ক্যাম্পাসশিক্ষা নিউজ

নবম শ্রেণির সমাপনী পরীক্ষার কেন্দ্রতালিকা ২০২২ এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার কেন্দ্রতালিকা ২০২২ প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষাকেন্দ্রের চূড়ান্ত তালিকা (লিখিত ও ব্যবহারিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট সবার অবগতি ও যথাযথ কার্যার্থে প্রকাশ করা হলো।

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার কেন্দ্রতালিকা ২০২২

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান-শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন বিজ্ঞপ্তি

নবম শ্রেণির সমাপনী পরীক্ষার কেন্দ্রতালিকা PDF Download

বিশ্ববিদ্যালয় খুলতে ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে। এই টিকা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে নিতে পারবেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন- ২৭ সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়

দ্রুত সময়ের বিশ্ববিদ্যালয় খুলে দিতে নিজ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকা গ্রহণ করার জন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইডেন কলেজে ভবন উদ্বোধন ও মৎস পোনা অবমুক্তকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, ইউজিসির সদস্যরা, সাত কলেজের সমন্বয়ক, স্বাস্থ্য অধিদপ্তেরর কর্মকর্তা ও জাতীয় পরামর্শক কমিটির সবাইকে নিয়ে সভা করেছি। সেখানে আমরা পর্যালোচনা করে দেখলাম আমাদের আবাসিক শিক্ষার্থীদের একটি অংশ টিকা দেওয়া হয়ে গেছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক কর্মচারীদের অধিকাংশের টিকা নেওয়া হয়ে গেছে। এখন আমাদের উপাচার্যদের যে অভিমত সেটি হচ্ছে, বিশ্ববিদ্যালযের অনাবাসিক শিক্ষার্থীরা যদি অন্ততপক্ষে একটি ডোজ টিকা নিতে পারে, সেখানে হল খোলা অনেক সহজ হবে। কিন্ত সেজন্য তো রেজিস্ট্রেশন করতে হবে। যাদের এনআইডি রয়েছে, তাদের অনেকে রেজিস্ট্রেশন করেননি তাদের আমরা বলবো তারা দ্রুত রেজিস্ট্রেশন করে অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিয়ে নিতে।

যাদের জাতীয় পরিচয় পত্র নেই তাদের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আর যাদের এনআইডি নেই, তারা জন্মসনদ ( শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে) দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। আর যদি জন্মসনদ না থাকে তাহলে সেটি করে নেওয়া খুবই সহজ, কাজেই সেটি তারা করে নেবে।

তিনি বলেন, দুদিনের মধ্যে ইউজিসি থেকে একটি লিংক দেওয়া হবে। যে লিংকে তারা জন্মসনদ দিয়ে রেজিস্ট্রেশন করে তারপর তারা সুরক্ষা অ্যাপে যেন রেজিস্ট্রেশন করে। তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিয়ে দেওয়া হবে।

২৭ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বলে মনে করেন মন্ত্রী। টিকা গ্রহণ নিয়ে মন্ত্রী বলেন, রেজিস্ট্রেশনের পরে চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। কারণ তখন বিশ্ববিদ্যালয়ের যে মেডিক্যাল সেন্টারগুলো রয়েছে, সেগুলো টিকাকেন্দ্র হিসেবে কাজ করবে। স্বাস্থ্য অধিদপ্তর সেখানে তাদের টেকনিক্যাল সহায়তা দেবে এবং টিকা সরবরাহ করবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবে। বিশ্ববিদ্যালয় চাইলে তাদের আবাসিক হল খুলে দিতে পারবে। তবে সেক্ষেত্রে যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের টিকার একটি ডোজ নেওয়া হয়েছে এবং যাদের ক্যাম্পাসের মধ্যে সুযোগ আছে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করে টিকা কার্যক্রম শুরু করতে হবে।

আরো পড়ুন- ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে

এর আগে বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে শিক্ষামন্ত্রী বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২৭ সেপ্টেম্বরের পর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলো। ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীকে টিকার জন্য নিবন্ধন নিশ্চিত করতে হবে। জাতীয় পরিচয়পত্র ছাড়া যেসব শিক্ষার্থী টিকা নিতে পারেননি তাদের জন্য একটি লিংক তৈরি করে শিক্ষার্থীদের মোবাইল নম্বরে পাঠাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেখানে শিক্ষার্থীদের জন্মনিবন্ধনসহ বিভিন্ন তথ্য ১০ দিনের মধ্যে দিতে হবে। এরপর তথ্য প্রদান করা শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply