ক্যাম্পাসবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

বিনামূল্যে ইন্টারনেট পাচ্ছেন শিক্ষার্থীরা

বিনামূল্যে ইন্টারনেট পাচ্ছেন শিক্ষার্থীরা ।এখন থেকে অনলাইন ক্লাসে অংশ নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টাকা দিয়ে ইন্টারনেট কিনতে হবে না। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে তারা বিনামূল্যে টেলিটকের ইন্টারনেট পাচ্ছেন। গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী তাঁর ফেরিফায়েড ফেসবুক একাউন্টের এক স্ট্যাটাসে জানান, একদিন স্বপ্ন দেখেছিলাম আমার দেশের ছেলে-মেয়েরা শিক্ষার জন্য ইন্টারনেট পাবে বিনামূল্যে। সেই স্বপ্নটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে। ধন্যবাদ ইউজিসি ও টেলিটক।

কাল থেকে বিনামূল্যে ইন্টারনেট পাচ্ছেন শিক্ষার্থীরা
বিনামূল্যে ইন্টারনেট পাচ্ছেন শিক্ষার্থীরা

এর আগে গত ২ সেপ্টেম্বর ইউজিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ দিবে সরকারি মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক পরিচালিত বিডিরেন প্লাটফর্ম ব্যবহারকারী দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবে।

“প্রতিমাসে ১০০ টাকা রিচার্জের বিনিময়ে এই সুবিধা পাওয়া যাবে। রিচার্জকৃত টাকা তার মূল একাউন্টে জমা হবে। এই টাকা ভয়েস কল ও ডাটার জন্য ব্যয় করা যাবে। অব্যবহৃত টাকা পরবর্তী রিচার্জে যোগ হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে এবং সিমে ন্যূনতন ডাটা না থাকলে এই সুবিধা ভোগ করা যাবে না।”

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, মোবাইলে ব্যালান্স থাকলেই ইন্টারনেট দিয়ে ক্লাস করতে পারবেন শিক্ষার্থীরা। এসময় দুর্বল নেটওয়ার্ক নিয়ে তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে ফোরজি রয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনেকেই জেলা বা উপজেলায় থাকে বিধায় কাভার হবে। তবে আমাদের প্রচেষ্টা থাকবে ভালো সেবা দেওয়ার বিষয়ে।

এসময় বিডিরেন সাত লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাসের আওতায় আনতে টার্গেট করেছে বলে জানিয়ে টেলিটকের এমডি বলেন, আমাদেরকে ক্লাস শিক্ষকের তালিকা দেওয়া হবে। সে অনুযায়ী শিক্ষকরা শিক্ষার্থীদের যুক্ত করবেন। সরকারের আহবানে আমরা এগিয়ে এসেছি।

Students Will Get Free Internet From Today 10th September 2020 By Using Teletalk Mobile Sim.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply