৭ কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে অনার্স ১ম বর্ষে (২০২১-২০২২) শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ার A to Z তথ্য। (বিগত বছর অনুযায়ী)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজে অনার্স ১ম বর্ষে (২০২১-২০২২) শিক্ষাবর্ষে  ভর্তি প্রক্রিয়ার A to Z  তথ্য। (বিগত বছর অনুযায়ী)

কম পয়েন্ট ও কোথাও চান্স না পাওয়াদের ভরসার শেষ স্থল হলো ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ ।

আসুন জেনে নেই সাত কলেজ এ ভর্তি পরিক্ষা ও আসন সংখ্যার বিস্তারিত তথ্য ।

***ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ – জুলাই প্রথম সপ্তাহে। আবেদন শুরু হবে জুনে।

রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজ নিয়ে ঢাবির অধিভুক্ত সরকারি সাত কলেজ এর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত।

এইখানে ভর্তি হয়ে রেগুলার ক্লাস করতে হবে এবং ৭৫% উপস্থিতি না থাকলে ফাইনাল পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না।

সাত কলেজের বিশেষ করে ঢাকা কলেজ,ইডেন কলেজ,তিতুমীর কলেজের হল আছে।যাদের থাকতে সমস্যা বা দূর থেকে আসবেন তারা হলে থাকতে পারবেন।

পাশ মার্ক ৪০ পেতে হবে। ৪০ না পেলে ভর্তির জন্য গ্রহনযোগ্য হবে না।

আবেদনের যোগ্যতাঃ

ক ইউনিট  বিজ্ঞান বিভাগঃ

SSC ও HSC সমন্বয়ে জিপিএ — ৭.০০

খ ইউনিট কলা ও সামাজিক বিজ্ঞানঃ

SSC ও HSC সমন্বয়ে জিপিএ – ৬.০০

গ ইউনিট ব্যবসায় শিক্ষাঃ

SSC ও HSC সমন্বয়ে জিপিএ — ৬.৫০

তিন ইউনিটে মোট আসন সংখ্যা =২৩২৬২ টি।

*বিজ্ঞান ইউনিটে -৬৫০০

*বাণিজ্য ইউনিটে-৫৩১০

*মানবিক ইউনিটের মোট আসন ১১৪৫২ টি(১০০%) এর মধ্যে বিজ্ঞান ১৫% ও বাণিজ্য ৫% আসন পাবে।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের বিভিন্ন ইউনিটে ভর্তির পরীক্ষায় আসা বিষয়গুলোঃ

সকল বিষয়ে HSC এর পাঠ্যসূচির আলেকে ভর্তি পরীক্ষা হবে।

ক- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)

বাংলা,ইংরেজি,পদার্থবিজ্ঞান,

রসায়ন,গনিত,জীববিজ্ঞান। ৬ টি বিষয়ের মধ্যে ৪ টির উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের মান – ২৫ ×৪ = ১০০ নম্বর।

বিদ্রঃ শিক্ষার্থী যে বিষয়টি HSC পড়ে নাই সেটার বদলে বাংলা অথবা ইংরেজি উওর করতে পারবে।

খ -ইউনিট( মানবিক বিভাগ)বাংলা,ইংরেজি,সাধারন জ্ঞান থেকে প্রশ্ন হবে।

বাংলা ও ইংরেজি বিষয় মান – ২৫+২৫ এবং সাধারণ জ্ঞান মান – ৫০ নম্বর মোট ১০০ নম্বর।

*সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে।

গ – ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ)

বাংলা,ইংরেজি,হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং। প্রতি বিষয়ের মান ২০ করে মোট ১০০ নম্বর।

পরীক্ষা হবে ১০০ মার্কের

কোন নেগেটিভ মার্কিং নেই।

SSC ও HSC রেজাল্টের উপর ২০ নাম্বার থাকবে মোট ১২০ নম্বর।

পরীক্ষার সময় ১ ঘন্টা, ১০০ টি প্রশ্ন

পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে

প্রতিটি প্রশ্নের মান ১.০০ করে।

ভর্তি পরীক্ষার নাম্বার বন্টনঃ

মোট নাম্বার ১২০, তার মধ্যে MCQ পরীক্ষা ১০০ মার্কের এবং বাকী ২০ নাম্বার SSC ও HSC এর নাম্বারের উপর। এক্ষেত্রে SSC পাওয়া GPA কে ২ দিয়ে গুন ও HSC পাওয়া GPA কে ২ দিয়ে গুন করে, SSC ও HSC এর নাম্বার যোগ।

 

স্ব স্ব ইউনিট থেকে পরিক্ষা দিতে হবে।

অর্থাৎ বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধু ক-ইউনিট থেকে পরীক্ষা দিতে পারবে। ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা শুধু গ-ইউনিটে পরিক্ষা দিতে পারবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা শুধু খ-ইউনিটে পরীক্ষা দিতে পারবে।

 

বিজ্ঞান ও বানিজ্য বিভাগের পরীক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে না। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও বানিজ্য বিভাগে এবং বানিজ্য বিভাগের শিক্ষার্থীরা মানবিক বিষয়ে পড়তে ইচ্ছুক থাকে তাহলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিভাগ পছন্দক্রম ফরম পূরণের সময় তা পছন্দ  করতে পারবে এবং মেধার ভিত্তিতে আসন সংখ্যা অনুযায়ী ভর্তি সম্পন্ন হবে।

** কলেজ ও সাবজেক্ট মাইগ্রেশনের সুযোগ থাকবে আসন খালি থাকা সাপেক্ষ।

৭ কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ : ইডেন ও বদরুন্নেসা কলেজ, ১টি শুধু ছেলেদের কলেজ : ঢাকা কলেজ এবং বাকী ৪ টি কলেজে ছেলে – মেয়ে উভয়ই আছে।

 

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ গুলো হলোঃ

১)ঢাকা কলেজ।

২)ইডেন মহিলা কলেজ।

৩)সরকারি তিতুমীর কলেজ।

৪)বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

৫)কবি নজরুল সরকারি কলেজ।

৬)সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

৭)সরকারি বাঙলা কলেজ।

ভর্তি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবেন?

 

বিগত সালের প্রশ্ন:

সাত কলেজের সব চেয়ে বেশি প্রশ্ন হয় বিগত সালের প্রশ্ন,ঢাবির বিগত ১০ বছরের প্রশ্ন। অর্থাৎ এগুলো দেখে গেলে ২০-৩০% কমন পাবেন। কারণ সাত কলেজের প্রশ্ন ঢাবির স্যাররাই করে। আর আপনি যদি নিজের বিভাগ নিয়ে কিছুটা জেনে থাকেন তবে পাশ করা সম্ভব। তবে বিষয় আর পছন্দের কলেজ পেতে হলে বেশি নম্বর দরকার।

বোর্ড বই :

আপনার বোর্ড বইয়ের সেই সব বিষয় পড়ুন যেগুলো সবসময় আপনার চোখের সামনে ঘোরপাক খায় অর্থাৎ যেগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন বেশি হয়। বেশি পেছালো প্রশ্ন পড়ার দরকার নেই। আর বিজ্ঞান বিভাগে বড় কোন ম্যাথের MCQ তেমন আসেনা ছোট ম্যাথ গুলো দেখে নিতে পারেন। তবে সম্ভব হলে সবগুলো দেখুন। জীব-উদ্ভিদ বিজ্ঞানেও জ্ঞানমূলক প্রশ্ন বেশি আসে।

 বাংলা-ইংরেজি:

বাংলার জন্য নবম- দশম,HSCর বাংলা বইগুলো দেখুন। আর ইংরেজির জন্য ঢাবির যেসকল ইউনিটে ইংরেজি প্রশ্ন আসে সেগুলো দেখুন, কোন রুলস গুলো বার বার‌ রিপিট হয় সেগুলো দেখুন।

সাধারণ জ্ঞান:

সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একইভাবে ঢাবির যেসকল ইউনিটে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে সেগুলো দেখুন এর বাইরে সম্প্রতি থেকেও ২-৪ টা প্রশ্ন হয়, ঠিক ঢাবির মত। তাই পরীক্ষার আগের বিগত ৩-৪ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা এই সম্পর্কিত যেই বইগুলো বাজারে পাওয়া যায় পড়ে নিবেন।

 প্রস্তুতি বই:

সাত কলেজে ভর্তির জন্য বাজারে বিভিন্ন প্রকাশনী প্রস্তুতি মূলক বই বিগত বছরের প্রশ্ন সমাধান সহ তার মধ্যে থেকে ভালো রাইটার এর বই সংগ্রহ করবেন।

উপরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিলে মোটামুটি ভাল বিষয় আর কলেজ পাবেন। তবে ভাল কিছু পেতে হলে প্রস্তুতিও নিখুঁত হতে হবে। আর যারা ঢাবির জন্য প্রস্তুতি নিবেন তাদের আলাদা করে প্রস্তুতি নিবার দরকার নেই।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply