বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াবেন যেভাবে

ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াবেন যেভাবে। আপনার ল্যাপটপের ব্যাটারি ক্ষমতা যতই ভালো হোক না কেন, ঠিকভাবে যত্নসহকারে ব্যবহার না করলে কিছুদিন পরই সেটি আর টিকবে না। এজন্য কিছু বিষয় মেনে চলতে হবে। তাহলে দীর্ঘদিন ল্যাপটপের ব্যাটারি ভালো থাকবে। মার্কিন কম্পিউটার সাময়িকী পিসি-ম্যাগের এক প্রতিবেদনে বলা হয়, ল্যাপটপের ব্যাটারির ক্ষমতা ঠিক রাখতে বা ব্যাটারি লাইফ বাড়াতে কয়েকটি বিষয়ের প্রতি দৃষ্টি দিতে হবে। এর মধ্যে আছে- ল্যাপটপের পাওয়ার সেটিংস, আপনি কয়টা অ্যাপ ব্যবহার করছেন, যেখানে বসে কাজ করছেন সেই কক্ষের তাপমাত্রা কত ইত্যাদি৷

 

১. প্রতিটি ল্যাপটপ ব্যবহারের সময় কিছু না কিছু তাপ উৎপন্ন হয়। সেই তাপ বের হওয়ার সুযোগ থাকতে হবে। নইলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য বিছানায়, সোফায় বা বালিশের ওপর রেখে ল্যাপটপ ব্যবহার করা যাবে না। কারণ, এগুলো তাপ ধরে রাখে। কাজেই সবসময় শক্ত কিছু ওপর রেখে ল্যাপটপ ব্যবহারের চেষ্টা করুন।

 

২. ল্যাপটপে লেখালিখি করলে ব্যাটারি সেভার অন করে রাখুন। এতে ব্যাটারি লাইফ বাড়বে। শুধু শুধু কোনও অ্যাপ চালু রাখবেন না। কাজ শেষ হওয়া মাত্রই সংশ্লিষ্ট অ্যাপটি বন্ধ করে দিন। কোনও ডকুমেন্ট এডিটিংয়ের সময় ওয়েবে প্রবেশের প্রয়োজন না হলে ল্যাপটপ এয়ারপ্লেন মোডে রেখে দিন। এতে দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।

 

৩. কিছু অ্যাপ আছে যেগুলো ব্যাটারির ক্ষমতা নষ্ট করে দেয়। কোন কোন অ্যাপ ল্যাপটপের ব্যাটারির ক্ষতি করছে সেগুলো সম্পর্কে উইন্ডোজ ১০-এর সার্চ বারে সার্চ করেই জানতে পারবেন। এসব অ্যাপ সম্ভব হলে ডিলিট করে দিন।

 

৪. ব্যাটারি লাইফ বাড়াতে উইন্ডোজ ব্যাটারি পারফরম্যান্স স্লাইডার ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে ব্যাটারির জন্য ক্ষতিকর এমন সবকিছুই এড়িয়ে চলবে আপনার অপারেটিং সিস্টেম। এছাড়া আপনি সেখান থেকে বাড়তি কিছু পরামর্শও পাবেন।

 

৫. ব্যাটারি লাইফ বাড়াতে উইন্ডোজ ব্যাটারি পারফরম্যান্স স্লাইডার ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে ব্যাটারির জন্য ক্ষতিকর এমন সবকিছুই এড়িয়ে চলবে আপনার অপারেটিং সিস্টেম। এছাড়া আপনি সেখান থেকে বাড়তি কিছু পরামর্শও পাবেন।

 

How to increase the battery life of the laptop. No matter how good your laptop’s battery capacity is, if you don’t use it properly, it won’t last after a while. For this, some things have to be adhered to. Then the laptop battery will be good for a long time. According to a report in the US computer magazine PC-Mag, there are a few things to focus on to maintain the battery capacity of the laptop or to increase the battery life.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply