বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বর্তমান লোকেশন জানার পদ্ধতি

হারিয়ে যাওয়া মোবাইল ফোনের ‘বর্তমান লোকেশন’ জানার পদ্ধতি জেনে নিন। ফোন হারানো বা চুরি যাওয়ার ঘটনা অনেকের সঙ্গেই হয়েছে।মোবাইল ফোনের আইইএমআই (IMEI) নম্বরের সাহায্য নিয়ে, জনপ্রিয় বিভিন্ন মোবাইল ফোন সুরক্ষার অ্যাপের সাহায্য নিয়েও খোয়া যাওয়া ফোনের নাগাল পাওয়া যায় না। ফোন চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় সমস্যা হল, ফোনের মধ্যে থাকা যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এবং অসংখ্য ব্যক্তিগত ছবি ও ভিডিO বেহাত হয়ে যেতে পারে। কিন্তু যে কোনও Android Smartphone রয়েছে এমন একটি ফিচার যার সাহায্যে সহজেই আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের লোকেশান জানা সম্ভব হবে। Google Maps-এর সাহায্যে কম্পিউটার বা ল্যাপটপ থেকে সহজেই খোয়া যাওয়া স্মার্টফোনের লোকেশান জানা সম্ভব।

যে কোনও Android ফোনেই রয়েছে ‘Find your phone’ ফিচার। আপনার খোয়া যাওয়া স্মার্টফোন যদি অন থাকে, তাহলে এই ফিচার কাজে লাগিয়ে সেটি কোথায় আছে তা জেনে নেওয়া যায়। এর জন্য হারানো স্মার্টফোন আর সেটি খোঁজার জন্য ব্যবহৃত কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকা জরুরি। এ ছাড়াও, দু’টি ডিভাইসেই একই Google ID থেকে লগ ইন থাকতে হবে। আর ফোনে ‘লোকেশান সার্ভিস’ অন থাকতে হবে। এ বার জেনে নেওয়া যাক Find your phone’ ফিচার ব্যবহার করে খোয়া যাওয়া স্মার্টফোনের ‘কারেন্ট লোকেশন’ জানার পদ্ধতি।

হোয়াটসঅ্যাপের ডিলিট
হোয়াটসঅ্যাপের ডিলিট

খোয়া যাওয়া স্মার্টফোনের ‘কারেন্ট লোকেশন’ জানার পদ্ধতি:

১. কম্পিউটার বা ল্যাপটপে http://www.google.com/maps/timeline ভিজিট করুন।

২. হারিয়ে যাওয়া স্মার্টফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ-ইন করা আছে, সেই একই গুগল অ্যাকাউন্ট কম্পিউটার বা ল্যাপটপ থেকে লগ ইন করুন।

৩. এখান থেকে হারিয়ে যাওয়া স্মার্টফোনের ঠিক কোন দিনের লোকেশন জানতে চান, তা সিলেক্ট করলেই গুগল ম্যাপের উপরে আপনার স্মার্টফোনের লোকেশন দেখতে পাবেন। know how to track and locate your lost android phone using google maps

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply