বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

WiFi Router ওয়াইফাই রাউটার ২০২২ কিভাবে সেট আপ করতে হবে?

WiFi Router ওয়াইফাই রাউটার ২০২২ কিভাবে সেট আপ করতে হবে?  How to set up WiFi Router 2022?

 

১. সেটআপের জন্য প্রথমে ওয়েব ব্রাউজার চালু করতে হবে। এরপর রাউটারের পিছনে থাকা অ্যাড্রেসটি দিয়ে ওয়েব ব্রাউজারে প্রবেশ করতে হবে। সাধারনত বেশির ভাগ রাউটারে 192.168.0.1 এই ডিফল্টভাবে দেওয়া থাকে। এই আইপি ঠিকানায় প্রবেশ করলে ইউজার নেইম এবং পাসওয়ার্ড জানতে চাইবে। তখন রাউটারের পিছনে থাকা কিংবা ইউজার ম্যানুয়ালে থাকা ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেল প্রবেশ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই রাউটারের ডিফল্ট ইউজার নেইম ও পাসওয়ার্ড উভয়ই admin থাকে.

 

২. অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পর ‘Quick Setup’ মেনুতে যেতে হবে। সেখানে থেকে next এ ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে.

 

৩. ‘Internet access’ অপশন থেকে প্রয়োজন অনুযায়ী অপশনটি বাছাই করে next এ ক্লিক করতে হবে।

 

৪. এরপর “set the dial number.apn.username and password manually’ অপশনটি টিক চিহ্ন দিতে হবে। তারপর আপনার ব্রডব্র্যান্ড সংযোগটির ডায়াল আপ ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর next ক্লিক করতে হবে। তবে ডায়াল আপের পরিবর্তে সংযোগটি আইপি ও ম্যাক নির্ভর হলে আইপির ঘরে আপনার আইএসপির দেওয়ার আইপি, গেটওয়ে ও প্রয়োজনে ম্যাক অ্যাড্রেস দিয়ে next করতে হবে।

 

৫. এরপর সংযোগ তৈরি হতে কিছু সময় নেবে। সফলভাবে সংযোগ সম্পূর্ণ হলে রাউজারের ওয়াইফাই এর জন্য নেটওয়ার্ক নেইম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। সেখানে ‘wireless network name’ অপশনটিতে ওয়াই-ফাই সংযোগের নাম ও পাসওয়ার্ড দিতে হবে.

 

 

-> ফ্রিজ বা এসির সঙ্গে সরাসরি বৈদ্যুতিক সংযোগ থাকলে তা খুলে রাখাই নিরাপদ। এমনকি এসময় এসি চালানো থেকেও বিরত থাকুন।

 

-> বজ্রপাতের সময় ল্যাপটপ, স্মার্টফোন কিংবা যে কোনো ডিভাইস চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। চার্জারের সঙ্গে লাগানো থাকলে তা খুলে দিন।

 

-> বাড়ির সব ধরনের বৈদ্যুতিক সংযোগের সঙ্গে আর্থিং ব্যবস্থা করুন। সম্ভব হলে বজ্রপাতের সময় মেইন লাইনের সঙ্গে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখুন।

 

এছাড়া এসময় হাতের কাছে কিছু প্রয়োজনীয় ডিভাইস রাখুন। যেমন-টর্চ লাইট, রেডিও। আপনার স্মার্টফোনটি সব সময় ফুল চার্জ দিয়ে রাখুন। বাইরে যাওয়ার সময় স্মার্টফোনটি সুইচ অফ করে রাখতে পারেন। এতে বৃষ্টিতে ভিজলেও ফোন কম ক্ষতিগ্রস্ত হবে।

 

-> বাড়ির ডেস্কটপ বা কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকলে তা বন্ধ করে দিন। এমনকি এসময় ডেস্কটপ বা ল্যাপটপ চালানো থেকেও বিরত থাকুন। যদিও রাউটারের সঙ্গে ওয়াইফাই সংযোগে থাকা মোবাইল বা ল্যাপটপের ক্ষেত্রে তাদের বজ্রাঘাতে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তবে বাড়ির বিদ্যুতের সঙ্গে ল্যাপটপ বা রাউটারের সংযোগ থাকলে তা বিছিন্ন করে দিন।

 

নতুন রাউটারে ক্যাবল অপারেটররা যে পাসওয়ার্ড সেট করে দিয়ে যাচ্ছে তা বদলে ফেলুন। এছাড়াও পাসওয়ার্ড সেট করার সময় তা একটু কঠিন করুন। অক্ষর, নম্বর ও স্পেশাল ক্যারেকটারের সমন্বয়ে তৈরি করুন ওয়াইফায়ের পাসওয়ার্ড। এছাড়াও রাউটার লগইনের অ্যাডমিন পাসওয়ার্ড বদল করুন।

 

রাউটার থেকে নিচের দিকেও সিগন্যাল আসে। তাই উঁচু কোথাও সেটি রাখা ভালো। তাই বলে ছাদের সঙ্গে স্কচটেপ দিয়ে আটকে রাখতে হবে না। হয়তো বইয়ের তাকের ওপর রাখলেন কিংবা দেয়ালে কোথাও আটকে দিতে পারেন।

 

WiFi Router ওয়াইফাই রাউটার ২০২২ কিভাবে সেট আপ করতে হবে?

ওয়াই-ফাইয়ের সংযোগ দিতে কী কী প্রয়োজন এবং কিভাবে সেট আপ করতে হবে সবকিছু? টিপি-লিংক রাউটার হিসেবে কেমন? অথবা কেমন রাউটার ব্যবহার করা উচিত?

ওয়াইফাই সংযোগ এর জন্য আপনার দরকার হবে,

 

ওয়াইফাই সংযোগ

ওয়াইফাই রাউটার একটি

অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট বা অনু (শুধুমাত্র ফাইবার অপটিক কানেকশনে)

প্রথমেই আপনার কাছাকাছি আইএসপি(ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর) এর কাছ থেকে আপনার ওয়াইফাই লাইন নিতে হবে। এক্ষেত্রে আপনি বিভিন্ন প্যাকেজ নিতে পারবেন বিভিন্ন মূল্যে। সাধারনত ২ এম্বিপিএস ৫০০ টাকা ,৩ এম্বিপিএস ৮০০ টাকা এভাবে মাসিক চার্জ হয়।

 

লাইন নেওয়ার ক্ষেত্রে আপনি দুইভাবে লাইন নিতে পারেন ।প্রথমত ইলেক্ট্রিক ক্যাবেল কানেকশন নিতে পারেন । আবার অপটিক্যাল ফাইবার দিয়ে কানেকশন নিতে পারেন। অপটিক্যাল ফাইবারের কানেকশন নিলে আপনার অনু লাগবে অতিরিক্ত। তবে অপটিক্যাল ফাইবারে অবশ্যই ইলেক্ট্রিক ক্যাবেল লাইনের থেকে ভালো সার্ভিস পাবেন এবং ভালো সেফটি পাবেন। আর এসব ক্যাবেল খরচ আপনার ই বহন করতে হবে।

 

এরপর আপনার দরকার হবে রাউটার। যেকোনো ব্রান্ড এর রাউটার ইউজ করতে পারেন । তবে ভালো ব্রান্ড ইউজ করার সাজেস্ট করব। টিপি লিংক একটি ভালো ব্রান্ড। এছাড়াও Tenda,Asus,Mi,Mercusys এসব ব্রান্ড আছে।

 

ব্যাস এখন রাউটার সেটাপ করলেই ইউজ করতে পারবেন আপনার ওয়াইফাই।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply