ভর্তি তথ্যসকল ভর্তি খবর

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে বৈঠক ১৭ ফেব্রুয়ারি

পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আগামী ১৭ ফেব্রুয়ারি বৈঠকে বসছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ (এইউবি)। বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ ও কেন্দ্র নির্ধারণসহ আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

আরো পড়ুন- এবছর সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে পরিষদের বৈঠকে তারিখ ও আসন ঠিক করা হয়। এবার ১৭ ফেব্রুয়ারি বৈঠক ডাকা হয়েছে।

তিনি জানান, সাধারণ, কৃষি ও প্রকৌশল মিলে বেশকিছু বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এসব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত তারিখ হবে। বাকি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করতে হবে এ বৈঠকে। তিন প্রকৌশল চুয়েট, রুয়েট ও কুয়েটের ভর্তি পরীক্ষা জুনে পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। আশা করছি ওই সময় অন্য কোন বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করবে না।

জানা গেছে, গুচ্ছসহ অন্যান্য সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় করতেই এই বৈঠক ডাকা হয়েছে। কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কবে নেয়া হবে সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। একই তারিখে যেন দুটি ইউনিভার্সিটির পরীক্ষা না হয় সেটি ঠিক করতেই এই বৈঠকের আয়োজন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গুচ্ছতে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সেসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ সমন্বয় করার জন্য ডাকা হয়েছে। কবে পরীক্ষা আয়োজন করা হবে এবং পরীক্ষার কেন্দ্র নির্ধারণের বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

জানা গেছে এইচএসসি না হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের পরীক্ষা দিতেই হবে। সরকারি উদ্যোগে এবার বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ই গুচ্ছ পদ্ধতির আওতায় আসছে। কাজেই শিক্ষার্থী ও অভিভাবকদের ছোটাছুটি কিছুটা কমবে। শিক্ষা প্রদানের ধারা ভিন্ন হওয়ায় জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আলাদা ভর্তি করাবে। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো পরীক্ষা ছাড়া কেবল জিপিএর ভিত্তিতে ভর্তি নেবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply