সকল ভর্তি খবর

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির নিশ্চায়ন রেজিষ্ট্রেশন ফি প্রদান পদ্ধতি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড আওতাধীন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), রাজশাহী সার্ভে ইনস্টিটিউট, ভােকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া), নেক্টার (বগুড়া) এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে ভর্তির নিশ্চায়ন পদ্ধতি।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনস্হ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির ফলাফল ৩০ আগষ্ট প্রকাশিত হয়েছে। উক্ত ফলাফলে যারা ভর্তির জন্য মনোনীত হয়েছেন তাদের রেজিষ্ট্রেশন ফি ৩৮৫ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে৷ উল্লেখ্য ভর্তি নিশ্চায়ন না করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে৷ ৩০ আগস্ট ২০২০ -এ প্রকাশিত ফলাফলে যে সকল আবেদনকারী অপেক্ষমান তালিকায় রয়েছেন, তাদের ফলাফল ২য় পর্যায়ের আবেদনের ফলাফলের (১১ সেপ্টেম্বর ২০২০) সাথে প্রকাশিত হবে।

আরো পড়ুন- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি ফলাফল ২০২৩

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ফলাফলের যারা কোন কলেজে মনোনীত হয়নি তাদের ২য় পর্যায়ে আবেদন করার সুযোগ রয়েছে। যারা পছন্দ ক্রম অনুযায়ী মনমত কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি তাদের অটো মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তনের সুযোগ রয়েছে। এখানে আপনাদের সামনে তুলে ধরব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির নিশ্চায়ন রেজিষ্ট্রেশন ফি প্রদান পদ্ধতি।

শিওরক্যাশ এর মাধ্যমে রেজিষ্ট্রেশন ফি জমা ও ভর্তি নিশ্চায়ন পদ্ধতি

শিওরক্যাশ USSD Menu এর মাধ্যমে ফি প্রদান করার নিয়ম

ধাপ-১: শিওরক্যাশ এর মেনু পেতে *৪৯৫# ডায়াল করে PAYMENT অপশন নির্বাচন করতে হবে
ধাপ-২: পেমেন্ট কি-ওয়ার্ড: DTE লিখতে হবে
ধাপ-৩ঃ স্টুডেন্টকে লিখতে হবে। <R>পাশের বছর>বাের্ড>বাের্ডর রােল নম্বর
ধাপ-৪: স্টুডেন্ট এর মােবাইল নাম্বার লিখতে হবে
ধাপ-৫: মােবাইলে Amount: Tk. 385 প্রদর্শিত হবে এবং মােবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করলে পেমেন্ট সফল হলে TXN নাম্বার সহ Successful Massage প্রদর্শিত হবে।

শিওরক্যাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান করার নিয়মঃ

ধাপ-১: শিওরক্যাশ এর অ্যাপ ডাউনলােড করুন। শিওরক্যাশ অ্যাপ এ লগ ইন করে Payment অপশন সিলেক্ট করুন।
ধাপ-২: পরবর্তি ধাপে যেতে DTE লিখে Next অপশন সিলেক্ট করুন
ধাপ-৩ঃ স্টুডেন্টকে লিখতে হবে: <R><পাশের বছর><বাের্ড><বাের্ডের রােল নম্বর
ধাপ-৪ঃ স্টুডেন্টের মােবাইল নাম্বার লিখতে হবে (মােবাইল স্ক্রিনে Amount: Tk. 385 প্রদর্শিত হবে)
ধাপ-৫ঃ পরবর্তি/Next বাটন সিলেক্ট করুন
ধাপ-৬ঃ পেমেন্ট নিশ্চিত করতে Confirmation বাটন সিলেক্ট করুন।
Payment সফল হলে Txn ID সহ Successful Massage প্রদর্শিত হবে।

লক্ষণীয়ঃ
• স্টুডেন্টকে ভর্তি নিশ্চায়ন রেজিষ্ট্রেশনের করতে R, পাশের বন্ধুরের সংখ্যা (যেমন 2020), বাের্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন ঢাকার জন্য DIA), এবং বাের্ডের রােল (যেমন 100389): <R><পাশের বছর><বাের্ড><বাের্ডের রােল নম্বর>
লিখতে হবে। উদাহরণ স্বরুপ- R2019DHA100349
• প্রতিটি শিক্ষার্থীর জন্য ভর্তি নিশ্চায়ন ফি ৩৮৫ টাকা পরিশােধ করতে হবে।
• শিক্ষার্থী ভর্তির আবেদনের ফি প্রদানের সময় যেই মােবাইল নাম্বার ব্যবহার করেছিলাে, চতুর্থ নম্বর ধাপে সেই একই মােবাইল নাম্বার ব্যবহার করতে হবে।
• এ সংক্রান্ত যে কোনাে জিজ্ঞাসার উত্তর পেতে শিওরক্যাশ এর হট গাইনে যােগাযােগ করুন। শিওরক্যাশ হট লাইন নাম্বারঃ 096 140 164 95

ডাচ-বাংলা ব্যাংকের রকেট সার্ভিসের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি নিম্নরূপঃ

Step-1: ডায়াল *৩২২# ।
Step-2: ডায়াল করে Bill Pay” অপশন সিলেক্ট করতে হবে।
Step-3: নিজের কাছ থেকে Payment করতে চাইলে “১ ডায়াল করে Self” অপশন সিলেক্ট করতে হবে এবং অন্যের একাউন্ট থেকে Payment দিতে চাইলে ২ ডায়াল করে Other অপশন সিলেক্ট করে Enter Payer Mobile No. এর স্থলে আবেদনকারীর মােবাইল নাম্বার দিতে হবে।
Step-4: DESCO বিল দিতে “১”, BTCL বিল দিতে “২” , DPDC বিল দিতে “৩”, Dhaka WASA বিল দিতে “8” এবং অন্য যে কোন প্রতিষ্ঠানের বিল প্রদান তে “০” ডায়াল করুন।
Step-5: Enter Biller ID. এন স্থলে ২৮৮’ টাইপ করতে হবে।
Step-6: Enter Bill Number এর স্থলে স্ৰবশ্যই R+Passingyear+BoardCode+RollNo, টি প্রদান করতে হবে।
Step-7: Enter Amount – 385.00 Tk
Step-8: Enter PIN এর স্থলে Customer এ ডাচ-বাংলা মােবাইল ব্যাংকিং (Rocket) Account এর PIN নম্বর দিতে হবে।
Step-9: রকেট কর্তৃক Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID
(TxnID) সংরক্ষণ করতে হবে।

আরো পড়ুন- ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি 2023

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির নিশ্চায়ন রেজিষ্ট্রেশন ফি প্রদান পদ্ধতি

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তির অটো মাইগ্রেশন পদ্ধতি

শিক্ষার্থীরা আবেদনের সময় যে টেকনােলজি প্রতিষ্ঠান পছন্দ প্রদান করে থাকেন, তার একটি ক্রমিক নং রয়েছে। অটোমাইগ্রেশন হলাে আপনার পছন্দক্রম অনুযায়ী ফলাফল উপরের ক্রমিক নম্বরের দিকে যাবে। পছন্দক্রম অনুযায়ী উপরের দিকে আসন খালি হলে এবং অটোমাইগ্রেশন খােলা থাকলে, আপনার ফলাফল পছন্দক্রম অনুযায়ী উপরের ক্রমিক নম্বরের দিকে যাবে।

১ম পর্যায়ের ফলাফলের পর ১ম অটোমাইগ্রেশন হবে ও ২য় পর্যায়ের ফলাফলের পর ২য় অটোমাইগ্রেশন হবে। যতবার অপেক্ষামান তালিকা প্রকাশ হবে ততবার অটোমাইগ্রেশন হবে। অটোমাইগ্রেশন খােলা থাকলে সর্বশেষ যে টেকনােলজি প্রতিষ্ঠান থাকবে সেখানে আপনাকে অধ্যায়ন করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply