৭ কলেজ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি বাতিল করার নিয়ম

ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি বাতিল করার নিয়ম

যারা ঢাবি অধিভুক্ত ৭ কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়ণরত আছেন কিন্তু ভর্তি বাতিল করে অন্যত্র ভর্তি হতে চান তাদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা। আশা করি কাজে লাগবে। প্রথমেই বলে করি ঢাবি অধিভুক্ত যারা 2017-2018 সেশনের অনার্স প্রথম বর্ষে অধ্যয়ণরত আছেন, তাহারা কোন মতেই ভর্তি বাতিল করতে পারবেন না।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই সাত কলেজে  অন্য ভার্সিটিতে সেকেন্ড টাইমে টিকে যান, তাহলে কিভাবে ভর্তি হবেন। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কিভাবে অন্যত্র ভর্তি হতে পারবেন।

প্রথমত: আপনি আপনার ডিপার্টমেন্টে কথা বলে দেখুন, আপনার মার্কশীট দেয় কিনা (ভর্তি বাতিল করবেন, এই কথা ভুলেও বলবেন না)। যদি কিছু টাকা দাবী করে (1000-2000) টাকা, তাহলে দিয়ে দিবেন এবং মার্কশীট তুলে নিবেন। আর যদি না দেয়, তাহলে কিভাবে মার্কশীট তুলবেন সেটা বলছি।
একটা কথা, আপনি যদি বর্তমানে অধ্যয়ণরত প্রতিষ্ঠানে এক বছর লেখাপড়া না করেন, তাহলে এমনিতেই ভর্তি বাতিল হয়ে যাবে।
এবার আসুন মূল কথায়: মার্কশীট হারিয়ে যাক, আর না হারিয়ে যাক, এটা কোন ব্যাপার না। আপনার মাথায় থাকবে, আপনার মার্কশীট হারিয়ে গেছে। সুতরাং এই চিন্তা ভাবনা নিয়েই একটা জিডি টাইপ করে ফেলুন, আপনার নিকটস্থ থানার অফিসার ইনচার্জ বরাবর এবং মার্কশীট হারানোর লোকেশনটা থানার আশেপাশেই লিখুন। এবার জমা দিন। ডিউটিরত অফিসার কয়েক মিনিটের মধ্যেই আপনার জিডি জমা নিবে। মনে রাখবেন এক্ষেত্রে কোন টাকা লাগবে না।
এবার ২য় ধাপ:

এবার যেকোন একটা সাধারণ মানের পত্রিকায় বিজ্ঞাপন দিন। আপনার নাম, পিতার নাম, রোল নং, রেজিঃ নং, বোর্ড, পাশের সন, বিভাগ, এবং জিডিও নম্বর ও থানার নাম লিখে (500 টাকা লাগতে পারে)। পরের দিন পত্রিকায় বিজ্ঞাপন পেয়ে যাবেন।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি বাতিল করার নিয়ম ২০১৮

ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি বাতিল করার নিয়ম

এবার ৩য় ধাপ:

আপনার রেজিঃ কার্ডের ফটোকপি (যদি লাগে), মার্কশীটের ফটোকপি, ৩ কপি ছবি, আপনার কলেজের প্রিন্সিপাল থেকে সত্যায়িত করে নিবেন। এবার যে বোর্ড থেকে মার্কশীট উঠাবেন, সেই বোর্ডের ওয়েব সাইটে যান, এবং হারানো মার্কশীট তোলার ফরম টা তুলে ফেলুন এবং ফরম টা ফিলাপ করুন।

আরো পড়ুন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ভর্তি তথ্য ২০১৮-২০১৯

এবার ফরম+রেজিঃ+মার্কশীট+পত্রিকা+জিডির কপির দুই সেট ফটোকপি নিয়ে নিন এবং সরাসরি বোর্ডে চলে যান। সেখান থেকে সম্ভবত একটার 500/- দুইটার জন্য 1000/- টাকা লাগবে মার্কশীট তুলতে। বোর্ডের নিকট সোনালী ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে কাগজগুলো জমা দিয়ে দেন। আপনার কাজ শেষ এবার তিন দিনের মধ্যে আশা করি আপনার মার্কশীট পেয়ে যাবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group