জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএ), বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট ও বিবিএ(অনার্স) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি তথ্য৷ NU Bachelor of Business Administration (BBA) & BBA in Aviation Management Admission circular 2023

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রফেশনাল ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএ), বিবিএ(অনার্স) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ও বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিবিএ অনার্স প্রফেশনাল কোর্স এ ভর্তি বিজ্ঞপ্তি -২০২৩ প্রকাশ করা হয়।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির অনার্স প্রফেশনাল ব্যাচেলর অব বিজনেস স্টাডিজ (বিবিএ), বিবিএ(অনার্স) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সের আবেদন ১২ জুলাই থেকে শুরু হবে। আগামী ৩০ জুলাই ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন চলবে।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মােবাইল ব্যাকিং এর মাধ্যমে অবশ্যই জমা দিতে হবে।

বিবিএ অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের এসএসসি  ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে৷  এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ২৭ আগষ্ট ২০২৩ তারিখ থেকে শুরু হবে।

বিবিএ অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদনের যোগ্যতা

• বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৮/২০১৯/২০২০ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ ও মানবিক থেকে জিপিএ ২.৫ এবং ২০২০/২০২১/২০২২ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

• বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড থেকে শুধুমাত্র  এইচ.এস.সি. (ভােকেশনাল)  এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট),  ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির শর্তপুরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।

• আবেদনকারী প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) কোর্স নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

বিবিএ প্রফেশনাল ভর্তির প্রাথমিক আবেদন ফরম পূরণ করবেন যেভাবে

• আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Professional tab-এ গিয়ে Apply Now (Hons. Professional) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বাের্ড/বিশ্ববিদ্যালয় ও পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

অনলাইনে আবেদনের পর ভর্তিচ্ছু কলেজে যেসব কাগজপত্র জমা দিতে হবে

আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটির নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের সংগে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

বিবিএ অনার্স প্রফেশনাল ভর্তির ফলাফল

• প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স বরাদ্দ দেয়া হবে।

• একই প্রতিষ্ঠান/কলেজে একই কোর্সে দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%,  প্রয়ােজন হলে SSC ও HSC পরীক্ষার মােট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%, এর পরেও যদি দুই বা ততােধিক আবেদন কারীর মেধাক্রম এক হয়, তা হলে যার বয়স কম হবে তাকে.অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে।

• এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, বিশেষ কোটা এবং রিলিজ স্লিপ এর (প্রয়ােজনে একাধিক বার) মাধ্যমে সম্পন্ন করা হবে।

বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির কলেজ- কলেজ অব এভিয়েশন টেকনোলজি, উত্তরা, ঢাকা।

বিবিএ(অনার্স) ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ভর্তির কলেজ- ডেফোডিল ইনষ্টিটিউট,আইটি (ভি আই আই টি) শুক্রাবাদ, ঢাকা, আপডেট কলেজ, ঢাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রফেশনাল কোর্সে ভর্তির কলেজ সমূহ

• আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
• আইডিয়াল কলেজ, সেন্ট্রাল রােড, ধানম্ডি
• শেখ বােরহানু্দীন কলেজ, ঢাকা
• খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও, ঢাকা
• আবুজর গিফারী কলেজ, ঢাকা
• তেজগাঁও মহিলা কলেজ, ঢাকা
• দনিয়া কলেজ, ঢাকা
• বি আই এস টি, ঢাকা
• সিদ্ধেশ্বরী ডিগ্রী কলেজ, ঢাকা
• হাবিকুল্লাহ বাহার কলেজ, ঢাকা
• ঢাকা সিটি কলেজ, ঢাকা
• তেজগাঁও কলেজ, ঢাকা
• ভূইয়া একাডেমি
• এ আই বি টি
• ঢাকা স্টেট কলেজ, ঢাকা
• বিজনেস এডঃ এন্ড ম্যানেজমেন্ট কলেজ
• ক্রাউন ইন্ঃ অব বিজনেস এন্ড টেকনােলজী মহাখালী, ঢাকা
• ঢাকা প্রফেশনাল কলেজ, ঢাকা
• ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট, ঢাকা
• আলহাজ্ব মকবুল হােসেন ডিগ্রী কলেজ,ঢাকা
• এ আইআইসিটি, ঢাকা
• ঢাকা কমার্স কলেজ, মিরপুর, ঢাকা
• আই এস টি টি, ঢাকা
• উত্তরা টাউন কলেজ, ঢাকা
• ঢাকা বিজনেস ইনস্টিটিউট, ঢাকা
• ইনঃ অব প্রগ্নেসিভ মেরিটোক্রেসি, ঢাকা
• আইডিয়াল ইনঃ অব বিজনেস এন্ড সায়েন্স পল্লবী, ঢাকা
• ঢাকা ইনস্টিটিউট অব ফ্যাশন এন্ড টেকনােলজী
• ইনঃ অব বিজনেস এন্ড টেকনােলজী, ঢাকা
• উত্তরা ইন অব বিজনেস এন্ড টেক: ঢাকা
• মােহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ
• সাফস বিজনেস ইনস্টিটিউট
• আই এস টি, ধানম্ডি
• লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা
• নর্দান কলেজ বাংলাদেশ
• নিউ মডেল ডিগ্রী কলেজ, ঢাকা
• মিরপুর কলেজ
• ডেফোডিল আই আই টি
• কলেজ অব টেকনােলজী, নারায়ণগঞ্জ
• বাংলাদেশ ইনঃ অব বিজনেস এন্ড টেকনােলজী, নারায়ণগঞ্জ
• হাজিগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন , চাঁদপুর
• এমআইএসটি, গাজীপুর
• বিজিআইএফটি ইনঃ অব সায়েন্স এন্ড টেক,গাজীপুর
• ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদী
• চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজ, বি-বাড়িয়া
• হ্যাভিট, টাঙ্গাইল
• জি আই আই টি, টাঙ্গাইল
• সি বি এস টি, ময়মনসিংহ
• এস আই বি এ সি এস, ময়মনসিংহ
• সিটি ইনস্টিটিউট, ময়মনসিংহ
• আইবিএ, জামালপুর
• আইবিআইটি, কিশােরগঞ্জ
• ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশােরগঞ্জ
• আইজিএমআইএস, চট্টগ্রাম
• নিউরাল আই এস টি, চট্টগ্রাম
• আইকিএস, চট্টগ্রাম
• চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ,চেট্টগ্রাম
• ইসলামিয়া ডিগ্রী কলেজ, চট্টগ্রাম
• জি এ এম চার্টাট কলেজ, চট্টগ্রাম
• ডেফোডিল আই আই টি, চট্টগ্রাম
• কেবিএম কলেজ, দিনাজপুর
• ডেন্টা কম্পিউটার সায়েন্স কলেজ, রংপুর
• পাবনা কলেজ (দিবা/নৈশ), পাবনা
• জান্নাত আরা হেনরী সায়েন্স এন্ড টেকনােলজী।কলেজ,সিরাজগঞ্জ
• পিআইবিএ, রাজশাহী
• আইবিএ, রাজশাহী
• বিআইআইটি, বরিশাল
• বরিশাল ইনফরমেশন টেকনােলঞজী কলেজ
• কুষ্টিয়া হাজী আবুল হােসেন ইন:অব টেকনােলজী , কুষ্টিয়া
• ক্যান্টনমেন্ট কলেজ, যশাের
• ইলাকস, খুলনা
• খান জাহান আলী কলেজ অব সায়েন্স এন্ড টেকনােলজি, খুলনা
• সুন্দরবন সায়েন্স এন্ড বিজনেস কলেজ,সাতক্ষীরা
• লালমিয়া সিটি কলেজ, গােপালগঞ্জ
• এন হক কলেজ অব বিজনেস এন্ড টেকনােলজী, মানিকদাহ, গােপালগঞ্জ

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply