো আলোচনা কর।
০৯. পরিবেশ সংরক্ষণে শৈবালের গুরুত্ব লেখ।
১০. জৈব প্রযুক্তিতে শৈবালের ভূমিকা সম্পর্কে আলোচনা কর।
১১. উদাহরণ ও বৈশিষ্ট্যসহ Chlorophyceae শ্রেণির বর্গ পর্যন্ত শ্রেণিবিন্যাস কর।
১২. Oedogonium-এর ন্যানাড্রাস প্রজাতির যৌনজনন পদ্ধতি বর্ণনা কর।
১৩. Ectocarpus-এর স্পোরাঞ্জিয়ামের গঠন ও বিকাশ বর্ণনা কর।
১৪. কনসেপ্টেকল কী? Saragussam এর কনসেপ্টেকলের বর্ধন চিত্রসহ বর্ণনা কর।
১৫. বিষাক্ত শৈবাল।
১৬. Water bloom সৃষ্টির কারণগুলো লিখ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *