ভর্তি তথ্য

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ Darunnazat Siddika Kamil Madrasah Admission

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ Darunnazat Siddika Kamil Madrasah Admission দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রসপেক্টাস প্রকাশিত হয়েছে।
ভর্তির শর্তাবলী
০১. সকল শিক্ষার্থীকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হতে হবে।
০২. অধ্যয়নকালে রাজনৈতিক সংগঠন বা এর কোন অংগ সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না।
০৩. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে।
০৪. কেন্দ্রীয় পরীক্ষার পরবর্তী জামায়াত সমূহের ক্ষেত্রে প্রশাসা পত্র ও একাডেমীক ট্রান্সক্রিপ্টের মূল কপি অবশ্যই জমা দিতে হবে।
০৫. আমল, আক্বীদা, আখলাক, ইত্যাদি সকল ক্ষেত্রে দারুননাজাতের আদর্শ গ্রহণে আগ্রহী হতে হবে।
০৬. মাদরাসা কর্তৃপক্ষের ধার্যকৃত ফিসমূহ পরিশোধের সামার্থ থাকতে হবে।

ভর্তির সময়, বয়সসীমা ও পোষাক
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা(মূল ক্যাম্পাস):
ক. জুনিয়র জামায়াত সমূহে (শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণি) ভর্তির জন্যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ করা হয়। অতঃপর ডিসেম্বর মাসের নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় (লিখিত ও মৌখিক) উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি করা হয়। আর নবম শ্রেণির ছাত্রদের জন্য JDC এবং এর ফল প্রকাশের পরে জানুয়ারীর প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নিয়ে শূন্য আসনের বিপরীতে ছাত্র ভর্তি করা হয়। খ. আলিম শ্রেণীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং ফাযিল (পাস ও অনার্স) ও কামিল শ্রেণীতে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষার্থী ভর্তি করা হয়।

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ Darunnazat Siddika Kamil Madrasah Admission

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ Darunnazat Siddika Kamil Madrasah Admission

দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ভর্তি ২০২৩ Darunnazat Siddika Kamil Madrasah Admission

মহিলা শাখা:
মহিলা শাখার ভর্তির সময় মূল শাখার অনুরূপ।

তাখসীসি শাখা:
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার বিশেষ বিভাগ তাখসীসি শাখা নামে পরিচিত। এ শাখায় ভর্তির সময় নিম্নরূপ: ক. প্রাক তাখসীসি: শর্টকোর্সের মাধ্যমে ১ বছরে অষ্টম শ্রেণির উপযোগী করে গড়ে তোলার জন্য এ জামাত। প্রতি বছর জানুয়ারী মাসে ও রমজানের পরে এ শাখায় ভর্তি নেয়া হয়। খ. তাখসীসি ৮ম ও ৯ম শ্রেণিতে মূল শাখার জন্য নির্ধারিত সময়ে ভর্তি করা হয়। গ. তাখসীসি আলিম শ্রেণিতে দাখিল পরীক্ষার পরপর ভর্তি করা হয়। ঘ. তাখসীসি মুতাফাররিকা জামাতে আলিম পরীক্ষার পরপরই ভর্তি করা হয়।

নেছারিয়া হিফজ খানা:
প্রতি বছর রমজান মাসের পর ১৫ শাওয়ালের মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদেরকে ভর্তি করা হয়। ভর্তির সময়, বয়স ও মেধা বিবেচনা করা হয়।

বয়স সীমা:
নাজেরা সর্বোচ্চ ৭ (সাত) বছর এবং হিফজ সর্বোচ্চ ১২ (বার) বছর।

ইউনিফর্ম:
সাদা কাপড়ের নেছফছাক গোল জামা, পাজামা ও গোল টুপি। (প্রত্যেক ছাত্রের জন্য পাগড়ী, মুসল্লা ও মেসওয়াক বাধ্যতামূলক)
ভর্তি প্রক্রিয়া
১. মাদরাসার অফিস থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করবে।

২. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

৩. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদরাসার ওয়েব সাইটে (dskm.ac.bd) অনলাইন ভর্তি ফরম পূরণ করবে।

৪. পূরণকৃত ফরমটি প্রিন্ট করে শিক্ষার্থীর এবং অভিভাবকের স্বাক্ষরসহ শিক্ষার্থীর এক কপি ছবি, জন্ম সনদের ফটোকপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করবে।

৫. প্রিন্টকৃত ফরমটি ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে ভর্তি কমিটির নিকট থেকে ভর্তি নিশ্চয়ন স্লিপ (Admission confirmation slip) সংগ্রহ করবে।

৬. ভর্তি নিশ্চয়ন স্লিপ নিয়ে আবাসিক অফিসে গিয়ে আবাসিক সিট নিশ্চিত করবে। (আবাসিক ছাত্রদের ক্ষেত্রের প্রযোজ্য)

৭. আবাসিক স্লিপ ও নিশ্চয়ন স্লিপ নিয়ে মাদরাসা অফিসে ভর্তি ফি পরিশোধ করে প্রিন্টকৃত ফরমটি সংযুক্ত কাগজপত্রসহ জমা দিবে।

দারুন নাজাত মহিলা মাদ্রাসা

দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষকদের তালিকা
ফাজিল ভর্তি দারুন নাজাত মাদ্রাসা
দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মহিলা শাখা

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply