বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

ইউটিউবের লাইভ স্ট্রিমিংয়ে আসছে নতুন ফিচার

ইউটিউবের লাইভ স্ট্রিমিংয়ে আসছে নতুন ফিচার। এবার ইউটিউবের লাইভ স্ট্রিমিংয়ে নতুন ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মটি। এবার থেকে কোনো চ্যানেল লাইভ স্ট্রিম করার সময় চ্যানেলের প্রোফাইল পিকচারের পাশে একটি ইন্ডিকেটর সার্কেল প্রদর্শিত হবে।নতুন ফিচারটির মাধ্যমে কোনো চ্যানেল যখন লাইভ স্ট্রিমিং করবে, তখন চ্যানেলের আইকনে একটি রিং দেখানো হবে যার নিচে “Live” শব্দটি লেখা থাকবে। এই রিং ক্লিক করে সরাসরি চলমান লাইভে প্রবেশ করা যাবে।

 

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। সম্প্রতি টিকটকের ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় গ্রাহক হারিয়েছে ইউটিউবসহ অন্যান্য সাইটগুলো। তাইতো নিজেকে ঢেলে সাজিয়েছে প্ল্যাটফর্মটি। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখেই একের পর এক ফিচার যুক্ত করছে তারা। অনেকের কাছেই হয়তো এই ফিচারটি পরিচিত মনে হচ্ছে।

 

হতেই পারে, কারণ এরইমধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকে এই ফিচারটি চালু হয়েছে। ফিচারটি বেশ জনপ্রিয়তাও পেয়েছে অল্প দিনে।মূলত ইউটিউব ব্রাউজ করার সময় লাইভ কনটেন্ট খুঁজে পাওয়ার বিষয়টি সহজ করতেই নতুন ফিচার যুক্ত হয়েছে ইউটিউবে। এরই মধ্যে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও ফেসবুকের মতো স্টোরিস ফিচারও যুক্ত হয়েছে ইউটিউবে।

 

A new feature is coming to youtube’s live streaming. Now the platform is adding new features to youTube’s live streaming. From now on, while live-streaming a channel, an indicator circle will be displayed next to the channel’s profile picture. When a channel is live streaming through the new feature, a ring will be shown on the channel icon with the word “Live” written underneath it. By clicking this ring, you can directly enter the running life.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply