জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

এবছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স ভর্তি

এবছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোর স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রনয়ণ করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক বৈঠকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীগণ উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির আলোকে প্রণীত পৃথক প্রশ্নপত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তিনটি শাখার বিভিন্ন বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোর স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির জন্যও এ প্রক্রিয়া প্রযোজ্য হবে।

আরো পড়ুন- ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা

এর আগে ইউজিসির সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখন সমন্বিত ভর্তি পরীক্ষার নাম পরিবর্তন করে এটির নাম দেওয়া হয়েছে ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা’। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে। কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখার জন্য পৃথক পৃথক তিনটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি গঠন করে তিন শাখায় তিন দিন পৃথক পৃথক ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার উপর ভিত্তি করে একটি স্কোর দেওয়া হবে। পরবর্তীকালে প্রত্যেক বিশ্ববিদ্যালয় প্রচলিত পদ্ধতিতে তাদের নিজ নিজ প্রয়োজনীয় শর্তাবলী সংযোজন করে পৃথক পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং নতুন করে আর পরীক্ষা না নিয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় প্রাপ্ত স্কোরকে বিবেচনা করেই ছাত্রছাত্রী ভর্তি করবে। এই স্কোরের উপর ভিত্তি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো বিশেষ করে সরকারি কলেজগুলোতে মেধা তালিকা প্রনয়ণ করা হবে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার স্কোরের উপর ভিত্তি করে সকল নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেনা তারা পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার স্কোরের উপর ভিত্তি করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। যাদের স্কোর বেশি থাকবে তারা তাদের পছন্দ মত কলেজে পছন্দের বিষয় নিয়ে ভর্তি হতে পারবে। যাদের স্কোর কম থাকবে তারা বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হতো এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে প্রত্যেক কলেজে আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হতো। তবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার স্কোরের উপর ভিত্তি করে সকল কলেজে আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

জানা গেছে, উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের পরপরই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক প্রদত্ত সময় অনুযায়ী তাদের নিজ নিজ ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার আয়োজন করবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার জন্য প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়েই ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে। ছাত্রছাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী অভিন্ন প্রশ্নে পছন্দকৃত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে। বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিল/ভর্তি কমিটি ভর্তির জন্য প্রয়োজনীয় শর্তারোপ করার সুযোগ পাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group