মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ এপ্রিল এমবিবিএস আর ২২ এপ্রিল বিডিএস এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা পেছানো হতে পারে। এ বিষয়ে অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, এপ্রিলের ১ তারিখে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষা আগের নিয়মেই আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে পূর্বের নিয়মেই সম্পূর্ণ সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। এ প্রসঙ্গে অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত সভায় সভায় সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি তোলা হয়েছিল।
তবে সেটিতে কেউ রাজি নন। তাই ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে না।এদিকে গত দুই বছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সাথে যুক্ত কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, প্রশ্নফাঁস রোধসহ বিভিন্ন কাজে তাদের একটি টিম কাজ করে।
এই দলের নেতৃত্ব দিতেন বিএমডিসির সভাপতি। তবে এবার ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি নতুন হওয়ায় তার সাথে তাদের কাজের সমন্বয় করতে কিছুটা বেগ পেতে হবে। মেডিকেলের মতো এমন গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিষয়টি আরও ভাবা দরকার ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একজন কর্মকর্তা বলেন, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি বলা দরকার ছিল। হঠাৎ করেই ভর্তি পরীক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীন নিয়ে যাওয়ায় আমরা বিব্রত। এটি আমাদের কাজকে প্রশ্নবিদ্ধ করবে।
Medical and dental admission test dates have been finalized. Admission test of MBBS will be held on 1st April and BDS on 22nd April. However, if the situation is bad, the test may be postponed. In this regard, Professor. Abu Yusuf Fakir said that MBBS admission test will be held on April 1.