একাদশ শ্রেণিতে ভর্তির ৩য় পর্যায়ে আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনস্হ কলেজসমূহে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ২য় পর্যায়ের আবেদন ইতোমধ্যে শেষ হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২য় পর্যায়ের ফলাফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে যারা কলেজ সিলেকশন পায়নি ও সিলেকশন পেয়েও ভর্তি নিশ্চায়ন করেনি তাদের ৩য় পর্যায়ে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। এখানে আপনাদের সামনে তুলে ধরব ৩য় পর্যায়ে আবেদন সংক্রান্ত তথ্য।
একাদশ শ্রেণিতে ভর্তির ৩য় পর্যায়ে আবেদন শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২৩ থেকে যা চলবে ২১ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। যেসব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কলেজ সিলেকশন পেয়েও ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করেনি এবং যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পায়নি তারা পুনরায় ৩য় পর্যায়ে আবেদন করতে পারবে।
আরো পড়ুন- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করবেন যেভাবে
কলেজ সমূহের একাদশ শ্রেণিতে ভর্তির ৩য় পর্যায়ে আবেদন ২০২৩-২০২৪
একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে যেসব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কলেজ সিলেকশন পেয়েও ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করেনি এবং যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পায়নি তারা পুনরায় ৩য় পর্যায়ে আবেদন করতে পারবে। যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পায়নি, তারা পুনরায় আবেদন ফি ব্যতীত ৩য় পর্যায়ে আবেদন করতে পারবে। তাদের শুধু অনলাইনে আবেদন করতে হবে।
যেসব শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় পর্যায়ে কলেজ সিলেকশন পেয়েও ভর্তি কনফার্ম করেনি তাদের পুনরায় আবেদন ফি ১৫০ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। একজন প্রার্থী সর্বোচ্চ ১০ টি কলেজে এবং সর্বনিম্ন ৫ টি কলেজে আবেদন করতে পারবেন। ৩য় পর্যায়ে কলেজ সিলেকশন পেতে প্রার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সময়সূচি ২০২৩
উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি ভর্তির ৩য় পর্যায়ে আবেদনের ফলাফল ২০২৩
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় পর্যায়ের ভর্তির ফলাফল ও ২য় মাইগ্রেশনের ফলাফল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত হবে। উক্ত ফলাফল একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এইচএসসি ভর্তির ৩য় পর্যায়ের ভর্তির ফল দেখতে এই লিংকে চোখ রাখুন।
একাদশ শ্রেণিতে ৩য় পর্যায়ে যারা কলেজ সিলেকশন পাবে তাদের ২৪ থেকে ২৫ সেপ্টেম্বরের ভিতর ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। উল্লেখ্য যে, শিক্ষার্থীদের কলেজে গিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ভর্তি হতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মাইগ্রেশন সংক্রান্ত তথ্য
একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রমে ১ম ও ২য় পর্যায়ে যারা পছন্দমত কলেজ সিলেকশন পায়নি তাদের মাইগ্রেশনের ফল ২৩ সেপ্টেম্বর প্রকাশিত হবে। ভর্তি নিশ্চায়নের পর শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবেকৃত মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে, এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর কলেজের পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।