ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ে র‍্যাগ ডে উদযাপন বন্ধের আদেশ দিয়েছে ইউজিসি

দেশের সমস্ত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‍্যাগ ডে উদযাপন বন্ধের আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

৪ জুলাই সোমবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমস্ত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে-র নামে সব ধরনের ‘অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ’ বন্ধ করতে হবে।

র‍্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের অশ্লীলতা, ডিজে পার্টি, অশোভন আচরণ উদ্দাম নৃত্য, বুলিং ও নগ্নতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হাই কোর্টের আদেশ পালনের লক্ষ্যেই র‍্যাগ ডে বন্ধের নির্দেশনা দিয়েছে বলে জানায় ইউজিসি।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান  বলেন, হাই কোর্টের নির্দেশনা কার্যকর ও বাস্তবায়নের লক্ষ্যে কমিশন কাজ করছে। সে ধারাবাহিকতায় আজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।

Read More:পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের নিয়মের মধ্যে কাজ করার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, কেউ আইন অমান্য করে ছাড় পাবে না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২০২০-২১ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এ কথা বলেন।

সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ইউজিসি ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এপিএ চুক্তি স্বাক্ষর করে। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনয়ন, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আমাদের কাজই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আইনকানুন যথাযথভাবে পালন হচ্ছে কি-না খতিয়ে দেখা। আমাদের কারো আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। নিয়মের মধ্যে থেকেই সব কাজ করতে হবে। যেকোনো ধরনের অনিয়মে ইউজিসি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ে নানা রকম চাপ থাকে। চাপে নত হয়ে কেউ যদি আইন অমান্য করেন তাহলে তিনি ছাড় পাবেন না।

তিনি উপাচার্য ও রেজিস্ট্রারদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদোন্নতি, আর্থিকসহ বিভিন্ন বিষয়ে বিদ্যমান আইন ও নিয়ম মেনে কাজ সম্পাদন করার অনুরোধ জানিয়ে বলেন, করোনা পরবর্তীতে প্রয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট পরিচালনা করা হবে। এতে কোনো ধরনের আর্থিক বিশৃঙ্খলা বা অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং অধ্যাপক ড. মো. আবু তাহের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। ইউজিসির পক্ষে তিনি এবং বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রাররা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply