৭ কলেজভর্তি তথ্য

সাত কলেজ অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২২

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ৮ অক্টোবর শুক্রবার থেকে পাওয়া যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের অনলাইনে ভর্তি আবেদন ১৫ জুলাই থেকে শুরু হবে।

(Negative Mark নেই)

আবেদন শুরু: ১৫/০৭/২০২২ তারিখ

আবেদন শেষ: ৩১/০৭/২০২২ তারিখ

সাত কলেজ অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২২

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত https://collegeadmission.eis.du.ac.bd/bn ওয়েবসাইটে গিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

 

আগামী ১২ আগস্ট শুক্রবার বিজ্ঞান ইউনিট, ১৯ আগস্ট শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ও ২৬ আগস্ট শুক্রবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন- ঢাবি অধিভুক্ত ৭ কলেজ অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় ফের পিছিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৮ অক্টোবর থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।এ নিয়ে তৃতীয়বারের মতো সাত কলেজের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় জানাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগের ঘোষণা অনুযায়ী প্রথমে ১১ সেপ্টেম্বর প্রবেশপত্র ডাউনলোডের তারিখ নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। পরে পরিবর্তন করে ২২ সেপ্টেম্বর করা হয়। এরপর দ্বিতীয় ধাপে পরিবর্তন করে ২৭ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে তারিখ পরিবর্তন করে আগামী ৮ অক্টোবর করা হলো।

শিক্ষার্থীরা ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (https://cutt.ly/wEjvGJE) থেকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

জানা গেছে, আগামী ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। এরপর ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিটি ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।

এই বছর সাত কলেজের তিনটি ইউনিটের ২৬ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় এক লাখ। এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য আবেদন করেছেন ৩০ হাজারের বেশি, বাণিজ্য অনুষদে আবেদন করেছেন ২৪ হাজারের বেশি এবং বিজ্ঞান অনুষদের আবেদন করেছেন প্রায় ৪৫ হাজার শিক্ষার্থী। এদের মধ্যে ভর্তির আবেদন ফি জমা দিয়েছেন প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply