বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

গুগল ক্রোম ব্রাউজারে যুক্ত হচ্ছে ‘রিড লেটার’

গুগল ক্রোম ব্রাউজারে যুক্ত হচ্ছে ‘রিড লেটার’ ফিচার। গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম ব্যবহারকারীদের জন্য ‘রিড লেটার’ বা ‘পরে পড়ুন’ নামের একটি ফিচার নিয়ে আসছে। নতুন এই বাটনের মাধ্যমে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে যে কোন ট্যাব সেভ করে রাখতে পারবেন। ফিচারটি বর্তমানে ক্রোম ৮৬ ক্যানারি ব্রাউজারে অন্য একটি ফ্ল্যাগ ফিচারের তত্ত্বাবধায়নে পরীক্ষামূলক ব্যবহার চলছে।

এর আগে আর্টিকেল বা অনলাইন পেইজ সেভ করে রাখার জন্য ক্রোমে তৃতীয় পক্ষের তৈরি একাধিক এক্সটেনশন পাওয়া যেত। ফায়ারফক্সে আগে থেকেই “Integrated Pocket” নামক একটি অপশন রয়েছে। যা গ্রাহককে এই সুবিধা দিয়ে আসছে। মাইক্রোসফটের এজেও গুরুত্বপূর্ণ পেইজ সেভ করে রাখা যায়। যা পরে অফলাইনেও বের করে পড়া যায়।

তবে ফিচারটি আইফোন এবং আইপ্যাডে অনেক আগে থেকেই রয়েছে। আইফোন এবং আইপ্যাডের ক্রোম ব্যবহারকারীদের জন্য বিল্ট-ইন ভাবেই এই অপশনাল ফিচারটি দেওয়া রয়েছে। অন্যান্য অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্য ক্রোমের এই রিডিং লিস্টে পেইজ যোগ করতে হলে স্ক্রিনের ডানপাশে শেয়ার অপশনে ক্লিক করে ‘রিড লেটার’ বাটনে চাপ দিলেই তালিকায় চলে যাবে।

ফিচারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে আনেবল করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে-

১. Google Chrome Browser খুলুন।

২. সার্চ বারে “chrome://flags” লিখে এন্টার চাপুন।

৩. “Read Later” অপশনটি খুজে বের করুন।

৪. অপশনটি আনেবল করে দিয়ে কম্পিউটার রিস্টার্ট করুন।

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম জানিয়েছে খুব শিগগিরই ফিচারটি সব ব্যবহারকারীদের জন্য চলে আসবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply